Bhagyalakshmi Yojana – কন্যাসন্তান থাকলেই ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

এবার ঘরের কন্যা সন্তান হবে ঘরের ভাগ্য লক্ষ্মী। তেমনই Bhagyalakshmi Yojana নামে একটি নতুন প্রকল্প চালু হলো। যেখানে কন্যা সন্তান জন্মানো থেকে বিয়ের আগ পর্যন্ত ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, জেনে নিন।

Advertisement

Bhagyalakshmi Yojana for Girl Child

দেশের উন্নতি হলেও উন্নত হয়নি মানুষের মন। এখনো অনেক স্থানেই পুরুষদের তুলনায় নীচু চোখে দেখা হয় মহিলাদের। ঘরে কোনো কন্যাসন্তান জন্মালে তার পড়াশোনা থেকে শুরু করে তাকে মানুষ করা অনেক পিতামাতার কাছেই বোঝা লাগে। এমনকি দেশের কোনো কোনো জায়গায় তো এখনোও পড়াশোনা শেষ হবার আগেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হয় তাদের।

Advertisement

এই লিঙ্গ বৈষম্যতা কমাতে এবং মেয়েদের সম্মান বৃদ্ধি করতে এবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কন্যাসন্তান জন্মালে তার কোনো খরচ নিয়ে আর পরিবারকে মাথা ঘামাতে হবে না। পড়াশোনা থেকে শুরু করে চাকরি অথবা বিয়ে সব কিছুই হবে সরকারের খরচে। মোট ২ লাখ টাকা এই উদ্দেশ্যে সাহায্য দেওয়া হবে। কারা কারা তা পাবেন? কিভাবে পাবেন? Bhagyalakshmi Yojana প্রকল্পের বৈশিষ্ট্য সুবিধা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন।

ভাগ্যলক্ষ্মী যোজনা

উত্তর প্রদেশ সরকার কন্যা সন্তানদের শিক্ষা ও ক্ষমতায়নে সাহায্য করার জন্য “ভাগ্যলক্ষ্মী” নামক একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়, দারিদ্রসীমার নীচে জন্মগ্রহণকারী প্রতিটি কন্যা সন্তান ২ লাখ পর্যন্ত টাকা পাবে। এছাড়াও, মেয়েরা যাতে স্কুলে পড়াশোনা চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য, প্রকল্পটি শিক্ষাভাতা (Scholarship) প্রদান করে।

প্রকল্পের মূল বৈশিষ্ট্য

১) জন্মের সময় থেকে ২১ বছর পর্যন্ত কন্যা সন্তানদের জন্য ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা।
২) ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হলে ৩,০০০ টাকা।
৩) অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে ৫,০০০ টাকা।
৪) দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে ৭,০০০ টাকা
৫) দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে ৮,০০০ টাকার শিক্ষা ভাতা।

Advertisement

আরও পড়ুন, রাস্তার ধারে দোকান থাকলেই ১০০০০ টাকা দিচ্ছে সরকার। কিভাবে এই টাকা পাবেন, জেনে নিন

কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন :

  • উত্তর প্রদেশের নিবাসী
  • ২০০৬ সালের ৩১ মার্চের পর দারিদ্র্য সীমার নীচে জন্মগ্রহণকারী কন্যা সন্তান
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার বেশি না হওয়া
  • কন্যা সন্তানের জন্মের ১ বছরের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রেজিস্ট্রেশন করা থাকা

Bhagyalakshmi Yojana apply online

কিভাবে আবেদন করবেন :

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ভাগ্যলক্ষ্মী যোজনার আবেদনপত্র ডাউনলোড করুন এবং পূরণ করুন।
  • পূরণ করা আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সমন্বিত করে মহিলা ও শিশু কল্যাণ অফিস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা করুন।
    এই প্রকল্প সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

এই প্রকল্প বর্তমানে উত্তরাখন্ড ও উত্তর প্রদেশে চালু হয়েছে। বিধানসভা নির্বাচনের পর উড়িষ্যাতে ও চালু হচ্ছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্প না থাকলেও কন্যাশ্রী, যুবশ্রী ও রূপশ্রী প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যায়। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এছাড়া বিভিন্ন প্রকল্পের তথ্য পেতে EK24 News ফলো করুন। আপনাদের কোনও মন্তব্য বা কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment