Shares to Buy বা শেয়ার মার্কেটে এখন কোন কোম্পানির শেয়ার কিনতে পারলে বেশি টাকা মুনাফা (Share Market) হবে সেই দিকে অনেক বিনিয়োগকারীদের (Investor) নজর সব সময়। আর এই সকল মানুষদের জন্য এবারে এক দারুণ খবর সামনে আসছে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন নিয়ে। কারণ এমন কয়েকটি কোম্পানির শেয়ার এই মন্দির উদ্বোধন হওয়ার পরে হু হু করে বাড়তে চলেছে বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞ।
Best Low Price Shares to Buy Today.
এখন অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) নিয়ে হইহই রব পড়ে গেছে দেশজুড়ে। ২২ শে জানুয়ারি তারিখে এই মন্দিরের দরজা খুলবে অর্থাৎ হাতে আর বেশি দিন নেই। আর এই মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বদলাতে চলেছে বহু মানুষের ভাগ্য। কি করে? জানা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনের পরেই নাকি ১০ গুণ বৃদ্ধি পেতে পারে কয়েকটি শেয়ারের দাম Shares to Buy. ফলে সেই শেয়ার গুলিতে বিনিয়োগ (Shares to Buy For Investment) করলে মালামাল হওয়ার সম্ভাবনা রয়েছে ১০০ শতাংশ!! চলুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিতভাবে।
সমগ্র দেশবাসীর কাছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) হল এক গর্বের বিষয়। এখনও মন্দিরের উদ্বোধন হল না। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাম মন্দির ঘিরে ব্যাপক উত্তেজনা মানুষের মধ্যে। রাম মন্দিরের এই বিপুল জনপ্রিয়তার কথা চিন্তা করে অনেক কোম্পানিই নিজের লাভের সম্ভাবনা দেখছে এখান থেকে। এই রকমই চারটি কোম্পানির (Shares to Buy) নাম আজ আমরা উল্লেখ করব এখানে, যেগুলির শেয়ার বৃদ্ধি (Shares to Buy) পেতে চলেছে অতি শীঘ্রই।
Larsen and Toubro
এটি হলো একটি মাল্টিন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি (Multinational Company). ভারতেও এই কোম্পানিটি যথেষ্ট পরিচিত। দিল্লির লোটাস টেম্পল (Delhi Lotus Temple) থেকে শুরু করে আমেদাবাদের স্ট্যাচু অব ইউনিটি (Statu Of Unity) অনেক কাজই নিখুঁত ভাবে এদেশে সম্পন্ন করেছে এই সংস্থা। বলা বাহুল্য, অযোধ্যায় যে রাম মন্দিরের নির্মান হচ্ছে, তাও কিন্তু করছে এই সংস্থাই।
বর্তমানে এই কোম্পানির শেয়ারের দাম (Share Price) যথেষ্ট বেশি। গত এক বছরে তা আরও ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর অযোধ্যার সেই রাম মন্দির সম্পন্ন হলে এর শেয়ার আরো বেড়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও এই কোম্পানির শেয়ারের দাম (Shares to Buy) এর আগেও সকল মানুষদের ভালো অঙ্কের লাভ দিয়েছে সকল মানুষদের। আর এই জন্য অনেকেই মনে করছে যে ভালো রিটার্ন পাওয়া যাবে।
Taj Hotel
টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিসের (Tata Group) ইন্ডিয়ান হোটেলস কম্পানির মালিকানায় এই হোটেল রয়েছে। বর্তমানে এই হোটেলটি হল দেশের সবচেয়ে বিলাসবহুল ফাইভ স্টার হোটেল (5 Star Hotel). অযোধ্যায় রাম মন্দির চালু হবার পর সেখানে ক্রমাগত লোকের ভাড় লেগেই থাকবে। এই সুযোগে সেই কোম্পানিটিও সেখানে নিজের ব্যবসা প্রসারিত করবে বলে ধারণা সকলের। যা একে আরও লাভ দিতে পারে। গত এক বছরে তাজ হোটেলের শেয়ারের রিটার্ন (Shares to Buy) হয়েছে ৪৭ শতাংশ।
IndiGo
ইন্ডিগো এয়ারলাইন্স (IndiGo Airlines) ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় এয়ারলাইন্স। এই সংস্থাটি দেশের মধ্যে এবং বিশ্বের বহু দেশে বিমান পরিষেবা প্রদান করে। অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুললে সারা বিশ্ব থেকে এমন কি দেশের অভ্যন্তরেও বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভাড় করবে সারা বছর এখানে। সেই সুরোগ কাজে লাগিয়েই ইন্ডিগো এয়ারলাইন্সও নিজের ব্যবসা আরো বাড়াবে।
বলা আবশ্যক, ইতিমধ্যেই অযোধ্যায় একটি বিমান বন্দর স্থাপন করেছে এই সংস্থা, যেটি সরাসরি অযোধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী পরিবহন করবে। খুব শিগগিরই আন্তর্জাতিক পরিষেবাও চালু করার কথা ভাবছে এই সংস্থা। আর এই কারণের জন্যই এই কোম্পানির শেয়ারের মূল্য (Shares to Buy) ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে সেই কথা মাথায় রেখে অনেকেই এই শেয়ার (Shares to Buy) কিনতে চাইছেন।
IRCTC
IRCTC (Indian Railway Catering And Tourism Corporation) ও যোগ দিয়েছে এই নতুন উদ্যোগে। অযোধ্যার রাম মন্দিরের বিপুল জনপ্রিয়তাকে হাতিয়ার করে এই কোম্পানিও বাজারে নেমে পড়েছে লাভ নিতে। জানা যাচ্ছে, অতি শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ কয়েকটি ট্রেন চালু করতে যাচ্ছে এই সংস্থা। শুধু তাই নয়, সমস্ত ধরণের যাত্রীদের কথা চিন্তা করে আকর্ষণীয় সব ট্যুর প্যাকেজও (Shares to Buy) আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এবার সরকারী ব্যাংকেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন। পাবেন নিরাপত্তা ও উচ্চ রিটার্ন।
গত এক বছরে এর শেয়ার বৃদ্ধি (Shares to Buy) পেয়েছে ৪৬.৮০ শতাংশ। রাম মন্দিরে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এই শেয়ার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই আলোচনাতে আমরা আপনাদের একটু ধারণা দিলাম। কিন্তু আপনারা কোন শেয়ার (Shares to Buy) কেনার আগে অবশ্যই সব ধরণের জিনিস জেনে তবেই এগবেন এবং যে কোন কোম্পানির শেয়ার কেনার সিদ্ধান্ত নেবেন।
Written by Nabadip Saha.
এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।