স্কুল সার্ভিস কমিশনের (WB SSC TET) তরফে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্য এক বড় পদক্ষেপ নেওয়া হল। এতদিন ধরে অনেকেই এই সকল ধরণের নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্য অনেকদিন ধরে কোন না কোন পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানাচ্ছিলেন। এবার স্কুলে শিক্ষক নিয়োগের সময় কাউন্সেলিং রুমের বাইরে বসানো হতে চলেছে বিগ স্ক্রিন। মূলত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই বিরাট উদ্যোগ নিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন।
WB SSC TET Counseling New Rule Update.
মূলত আগামী ৬ নভেম্বর থেকে থেকে রাজ্যে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং (WB SSC TET) শুরু হচ্ছে। আর এবার গোড়া থেকেই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন (SSC). প্রথম দফায় ৯০০০ চাকরি প্রার্থীর কাউন্সেলিংয়ের সময় স্কুল অ্যালার্ট দেওয়া হবে বিগ স্ক্রিনের মাধ্যমে। এছাড়াও সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে কমিশনের তরফ থেকে।
এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (WB SSC TET) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, আদালতের নির্দেশ মেনে নিয়োগের কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু করা হবে। সে ক্ষেত্রে সুপারিশপত্র দিতে না পারলেও স্বচ্ছতার প্রমাণ রাখার জন্য প্রার্থীদের সম্মতিপত্র দেওয়া হবে। আর এই সম্মতিপত্রে প্রার্থী কোন স্কুল বেছে নিচ্ছেন, সেটির উল্লেখ থাকবে। পরবর্তী সময়ে আদালত অনুমতি দিলে এই সমস্ত প্রার্থীদের সুপারিশপত্রও দেওয়া হবে বলে তিনি জানান।
৬ নভেম্বর, সোমবার থেকে আগামী ২ ডিসেম্বর, শনিবার পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন হবে বলে কমিশনের (WB SSC TET) তরফ থেকে জানানো হয়েছে। এক্ষেত্রে, ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী কাউন্সেলিং এর মাধ্যমে স্কুল বাছাই করতে পারবেন বলেও জানানো হয়েছে। কাউন্সেলিং রুমের বাইরে যে সমস্ত প্রার্থী স্কুল বাছাইয়ের জন্য অপেক্ষা করবেন, তাঁরা একাধিক বিগ স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন তাঁর আগের প্রার্থী কোন স্কুল এবং কোন বিষয় বাছাই করেছেন।
পাশাপাশি, কোন স্কুল গুলি এখনও পর্যন্ত বাকি আছে, সে বিষয়েও তথ্য দেওয়া হবে সেখানে। মূলত নিয়োগ প্রক্রিয়াতে সচ্ছতা আনতে সরকারি তরফে গৃহীত WB SSC TET নিয়ে এই বিরাট পদক্ষেপটিকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এবারে দেখার অপেক্ষা যে শেষমেশ এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকে কিনা। সেই দিকেই নজর সকলের।
Written by সম্প্রীতি বোস।
Airtel Recharge – এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল। নতুন