আমজনতার জন্য রান্নার গ্যাস নিয়ে বিশাল বড় সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলো তৃণমূল। ইন্ডি জোট ক্ষমতায় এলে বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস (Free LPG Gas). একটি টাকাও আর খরচ করতে হবে না গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) কেনার জন্য। যে কেউ চাইলেই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এলপিজি গ্যাস। ভোটের আগে এমনই ঘোষণা করল রাজ্য সরকার (State Government). তারা জানিয়েছেন বছরে দশটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে সকলকে এর মাধ্যমে।
বিপিএল রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি
তবে শুধু এই রেশন কার্ড যাদের আছে তাদেরই সুবিধার দেওয়া হবে বলে জানানো হয়েছে। রেশন কার্ড দেখিয়ে আবেদন করতে হবে, আর তারপরেই ফ্রি গ্যাস (LPG Gas) পৌঁছে যাবে ঘরে ঘরে। গত বছর আগস্ট মাসে ২০০ টাকা রান্নার গ্যাসের দাম কমায় কেন্দ্র। আগে একটি গ্যাস পাওয়া যেত ১১০০ টাকায়। যার পরে দাম এসে দাঁড়ায় ৯০০ টাকা তে। বিশাল সুবিধা হয় সাধারণ মানুষের।
10 Free LPG Gas Provide Yearly Say In TMC Manifesto 2024.
উজ্জ্বলা গ্রাহকদের এর ওপর আরো ৩০০ টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) দেয় সরকার অর্থাৎ তারা ৬০০ টাকা দামে একটি সিলিন্ডার পান। এরপর এবছর ১ এপ্রিল থেকে আবার ১০০ টাকা কমানো হয়েছে গ্যাসের দাম। ফলে এখন একটি সিলিন্ডারের নতুন দাম ৮০০ টাকা। কলকাতায় এই রান্নার গ্যাস সিলিন্ডার সাধারণ গ্রাহকদের জন্য ৮২৯ টাকা আর উজ্জ্বলা গ্রাহকদের (Ujjwala Yojana LPG Gas) জন্য ৫২৯ টাকা দামে মেলে বর্তমানে।
যাই হোক, এই রকম বারবার গ্যাসের দাম কমানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তবে এবার তাদের অবাক করে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) শুধু কম নয়, একেবারে ফ্রি করে দেওয়া হল। নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজনৈতিক দল গুলির প্রচার পর্ব শেষ হয়নি এখনো। প্রতিদিনই প্রচারে বেরিয়ে এটা ওটা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে হাতে রাখতে চাইছে তারা।
এই রকমই একটি প্রচার সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে এবার পশ্চিমবঙ্গেও রাজস্থানের মত ৪৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়া হবে। তারই পাল্টা জবাবেই রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, “তারা ৪৫০ টাকায় আগে সিলিন্ডার দিয়ে দেখাক।
এর সঙ্গে তিনি বলেন, “যদি লোকসভা নির্বাচনের পর সর্বভারতীয় ইন্ডি জোট ক্ষমতায় আসে তাহলে মানুষকে দশটি গ্যাস সিলিন্ডার বছরে ফ্রিতে দেওয়া হবে। অভিষেক জানান ইতিমধ্যেই নির্বাচনী ইশতেহারে তৃণমূল (TMC) সে কথা জানিয়েছে। নির্বাচনে জিতলে সেই মতোই কাজ হবে তাদের। বস্তুত সকল বিপিএল ক্যাটাগরিভুক্ত দরিদ্র মা বোনেদের জন্য কেন্দ্রের মোদি সরকার বর্তমানে উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাসের সংযোগ (LPG Gas Connection) দিয়ে থাকে।
500 টাকায় রান্নার গ্যাস এবং ফ্রি বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলো সরকার।
প্রতি এলপিজি সিলিন্ডারের পিছু তারা ৩০০ টাকা করে ভর্তুকি (LPG Gas) পায় কেন্দ্রের তরফ থেকে। কিন্তু অভিষেক জানিয়েছেন তাদের দল যদি ক্ষমতায় আসে তবে সেই সব গরীব দুঃখী মানুষের জন্য ভর্তুকি নয় বরং সবকটি গ্যাস সিলিন্ডারই ফ্রি করে দেবেন তারা। যাতে গ্যাস কেনার জন্য আর ৪০০,৫০০ টাকা তো দূরের কথা, এক টাকাও খরচ না হয় তাদের। বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড (BPL Ration Card) থাকলে সবাই এই সুবিধা পাবেন।Written by Nabadip Saha.