Business Idea – Post Office Franchise পোষ্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করতে পারেন, আবেদন চলছে বিস্তারিত দেখুন।
বর্তমানে ব্যবসা (Business Idea) করা মানেই লাখ লাখ টাকা পুজি নিয়ে শুরু করতে হয়। যার জন্য অনেকের মাথায় অনেক ভালো বিজনেস প্লান (Business Plan) থাকলেও টাকার অভাবে পিছিয়ে আসতে হয়। তবে এমন কিছু ব্যাবসা আছে, যেখানে আপনার বিনিয়োগ ও বেশি করতে হবে না, বরং অফুরন্ত লাভের সম্ভাবনা রয়েছে। Post Office Franchise
ইতিমধ্যেই আমুলের ডিলারশীপ এবং ব্যাঙ্কের এটিএম এর ফ্রাঞ্চাইজি নিয়ে কিভাবে ব্যাবসা করবেন (Business Idea), সেই সমন্ধে আলোচনা করেছি। আপনারা এই প্রতিবেদনেই লিঙ্ক পেয়ে যাবেন। (Business Plan Post Office Franchise)
আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো, মাত্র ৫ হাজার টাকা সিকুরিটি ডিপোজিট রেখে কিভাবে আপনি নিজের বাড়িতেই পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজী (Post Office Franchaise) নিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন (Business Idea)।
পোষ্ট অফিসের ফ্রাঞ্চাইজী (Post Office Franchaise) নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল সরকারের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে এই ব্যবসা করতে পারবেন আপনি। দেশজুড়ে প্রায় দেড় লক্ষ পোস্ট অফিস থাকলেও এখনও পর্যন্ত এমন অনেক জায়গা আছে যেখানে পোস্ট অফিসের সুবিধা পৌঁছায়নি। সুতরাং এসব যায়গায় অনেকেই কাছাকাছি পরিষেবা পান না। তাই নতুন বছরের শুরুতেই পোস্টাল ফ্রাঞ্চাইজি দিয়ে কাজের পরিধি বাড়াতে চলেছে ভারতীয় ডাক বিভাগ (Business Idea)।
ডাক ব্যবস্থাকে আরও সুলভ ও সুগম করতে তা তুলে দেওয়া হচ্ছে বেশকিছু ফ্রাঞ্চাইজির হাতে। আপনিও চাইলে মাত্র ৫ হাজার টাকা সিকুরিটি মানি জমা দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। (Business Idea)
যোগ্যতাঃ
১) অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। (Post Office Franchaise)
২) বয়স – ১৮ বছরের উপরে।
৩) শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষে অষ্টম শ্রেণী পাস
কত টাকা আয় করা সম্ভবঃ
ভারতীয় ডাক বিভাগের সঙ্গে সরাসরি কমিশন ভিত্তিতে আপনি এই কাজ করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কোন বিষয়ে কত কমিশন পেতে পারেন। (Business Idea)
১) স্পীড পোস্ট আর্টিকেল বুকিংয়ের জন্য ৫ টাকা।
২) রেজিস্ট্রি আর্টিকেল বুকিংয়ের জন্য ৩.৫০ টাকা।
৩) ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের জন্য ৩.৫০ টাকা।
৪) ডাক স্ট্যাম্প, ডাক স্টেশনারি এবং মানি অর্ডার ফর্ম বিক্রির মোট অর্থের উপর ৫% কমিশন। (Business Idea)
৫) সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প সহ অন্যান্য রিটেল সার্ভিস থেকে পাওয়া অর্থের উপর ৪০% কমিশন। (Post Office Franchaise)
৬) এছাড়া প্রতি মাসে রেজিস্ট্রি এবং স্পিড পোস্টের ১০০০ টিরও বেশি বুকিং হলে ২০% অতিরিক্ত কমিশন।
ফ্রিতে এটিএম ফ্রাঞ্চাইজি নিতে ক্লিক করুন
কিভাবে আবেদন করবেন ?
১) আবেদন করার জন্য আপনি এই অফিসিয়াল লিংকে ক্লিক করতে পারেন
২) এরপর এখান থেকে ফর্ম ডাউনলোড করে সরাসরি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
৩) এরপর আপনি নির্বাচিত হলে, ভারতীয় ডাক বিভাগ এবং আপনার সাথে একটি চুক্তিপত্রে কন্ট্রাক্ট হবে। এই চুক্তির ভিত্তিতেই কমিশন, কতদিন কাজ করতে পারবেন, কি কি নিয়ম মানতে হবে প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। (Post Office Franchaise) তাহলে দেরী না করে উপরের দেওয়া ওয়েবসাইটে ক্লিক করে ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করুন।
সরকারী সাবসিডি নিয়ে সাবানের ব্যাবসা করতে ক্লিক করুন