Beti Padhao Scholarship – বছরে ১২০০০ টাকা দিচ্ছে। বেটি পড়াও স্কলারশিপে আবেদন করুন

দেশের নারী শিক্ষা উন্নয়নে আরেকটি বড় পদক্ষেপ। বেটি পড়াও স্কলারশিপ তথা Beti Padhao Scholarship Program এর মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার খরচ দিতে চলেছে। এই স্কলারশিপে আবেদন করলে বছরে ১২০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এই স্কলারশিপে যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন জেনে নিন।

Beti Bachao Beti Padhao Scholarship 2024

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। যারা এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছে তাদের জন্য নতুন স্কলারশিপ চালু হয়েছে। এই স্কলারশিপে আবেদন করলে বছরে তাদের দেওয়া হবে ১২০০০ টাকা করে। দুস্থ মেধাবী পড়ুয়াদের শিক্ষায় সাহায্য করার জন্য সরকারি ও বেসরকারি একগুচ্ছ স্কলারশিপ চালু রয়েছে, যেগুলোর মধ্যে কিছুর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবছরের সকল সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এজন্য কি যোগ্যতা দরকার? কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? নীচে জানানো হলো।

বেটি পড়াও স্কলারশিপ

কেন্দ্র সরকারের বেটি বাচাও বেটি পড়াও স্কীমে কন্যা সন্তানদের উন্নতির জন্য একাধিক উন্নয়নমূলক প্রোগ্রাম রয়েছে। আর সেই সাথে একাধিক বেসরকারি সংস্থাও এই প্রোগ্রামে অঙ্গ নিয়েছে। আর তারমধ্যে অন্যতম হলো Arcel or Mittal Nippon Steel সংস্থা। তারা এই Private Scholarship এর নাম রেখেছে Arcel or Mittal Nippon Steel Beti Padhao Scholarship.

বেসরকারি স্কলারশিপ গুলোর মধ্যে Arcel or Mittal Nippon Steel Beti Padhao Scholarship এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। Nippon Steel হল একটি বিশ্ববিখ্যাত স্টিল কোম্পানি। এদের তরফ থেকেই প্রতিবছর দেওয়া হয় AM/NS স্কলারশিপ। এর লক্ষ্য একটাই, যারা অভাবের কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে কাজে বেরোতে বাধ্য হয়, তাদের শিক্ষামুখী করে তোলা। তাই এই স্কলারশিপের টাকা পেয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী উপকৃত হয়। মাধ্যমিক পাসের পর যেকোনো কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। বিভিন্ন শিক্ষার্থীদের জন্য টাকার পরিমাণও ভিন্ন ভিন্ন।

বেটি পড়াও স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?

১. নবম শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয় ১২০০০ টাকা।
২. মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় ১২০০০ টাকা।
৩. একাদশ এবং উচ্চ মাধ্যমিক পাশেদের দেওয়া হয় ১৫০০০ টাকা।
৪. সাধারণ গ্র্যাজুয়েশন পড়ুয়াদের দেওয়া হয় ৪০০০০ টাকা পর্যন্ত।

৫. আইটিআই পড়ুয়া দের দেওয়া হয় ১০০০০ টাকা।
৬. অন্যান্য প্রফেশনাল কোর্স পড়ুয়ারা পান ৩০০০০ টাকা।
৭. মেডিকেল কোর্সের শিক্ষার্থীদের দেওয়া হয় ৫০০০০ টাকা।
৮. এছাড়াও স্টেট ও ন্যাশনাল লেভেলের খেলোয়াড় দের দেওয়া হয় ৫০০০০ টাকা।

প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

১. এখানে আবেদনের জন্য একজন প্রার্থীকে সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। যে কোন উচ্চশিক্ষার প্রার্থী সমানভাবে আবেদনের যোগ্য।
২. এই স্কলারশিপ শুধুমাত্র মহিলা শিক্ষার্থীদের জন্য।
৩. নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে ছাত্র-ছাত্রীদের।
৪. এখানে আবেদনকারী সকল প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার নিচে। তবেই তারা এর সুবিধা পাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড/ ভোটার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • একটি ইনকাম সার্টিফিকেট।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
  • জাতিগত শংসাপত্র।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 800 টাকা করে দেওয়া হচ্ছে। এইভাবে আবেদন করুন।

আবেদন প্রক্রিয়া

১. প্রথমে Vidyasaarathi এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. তারপর Browse Available Schemes অপশনে ক্লিক করে নির্দিষ্ট স্কলারশিপ টি খুঁজে বের করতে হবে।
৩. এরপর Apply বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে লাগবে ফোন নাম্বার, ইমেইল আইডি, নিজের নাম এবং একটি পাসওয়ার্ড।

৪. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড যাবে। সেগুলি দিয়ে একাউন্টে লগইন করতে হবে।
৫. এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য, ইত্যাদি দিয়ে স্কলারশিপের আবেদনপত্র পূরণ করতে হবে।
৬. হয়ে গেলে Next করে পরের পেজে এসে উপরের সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৭. সবশেষে Submit এ ক্লিক করে আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে। প্রত্যেকে নিজের নিজের অ্যাপ্লিকেশনের একটি করে প্রিন্ট আউট রেখে দিন।

click here

আবেদনের শেষ তারিখ

AM/NS Beti Padhao Scholarship এ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা চালু থাকবে আগামী ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত। যদি এই স্কলারশিপের কোনো বিষয়ে কারোর কোয়্যারি থাকে, তো বিদ্যাসারথীর অফিসিয়াল ইমেইল আইডি [email protected] তে email করতে পারেন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, Oasis Scholarship এর টাকা কবে ঢুকবে? দেখে নিন স্ট্যাটাস

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment