Bhagyalakshmi Yojana – মহিলাদের ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে সরকার। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

রাজ্যের সকল ধরণের নাগরিকের জন্য রাজ্য সরকার বহু প্রকল্প চালু করেছে। আর এবার সেই প্রকল্পের অনুকরণে ভাগ্যলক্ষী স্কিম বা Bhagyalakshmi Yojana বা Bhagyalakshmi Scheme একটি নতুন প্রকল্প যা একাধিক রাজ্য সরকার চালু করেছে।

Bhagyalakshmi Yojana – Bhagyalakshmi Scheme

ভাগ্যলক্ষী স্কিমের সুবিধা

এর মধ্যে এমনও কিছু প্রকল্প রয়েছে, যেগুলো মহিলাদের সুবিধা দেওয়ার জন্য বিশেষ করে তৈরি। এমনই একটি স্কিম হল ভাগ্যলক্ষী স্কিম। যেখানে মেয়েদের ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার। কন্যা সন্তান জন্মের পর এখানে আবেদন করতে হয়। এরপর মেয়ে পূর্ণ বয়সের হলে সেই অর্থ প্রদান করা হয় সরাসরি একাউন্টে। এই অর্থ সেই কন্যার পড়াশোনা, কেরিয়ার বা বিবাহ ইত্যাদি যেকোনো কাজে ব্যবহার করতে পারেন তার পিতামাতা। কিভাবে এখানে আবেদন করবেন? কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? জানানো হল নীচে।

Bhagyalakshmi Yojana Amount

১. এই স্কিমে মেয়েদের জন্য মোট ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার।
২. কন্যা সন্তান জন্মের সময় ৫০ হাজার টাকার একটি বন্ড দেওয়া হয়।
৩. এই টাকা তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে। উঁচু ক্লাসে উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে টাকার পরিমাণও বাড়ে। ৬ শ্রেনিতে পড়লে দেওয়া হয় ৩০০০ টাকা, ৮ শ্রেনিতে ৫০০০ টাকা, ১০ শ্রেনিতে ৭০০০ এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮০০০ টাকা।

৪. এরপর কন্যার ২১ বছর বয়স পূর্ণ হলে ২ লক্ষ টাকা দেওয়া হয়।
৫. এই টাকা তার উচ্চশিক্ষা, কেরিয়ার বা বিবাহ বিভিন্ন প্রয়োজনে সাহায্য করে।
৬. কন্যার জন্মদাত্রী মাকেও এই সময়ে ৫১০০০ টাকা দেওয়া হয়।

কারা আবেদনের যোগ্য?

১. উত্তরপ্রদেশের সরকার Bhagyalakshmi Yojana চালু করেছে। তাই আবেদনকারীকে অবশ্যই উত্তরপ্রদেশের একজন নাগরিক হতে হবে।
২. একই পরিবারের সর্বাধিক দুজন মেয়েকে সাহায্য দেওয়া হবে।
৩. পিতামাতাকে তাদের কন্যা সন্তান জন্মের ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে এই প্রকল্পে।
৪. পরিবারের মাসিক আয় সর্বোচ্চ ২০০০০ টাকার বেশি হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

প্রয়োজনীয় নথিপত্র

ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদন করার জন্য এই নথিগুলো থাকা অবশ্যই দরকার,
১. পিতা বা মাতার আধার কার্ড।
২. কন্যা সন্তানের আধার কার্ড।
৩. কন্যার বার্থ সার্টিফিকেট।
৪. স্থায়ী বাসস্থানের প্রমাণ।

আরও পড়ুন, ৩ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন করে আবেদন করুন।

৫. পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
৬. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৭. পিতা মাতার পেশার প্রমাণপত্র।
৮. কন্যা সন্তানের ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ।

কিভাবে আবেদন করতে হবে?

১. ভাগ্যলক্ষ্মী যোজনায় আবেদন করতে হয় অনলাইনে। এজন্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে।
২. হোম পেজের ওপর New Registration বাটনে ক্লিক করুন।
৩. Bhagyalakshmi Yojana Online Form 2024 লিংকে ক্লিক করে প্রকল্পের আবেদন পত্র পূরণ করুন।
৪. এরপর উপরোক্ত নথিগুলো স্ক্যান করে একে একে আপলোড করুন।
৫. সবশেষে আবেদন একবার রিভিউ করে নিয়ে Submit ক্লিক করুন। তাহলেই আবেদন শেষ হবে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment