জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আর অফিসে অফিসে ঘোরার দিন শেষ। এখন জন্ম সার্টিফিকেট কিংবা মৃত্যু সার্টিফিকেট বানতে কোথাও যেতে হবে না। এখন থেকে অনলাইনেই আপনি খুব সহজেই বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট কিংবা মৃত্যু সার্টিফিকেট বানতে পারবেন (Birth Certificate Online)। রাজ্য সরকার জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর পদ্ধতি আরও সহজ করে দিলো। দেখে নিন কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে।
Birth & Death Certificate Online Apply West Bengal
১) প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট নিবন্ধিকরন বানানোর ওয়েবসাইটে আসতে হবে। যার লিঙ্ক নিচে দেওয়া আছে।
২) এরপর মেনু বারে ক্লিক করুন ও Citizen Service এ ক্লিক করুন।
৩) এরপর আপনি জন্ম সার্টিফিকেট বানাতে চাইলে Birth অপশনে এবং মৃত্যু সার্টিফিকেট বানাতে চাইলে Death এ ক্লিক করে Apply For New Application এ ক্লিক করুন।
৪) এরপর একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
জন্ম সার্টিফিকেট নিবন্ধিকরন (Birth Certificate Registration)
লগিন করার পর আপনার সামনে অনেকগুলো অপশন দেখা যাবে, আপনি নতুন জন্ম সার্টিফিকেট বানাবেন নাকি, আবেদন করছেন তার অবস্থা যাচাই করবেন। নাকি সার্টিফিকেট ডাউনলোড করবেন নাকি জন্ম সার্টিফিকেট সংশোধন করবেন ইত্যাদি।
১) নতুন করে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য Apply For New Registration এ ক্লিক করুন।
২) এরপর একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি নিয়ে বসিয়ে লগইন করুন।
৩) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি আসবে, এখানে কয়েকটি ধাপে ফর্মটি ফিলাপ করতে হবে
a) Information of the Child / শিশুর তথ্য:- এখানে শিশুর জন্ম তারিখ, নাম,লিঙ্গ বসাতে হবে।
b) Place of Birth / জন্মের স্থান:- শিশু কোথায় জন্ম গ্রহন করেছে তার ঠিকানা বসাতে হবে।রাজ্যের নাম,জেলা,ব্লক,গ্রাম/ওয়ার্ড ইত্যাদি।
c) Father’s Information / পিতার তথ্য:- এখানে বাবার নাম,মোবাইল নাম্বার, আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস নম্বর বসাতে হবে ও 250KB এর মধ্যে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটি।
d) Mother’s Information / মাতার তথ্য:- এখানে মায়ের নাম শিশুর,মোবাইল নাম্বার, আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস নম্বর বসাতে হবে ও 250KB এর মধ্যে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটি।
e) Present Address of mother at the time of the child’s birth / শিশুর জন্মের সময় মাতার ঠিকানা:- শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কি ছিলো তা বসাতে নাম,রাজ্যের নাম,জেলা,ব্লক ইত্যাদি।
f) Father’s and Mother’s Information / পিতা ও মাতার তথ্য:- এর পর পিতা মাতা কোন ধর্মের তা এখানে বসাতে হবে ও পিতা মাতা শিক্ষাগত যোগ্যতা কি কি আছে ও কি কাজ করে ইত্যাদি।
g) Other Information / অন্যান্য তথ্য:- এখানে বিবাহের সময় মায়ের বয়স কত ছিলো তা বসাতে হবে।
Age of the mother (in completed years) at The Time Of First Marriage.
এরপর, Type of attention at delivery / প্রসবকালীন পরিচর্যা, এরপর Age of the mother (in completed years) at the time of this birth / বাচ্ছার জন্মের সময় মাতার বয়স কত ছিলো তা লিখতে হবে, বাচ্চার জন্ম গ্রহন কিভাবে হয়েছেঃ- Delivery Method / প্রসবের পদ্ধতি, মায়ের মোট কটি সন্তান এই সন্তান সহ,Birth Weight (In Kgs.) / জন্মের সময় শিশুর ওজন (কি. গ্রা.) কত ছিলো?,
Duration Of Pregnancy (In weeks.) / গর্ভের স্থিতিকাল (সপ্তাহে) তা লিখতে হবে।
h) Upload Documents:- এখানে হসপিটাল থেকে ছুটির সার্টিফিকেটটি আপলোড করে সাবমিট করতে হবে।
৮) এরপর আপনার সামনে একটি Acknowledgement Number আসবে তা দিয়ে স্ট্যাটস চেক করতে পারবেন ও সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
৯) এরপর কিছুদিন পর Track Application এ ক্লিক করে Status চেক করুন ও Download Certificate এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
মৃত্যু সার্টিফিকেট নিবন্ধিকরন ( Death Certificate Registration)
লগিন করার পর আপনি Death Certificate অপশন ক্লিক করার পর কয়েকটি তথ্য দিতে হবে।
১) আপনি যার মৃত্যু সার্টিফিকেট নিবন্ধিকরনের জন্য আবেদন করছেন তার সাথে আপনার সম্পর্ক কি তা বসিয়ে দিন।
২) এরপর মৃত ব্যক্তির নাম,বয়স,কবে মৃত্যু হয়েছে তার তারিখ ও একটি যেকোনো ডকুমেন্টস(আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড) আপলোড করুন।
৩) এরপর মৃত্যের মৃত্যু কোন জায়গায় হয়েছে তা বসিয়ে দিন।
৪) এরপর মৃত ব্যক্তির বাবা ও মায়ের নাম ও ডকুমেন্টস আপলোড করুন,আধার কার্ড/ভোটার কার্ড বা রেশন কার্ড।
৫) মৃত ব্যক্তি বিয়ে করে থাকলে তার স্বামী বা স্ত্রীর নাম ও আধার কার্ড কিংবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড যেকোনো একটি ডকুমেন্টস আপলোড করুন,আর না করলে ফাঁকা রাখুন।
৬) মৃত্যের যখন মৃত্যু হয় তখন তার বসবাসের ঠিকানা উল্লেখ করুন।
৭) এরপর মৃত কোন ধর্মের তা বসিয়ে দিন ও তার জীবিকা উল্লেখ করুন।
৮) এরপর সর্বশেষে ডাক্তারের দেওয়া মৃত্যু সার্টিফিকেট আপলোড করুন ও সাবমিট করুন।
৯) এরপর কিছুদিন পর Track Application এ ক্লিক করে আবেদন যাচাই করুন, সার্টিফিকেট হয়েছে কি না ও Download এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
আবেদন করার ওয়েবসাইট, এই লিঙ্কে ক্লিক করুন https://crs.wbhealth.gov.in/Account/
আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, টাকা না পেলে কি করবেন,