Mobile Recharge – মাত্র 20 টাকার মোবাইল রিচার্জে পাবেন সব কিছু। গ্রাহক বাড়াতে সবচেয়ে সস্তার প্ল্যান লঞ্চ হলো।

বর্তমানে সমস্ত টেলিকম সংস্থাগুলির মধ্যে চলছে প্রতিযোগিতা, সব টেলিকম সংস্থা গ্রাহকদের স্বল্পমূল্যে মোবাইলের রিচার্জ (Mobile Recharge) প্রদান করে গ্রাহক বৃদ্ধি করতে চাইছে। ভারতের এক মাত্র সরকারি টেলিকম সংস্থা হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই সংস্থা গ্রাহকদের সবচেয়ে কম মূল্যে প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। দিন দিন যেভাবে মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়েছে। ফলে বিএসএনএল গ্রাহকদের সুবিধার জন্য একাধিক রিচার্জ প্ল্যান অফার করে যা খুবই সস্তা মূল্যে পাওয়া যায়। বিএসএনএল-এর এই প্ল্যানগুলি টেক্কা দেবে জিও বা এয়ারটেলের রিচার্জ প্ল্যানকেও। আজ এমনই ৪টি সস্তা বিএসএনএল রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের বলতে চলেছি। সস্তার এই প্ল্যান গুলি সম্পর্কে জেনে নিন।

Advertisement

Very chipset Mobile Recharge Plan

১) ১৮ টাকার রিচার্জ প্ল্যান:

বিএসএনএল-এর একটি জনপ্রিয় প্রিপেইড মোবাইল রিচার্জ (Mobile Recharge) ভাউচার হলো ১৮ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে দৈনিক ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। একই সাথে পাওয়া যাবে কলিং ও এসএমএস পরিষেবা। এখানে কলিং এর ক্ষেত্রে কোনো সময় বা টাকা বেঁধে দেওয়া হয়নি। অর্থাৎ আপনি এই রিচার্জ প্ল্যানের মধ্যে দিয়ে আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। তবে দৈনিক ১ জিবি ডেটা শেষ হলে স্পীড নেবে আসবে ৪০ Kbps স্পিড এ। এই প্ল্যানের মেয়াদ মাত্র ২ দিন। রিটেল স্টোর্স কিংবা অনলাইন থেকে এই রিচার্জ প্ল্যান সক্রিয় করা যাবে।

Advertisement
Best Recharge Plans under 100 rupees

২) ১৯ টাকার রিচার্জ প্ল্যান:

বিএসএনএলের আরেকটি সস্তায় রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন মাত্র ১৯ টাকায়। এই প্ল্যানটি ৩০ দিন বৈধ্য থাকবে। যারা শুধুমাত্র নিজেদের সিম কার্ড সক্রিয় রাখতে চান, তাদের জন্য এই প্ল্যান বেশ ভালো। এখানে কলিং এর ক্ষেত্রে মিনিটে ২০ পয়সা করে কাটা হবে। তবে ১৯ টাকার এই প্ল্যানে কোনো ডেটা বা এসএমএসের সুবিধা পাবেন না গ্রাহকরা। এছাড়া ১৯ টাকার আরো একটি রিচার্জ প্ল্যান হয়, যেখানে এক দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এখানে কলিং এর পরিষেবা পাওয়া যাবে না।

৩) ১৫১ টাকার রিচার্জ প্ল্যান:

ওয়াক ফ্রম হোমের জন্য বিএসএনএল একটি দুর্দান্ত মোবাইল রিচার্জ (Mobile Recharge) প্ল্যান বাজারে এনেছিল। যে প্ল্যান পাওয়া যাবে মাত্র ১৫১ টাকায়। এই প্ল্যানটির মেয়াদ থাকবে ২৮ দিন। ১৫১ টাকার রিচার্জ করে পাওয়া যাবে ৪০ জিবি হাইস্পীড ডেটা। তবে এই প্ল্যানে কলিং বা এসএমএসের সুবিধা পাওয়া যাবে না। যাদের দৈনিক প্রচুর পরিমানে ডেটা প্রয়োজন হয়, তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত। ৪০ জিবি ডেটার সাথে এই প্ল্যানে মিলবে বিনামূল্যে Zing-এর সাবস্ক্রিপশন।

অবশ্যই পড়ুন » RS 2000 Notes নিয়ে মোদীর বড় ঘোষণা। এবার আপনিও সুযোগ পেলেন। বিরাট খুশি সারা দেশবাসী।

৪) ২৫১ টাকার রিচার্জ প্ল্যান:

লোকডাউনের জেরে ওয়াক ফ্রম হোম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর বাড়ি থেকে কাজ মেটানোর জন্য প্রয়োজন ছিল অধিক পরিমান ডেটা। সে কারণে বিএসএনএল ২৫১ টাকার এই প্ল্যান এনেছিল। যেখানে পাওয়া যাবে মোট ৭০ হাইস্পীড ডেটা। অর্থাৎ যাদের কাজের জন্য প্রচুর ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যান বেশ ভালো। এই প্ল্যানের মেয়াদ থাকবে ২৮ দিন। এছাড়া মিলবে বিনামূল্যে Zing-এর সাবস্ক্রিপশন। তবে এই প্ল্যানে কলিং বা এসএমএস-এর সুবিধা নেই।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment