এবার অনলাইন পেমেন্ট করলেই 3% Cashback পাবেন। Paykassma তে দেশে বিদেশে সবজায়গায় লেনদেন করার সুযোগ

Paykassma the Online Payment Company: বর্তমান যুগে কম বেশি প্রত্যেকেই অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে বিভিন্ন খাতে এখন একমাত্র ভরসা অনলাইন। সম্প্রতি গুগল পে, ফোন পে এর মতো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ঠিক তেমনি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটি নতুন পেমেন্ট গেটওয়ের। যেটি অনলাইনে যেকোনো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আজকে পেমেন্ট যে প্ল্যাটফর্মের (Online Payment Platform) কথা আমরা বলতে চলেছি ব্যবসায়িক কোনও ওয়েবসাইট, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের আর্থিক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে। এই পেমেন্ট ওয়েবসাইটটি নিরাপদে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট পরিমাণে অর্থ স্থানান্তর করে। ব্যাংকে অর্থ প্রদানের ডেটা ক্যাপচার করে থাকে এই বিশেষ ওয়েবসাইটটি।

কোন বিশেষ পেমেন্ট গেটওয়ের কথা বলতে চলেছি আমরা?

আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব অন্যতম পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা paykassma.com এর ব্যাপারে। যেখানে সহজেই নিজের পেমেন্ট, লেনদেন দেশে ও বিদেশে করতে পারবেন।

Paykassma কী?

এই Paykassma বিশেষ পেমেন্ট গেটওয়ে ব্যবস্থার পথ চলা শুরু হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকেই বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সুরক্ষা, নিরাপত্তা এবং বিশ্বাসের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, আসমুদ্র হিমাচল পেরিয়ে বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ আমেরিকা, ব্রাজিলে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে।

  • কীভাবে এটি কাজ করে থাকে?
  • কী কী সুবিধা পাবেন?
  • কেন পেমেন্ট গেটওয়ে হিসাবে এই বিশেষ প্ল্যাটফর্মকেই বেছে নেবেন?
  • আরও কী কী সুবিধা রয়েছে এখানে?

Paykassma কিভাবে কাজ করে?

কাস্টমারের থেকে অর্থ সংগ্রহঃ
যখন কোনও ক্রেতা নির্দিষ্ট কোনও পণ্য কিংবা পরিষেবা (Online payment services) বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তখন সবার প্রথমে মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীদের এই ওয়েবসাইটের মাধ্যমে সংযুক্ত করা হয়।

ডেটা ইনক্রিপশনঃ
এই পেমেন্ট ব্যবস্থায় কাস্টমারের কোনওরকম ডেটা কিংবা ব্যবসায়ীর কোনওরকম ডেটা কোনওভাবে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেনা। তাই এক্ষেত্রে (Online payment solutions) বলা যেতেই পারে উভয়পক্ষের ডেটা সুরক্ষিত থাকে।

অথোরাইজেশন রিকোয়েস্টঃ
এই ব্যবস্থা অনুযায়ী নির্দিষ্ট ব্যাংকের কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত ডিটেলস পাঠানো হয়।

ব্যাংক রেসপন্সঃ
কাস্টমার প্রদত্ত নির্দিষ্ট কার্ড সেই নির্দিষ্ট ব্যাংকের পক্ষ থেকে ভেরিফিকেশন করে লেনদেনের সমস্ত প্রক্রিয়া শুরু করা হয়। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এটি অ্যাপ্রুভ হয় নয়ত ডিক্লাইন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এখানে। 

ট্রানজাকশন সম্পূর্ণঃ
লেনদেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক স্থাপনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এই নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা।

কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন? 

ই-কমার্স ট্রানজাকশনঃ
যারা বিভিন্ন ওয়েবসাইটের থেকে অনলাইনে কোনও প্রোডাক্ট কিনছেন সেখানে ব্যবহার করতে পারবেন।

সার্ভিস পেমেন্টঃ
ইতিমধ্যেই কারোর অনলাইন কিংবা অফলাইন বিজনেস সার্ভিস রয়েছে সেখানে যদি কোনওরকম পেমেন্ট গ্রহণ করার দরকার পড়ে তাহলে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন।

সাবস্ক্রিপশন মডেলঃ
নিজের নির্দিষ্ট বিদেশের জন্য মাসিক কিছু রেকারিং এর ভিত্তিতে এই ব্যবস্থা বা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

হাই রিস্ক ইন্ডাস্ট্রিজঃ
যারা ইতিমধ্যেই বড় বড় সেক্টর যেমন ফরেক্স, আইগেমিং, ১৮+ বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারাও সহজে ব্যবহার করতে পারবেন এই বিশেষ অনলাইন পেমেন্ট ব্যবস্থা।

কীভাবে সঠিক পেমেন্ট গেটওয়ে হিসেবে এই বিশেষ ওয়েবসাইটটি বেছে নেবেন? 

সবার প্রথমে ইচ্ছুক ব্যক্তিকে নিশ্চিত করতে হবে এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমটি যাতে PCI এবং DSS নিয়ম ফলো করে। নির্দিষ্ট সিস্টেমের জন্য সহজ পদ্ধতিতে স্থানান্তর করা যাবে। এই পেমেন্ট গেটওয়েটি বিভিন্ন পেমেন্ট অ্যাপ, পেমেন্ট অপশনস সাপোর্ট করে থাকে। এছাড়াও প্রতিটি লেনদেনের পিছনে অল্প পরিমাণে বাড়তি টাকা নেওয়া হয়। যা খুব কম পরিমাণেই লক্ষণীয়। লেনদেন সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে তার সমাধানের জন্য ভালো মানের কাস্টমার কেয়ার পরিষেবাও এখানে পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

অন্যান্য পেমেন্ট গেটওয়েকে ছেড়ে কেন আপনি Paykassma কেই বেছে নেবেন?

বিগত পাঁচ বছর ধরে Paykassma the Online Payment Platform সারা বিশ্বের সমস্ত দেশের ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাস অর্জন করে নিয়েছে। এর মাধ্যমে হওয়া সমস্ত রকম লেনদেন যথেষ্ট পরিমানে উপযোগী। সঠিক পরিমাণের কাস্টমার সাপোর্ট পেয়ে গ্রাহকেরা আপ্লুত। এই বিশেষ পেমেন্ট গেটওয়ে ব্যবস্থাটি একশোরও বেশি লেনদেন পদ্ধতিকে সমর্থন করে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য UPI, Phonepay, Google pay, Paytm.

এছাড়াও আরো কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

যারা যারা এই পেমেন্ট গেটওয়ে ব্যবস্থাটি ব্যবহার করবেন তাঁদেরকে একটি নির্দিষ্ট কার্ড দেওয়া হবে। যা মূলত বিজ্ঞাপন এবং বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য ব্যবহার করতে পারবেন সুবিধাভোগীরা। এই কার্ড ব্যবহার করলে ৩% ক্যাশব্যাক পাবেন। এমনকি এর জন্য দিতে হবে না অতিরিক্ত কোনও মূল্য। এই পেমেন্ট গেটওয়ে ব্যবস্থায় (Paykassma the Online Payment Gateway) একাধিক দেশের মুদ্রা যেমনঃ USD, EURO, Crypto currency সবকিছুই সমর্থন করে। খুব সহজেই এখানে সাইন আপ করে মাত্র এক মিনিটের মধ্যেই আপনি এর সুবিধা উপভোগ করতে পারবেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র এখান থেকে পাওয়া কার্ডের ওপরই এই বিশেষ ক্যাশব্যাকের সুবিধা পাবেন। অন্যকোনো কার্ডের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য থাকবে না।

কীভাবে এখানে নিজের পেমেন্ট অ্যাকাউন্টে সেট-আপ করতে পারবেন? 

যে সমস্ত ব্যবহারকারীরা এখানে নিজেদের Paykassma আইডি ক্রিয়েট করতে চান তারা ম্যানুয়ালি এখানে অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, নিজের মনের মতো করে কাস্টমাইজ করার অপশনও এখানে থাকছে। সবার প্রথমে আপনি যে অ্যাকাউন্ট বানাতে চান তার জন্য একটি অনুরোধ জমা করতে হবে। অনুরোধ জমা করার পর অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে অ্যাগ্রিমেন্ট হবে এবং খুলে যাবে অ্যাকাউন্ট। এছাড়াও মান্থলি আপনার কত টার্নওভার রয়েছে সেই বিষয়েও নথিভূক্ত করাতে পারবেন। এই ধরনের অর্থনৈতিক আরও কন্টেন্ট পেতে EK24 News ফলো করুন।

click here red button

Frequently Asked Questions

পেমেন্ট গেটওয়ে কী?

পেমেন্ট গেটওয়ে (Online Payment Gateway) হলো এমন একটি ব্যবস্থা কিংবা এমন একটি প্ল্যাটফর্ম যা নিরাপদে লেনদেন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। যেমন ক্রেতার কাছ থেকে অর্থ সংগ্রহ, সম্পূর্ণ প্রক্রিয়াকরণ, পরিচালনায় রয়েছে এর মূল ভূমিকা। মূলত গ্রাহক, বিক্রেতা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্ত রাস্তা হিসেবে কাজ করে থাকে। এগুলি সাধারণত ব্যবহার করা হয় ব্যক্তিগত, অনলাইন অ্যাপসের মধ্য লেনদেন ব্যবহার করার জন্য। এছাড়াও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেটের ক্রিপটো কারেন্সি সহ বিভিন্ন টাকা পয়সা লেনদেনেও সম্পূর্ণ সমর্থন পাওয়া যায়।

হাই-রিস্ক পেমেন্ট প্রসেসিং কী?

হাই রিস্ক পেমেন্ট প্রসেসিং বলতে বোঝায় চার্জ ব্যাক, জালিয়াতির মতো বিষয়গুলিকে। ব্যবসায়িক ক্ষেত্রে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় প্রত্যেককে। এই বিশেষ পেমেন্ট গেটওয়ে এমনভাবে কাজ করে যাতে কোনওরকম সমস্যার সৃষ্টি না হয়। যদি কোনওরকম সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে সুরক্ষিতভাবে টাকা ফেরতের ব্যবস্থাও করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল যে কোনও ই-কমার্স ওয়েবসাইট, ফার্মাসিউটিক্যাল, ট্রেডিং, প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদন ইত্যাদি।

হাই-রিস্ক মার্চেন্ট অ্যাকাউন্ট কী?

একটি উচ্চ ঝুঁকিপূর্ণ মার্চেন্ট অ্যাকাউন্ট বলতে বোঝায় এক ধরনের ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট। যা মূলত তৈরি করা হয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ব্যবসার জন্য। যেকোনো সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা অনলাইনের মাধ্যমে অর্থ গ্রহণ এবং অর্থ প্রদানের পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যা আজকের যুগে দাঁড়িয়ে ডিজিটাল মার্কেট ব্যবস্থায় অপরিহার্য একটি অঙ্গ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment