এক মাসেই ডবলের চেয়ে বেশি টাকা ফেরত পাবেন Multibagger Stock Market এ বিনিয়োগ করে। শুধু তাই নয়, গত পাঁচ বছরে ১৫০০ শতাংশ রিটার্ন! বর্তমানে দুর্দান্ত লাভ দিচ্ছে এই শেয়ারটি (Share). আপনি যদি এখনো না এ বিষয়ে জেনে থাকেন তবে চরম ঠকছেন। বাজারে একাধিক বিনিয়োগের স্কিম (Investment Scheme) রয়েছে যেমন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), রিকারিং ডিপোজিট (Recurring Deposit), MIS, পোস্ট অফিস কিষান বিকাশ পত্র (Post Office Kisan Vikas Patra) ও আরো অনেক। কিন্তু একটু ভেবে দেখুন, এই স্কিম গুলি আপনাকে মূলধনের ওপর কতই বা লাভ দেয়?
Multibagger Stock Gives High Return.
টাকা ডবল করে দেওয়ার কথা বললেও যখন মেয়াদ শেষ হয় তখন দেখেন মূলধনের সমান লাভও আপনার হয়নি। এবার আক্ষেপের দিন শেষ। সম্প্রতি দারুন জনপ্রিয় হয়ে উঠেছে Stock Market এর এই বিশেষ Multibagger Stock শেয়ারটি। যেখানে লোকে বিনিয়োগ করলেই দ্বিগুণ রিটার্ন পাচ্ছেন। তাও আবার মাত্র একমাসের মধ্যেই। এখানে কোন মধ্যস্থতাকারী নেই। যার জন্য কোন অতিরিক্ত কমিশনও গুনতে হবে না আপনাকে। তাহলে আর দেরি কেন? বিনিয়োগ করতে চাইলে Multibagger Stock Market Investment সম্পর্কে আগে সব জেনে নিন।
what is a multibagger stock?
Multibagger Stock Market তথা মাল্টিব্যাগার স্টক হল শেয়ার মার্কেটের সাথে সরাসরি সম্পর্কযুক্ত একটি স্টক ইনভেস্টমেন্ট। এটি একটি কোম্পানির বা স্টকের ইক্যুইটি শেয়ার যা তার অধিগ্রহণের সংশ্লিষ্ট খরচের চেয়ে বহুগুণ বেশি রিটার্ন জেনারেট করে। এই Stock গুলি প্রথম আবিষ্কার করেছিলেন পিটার লিঞ্চ। সাধারনত শেয়ার বাজারের সাধারণ শেয়ার থেকে এই স্টক গুলো বেশি রিটার্ন দেয়, এবং দর বেশি ওঠানামা করে। এবার ভারতীয় রেলের এই স্টক টি সম্পর্কে জেনে নিন।
Indian Railway Multibagger Stock Market
Indian Railway সম্পর্কে তো আমরা সকলেই জানি। ভারতীয় রেলওয়ের মাল্টিব্যাগার স্টক (Indian Railway Multibagger Stock) রয়েছে শেয়ার বাজারে। রেলের তিনটি সেক্টর যথাক্রমে IRFC, IRCTC এবং Railway Vikas Nigam Limited এখানে অংশীদারিত্ব রেখেছে। এর মধ্যে IRFC এবং IRCTC শেয়ার বরাবরই লাভজনক এবং জনপ্রিয়। কিন্তু সেই সঙ্গে বর্তমানে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এর শেয়ারটিও (Multibagger Stock Market Share) দারুন লাভ দিতে শুরু করেছে।
আর সেই কারণে বিনিয়োগকারীদের কাছে এটিও একটি জনপ্রিয় শেয়ার হয়ে উঠেছে। অনেক মানুষ এই Multibagger Stock শেয়ারে টাকা বিনিয়োগ করে কোটিপতি হয়ে গেছেন। নীচে আমরা এর বিভিন্ন লাভ সম্পর্কে জেনে নেব। আর এই Share Market এর যে কোন শেয়ার কেনার আগে আপনারা নিজেরা এই সকল কিছু সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।
বিগত দিনে কত রিটার্ন দিয়েছে এই শেয়ার?
২০১৯ সালে এই কোম্পানির একটি শেয়ারের মূল্য ছিল ১৯.৭৫ টাকা। তখন থেকে মোট ১৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ারটি অর্থাৎ তখন যদি আপনি টাকা বিনিয়োগ করতেন তবে আজ আপনার ১৫ গুন লাভ হতো। আপনি যদি ১ লাখ তখন বিনিয়োগ (Multibagger Stock Market) করতেন তবে এখন রিটার্ন পেতেন ১৫ লাখ টাকা। যাই হোক, এরপর গত এক বছর ধরে ক্রমশ বেড়েই চলেছে এই শেয়ারের দাম। গত এক বছরে প্রায় চার গুণ রিটার্ন দিয়েছে শেয়ারটি।
আরও পড়ুন, লটারি জেতার গোপন সূত্র ফাঁস হল। লটারি কিভাবে জিততে হয়, শিখে নিন।
এই সময়ের মধ্যে এই স্টকটি ৩১৭% বেড়েছে। গত ১৯শে জানুয়ারি, শুক্রবার RVNL Share এর একটি শেয়ারের দাম ২০ শতাংশ বেড়েছিল। তখন এটি গেছে ২৯২.৩০ টাকা। এর সিঙ্গেল শেয়ারের দাম ছিল ৭৬ টাকা। এরপর ২০ জানুয়ারি, শনিবার এই শেয়ারের দাম আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়। যার ফলে এখন তা হয়েছে মোট ৩২০ টাকা। পাঁচ দিনে এই শেয়ারটি (Multibagger Stock) লাভ দিয়েছে ৫৬ শতাংশ। সাম্প্রতিক সময়ে এর মোট লাভ 87 শতাংশে দাঁড়িয়েছে।
তবে এর পাশাপাশি বলে রাখা ভালো রেলের অন্য শেয়ার গুলির কথা। IRFC Share এবং IRCTC Share এই শেয়ার দুটি বর্তমানে RVNL এর চেয়েও চড়া হয়েছে। গত শনিবার ২০ জানুয়ারি অনুযায়ী IRFC একটি শেয়ারের দাম 9 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা এখন চলছে, ১৭৪.৮৫ টাকা। অন্যদিকে ২৪ জানুয়ারি IRCTC শেয়ার বেড়েছে আরও ৪ শতাংশ। যার ফলে এখন এর দাম এক হাজারেরও ওপর চলে গেছে (Multibagger Stock).
বিশেষজ্ঞদের মত, আগামী দিনে ভারতে এই Multibagger Stock শেয়ার গুলিতে আরো দাম চড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই শেয়ারের দাম আরও বাড়বে। ফলে এখন থেকে বিনিয়োগ করতে শুরু করলে খুব শীঘ্রই আপনি মালামাল হয়ে যাবেন।
সতর্কতা
শেয়ার মার্কেট ও Multibagger Stock Market এ এই ধরণের বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এর লাভ ক্ষতি সম্পুর্ন বাজারের উপর নির্ভর করে। উচ্চ রিটার্নের সম্ভবনা থাকলেও দর পড়ে যাওয়া বা লস খাওয়ার ও ভয় রয়েছে। তাই বিনিয়োগের আগে সকল প্রকারের কাগজপত্র, নিয়মাবলী ও শর্ত ভালো করে দেখে ও পড়ে বুঝেই বিনিয়োগ (Share Market Investment) করবেন।
Written by Nabadip Saha.