Free Internet Calls : এক লহমায় পাওয়া যাবে সব পরিষেবা! কী করতে চলেছে সরকার, দেখুন
দেশের সরকারি এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রে অধিকাংশ কাজ অনলাইনেই (Free Internet Calls) করা শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষ খুব সহজেই সমস্ত পরিষেবা উপলব্ধ করতে পারছেন। তাই এখনও পর্যন্ত দেশের যে সমস্ত প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট (Internet) পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, সেই সমস্ত এলাকায় ব্রডব্যান্ড (Broadband) ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকার প্রক্রিয়া শুরু করেছে।
আগামী জুন মাস নাগাদ সরকারের প্রাইম মিনিস্টার্স WI-FI Access Network Interface (PM-WANI) প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL প্রায় 30 হাজার হটস্পট কেন্দ্র করতে চলেছে। ET Telecom-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Broadband India Forum-এর এক ইভেন্টে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের (DOT) পক্ষ থেকে PM-WANI প্রকল্পের অধীনে বিএসএনএলের এই 30000 হটস্পট কেন্দ্র শুরু করার কথা জানা গিয়েছে। Free Internet Calls
দেশের সমস্ত বড়বড় রেলওয়ে স্টেশনে উপলব্ধ হটস্পট কেন্দ্রগুলি PM-WANI প্রকল্পের অধীনে ভবিষ্যতে আসতে চলেছে। যেটা ইউজারদের জন্য যথেষ্ট ভালো। আর এই পরিসেবায় বিনামূল্যে ইন্টারনেট ও WiFi calling পরিষেবা মিলবে। Free Internet Calls
এবছর মাধ্যমিকে পাশ নম্বর কত, কত নম্বর পেলে কোন গ্রেড ও ডিভিশন।
BIF- এর ইভেন্টে টেলিযোগাযোগ দপ্তরের কর্তা জানান, উত্তরপ্রদেশ সরকার গ্রামাঞ্চলের ঘরে ঘরে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 60 হাজারের বেশি সাইট স্থাপন করছে। তারপর থেকেই সেই সাইটগুলিকে যাতে PM-WANI প্রকল্পের আওতায় শামিল করানো যায় কেন্দ্র সেই চেষ্টা চালাচ্ছে। Free Internet Calls
PM-WANI প্রকল্পকে সফল করার জন্য DOT এবার USOF ফান্ড চেয়ে আবেদন করেছে।
এই ধরনের প্রকল্পের মাধ্যমে সরকারের ডিজিটাল ভারত নির্মাণের যে চিন্তাভাবনা তা বাস্তবায়িত হবে। দেশের সব জায়গায় ওয়াইফাই হটস্পট কেন্দ্রের সংখ্যা বাড়লে ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি আরো এগিয়ে যেতে পারবে। Free Internet Calls
আগামী মাস থেকে আবার বাড়ছে সমস্ত মোবাইল ও টিভি রিচার্জের খরচ
যার ফলে দেশের মানুষের সামনে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Written by Rajib Ghosh
Airtel vs jio vs Vi : মাত্র ১৫০ টাকার কমে কে দিচ্ছে বেশি সুবিধা, Airtel, jio নাকি Vi