Best Family Plan Prepaid – এক রিচার্জেই পরিবারের সকলেই ব্যাবহার করতে পারবে।
মোবাইল রিচার্জ এর দাম যেভাবে দিন দিন বেড়েই চলেছে তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের (Best Family Plan Prepaid)। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিষেবা পাওয়ার সুবিধা কমে এবং পরিষেবার মান কমে গেলেও প্ল্যানের খরচ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমন অবস্থায় আমরা আলোচনা করতে চলেছি কিছু বিশেষ রিচার্জ প্ল্যান (Best Family Plan Prepaid) সম্বন্ধে, যেখানে একবার রিচার্জ করলেই পরিবারের সকলের রিচার্জ হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন টেলিকম কোম্পানি কি ধরনের সুবিধা প্রদান করছে গ্রাহকদের উদ্দেশ্যে।
১) রিলায়েন্স জিও-র হাই-এন্ড ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান-
রিলায়েন্স জিও তার সবচেয়ে দামি ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যানটির দাম রেখেছে ৯৯৯ টাকা। প্ল্যানটিতে রিচার্জের ফলে গ্রাহকরা তিনটি অতিরিক্ত সিম কার্ডসহ মাসে ব্যবহার করতে পারবেন ২০০ জিবি ডেটা (Best Family Plan Prepaid)।
এই ডেটা শেষ হলে পুনরায় ডেটা ব্যবহারের জন্য গ্রাহকদের ১০ টাকা দিয়ে প্রতি জিবি ডেটারিচার্জ করতে হবে। উপরন্তু এই প্ল্যানে পাওয়া যাচ্ছে ৫০০ জিবি ডেটা রোলওভার লিমিট।
তাছাড়া যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও মিলছে এই প্ল্যানে। আর মিলছে Netflix, ১ বছরের জন্য Amazon Prime Video, এবং Disney+ Hotstar-সহ বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা।
২) এয়ারটেলের প্রিমিয়াম ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান-
এয়ারটেলের সবচেয়ে আকর্ষণীয় পোস্টপেইড রিচার্জ প্ল্যানটি পাওয়া যাচ্ছে ১,৫৯৯ টাকায়। যেটিতে প্রতি মাসে ৫০০ জিবি ডেটাসহ ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধাও পাওয়া যায়। Best Family Plan Prepaid
এছাড়া প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও যে-কোনো (Best Family Plan Prepaid) নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও মিলছে। প্ল্যানটিতে আরও পাওয়া যাচ্ছে মোট ২০০ আইএসডি কলিং মিনিট, বিনামূল্যে একটি রেগুলার সিম কার্ড, পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি অ্যাড-অন রেগুলার ভয়েস কানেকশন এবং আইআর প্যাকের উপর ১০ শতাংশ ছাড়।
উপরন্তু, এই প্ল্যানে মিলবে Airtel Thanks Platinum রিওয়ার্ড। যেটির দ্বারা গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ১ বছরের জন্য Amazon Prime মেম্বারশিপের সাথে সাথে ১ বছরের জন্য Disney+ Hotstar VIP মেম্বারশিপ পাবেন। এছাড়া পাবেন Airtel XStream এবং Wynk Music অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশনও।
৩) ভোডাফোন-আইডিয়ার RedX রিচার্জ প্ল্যান-
ভোডাফোন-আইডিয়ার এই ২,২৯৯ টাকার প্ল্যানটির পরিষেবা পরিবারের ৫ জন সদস্য উপভোগ করতে পারবেন। যার দ্বারা প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশনের জন্য আনলিমিটেড ডেটা, মাসে ৩০০০ টি এসএমএস সহ যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মিলবে (Best Family Plan Prepaid)।
এছাড়া টিভি এবং মোবাইলে ১ বছরের জন্য Netflix সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ মিলবে। তাছাড়া ১ বছরের জন্য ১,৪৯৯ টাকা দামের Amazon Prime Video, এবং ৪৯৯ টাকা মূল্যে উপলব্ধ Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন গ্রাহকেরা।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই RedX প্ল্যানগুলি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জের অ্যাক্সেসও প্রদান করে গ্রাহকদের (Best Family Plan Prepaid)।
৪) বিএসএনএল-এর প্রিমিয়াম ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান-
বিএসএনএল ৯৯৯ টাকার এই প্রিমিয়াম ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে প্রাইমারিসহ তিনটি ফ্যামিলি কানেকশন প্রদান করে থাকে। এই প্ল্যানে মিলছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা (Best Family Plan Prepaid)। সাথে সাথে প্রাইমারি ইউজাররা ২২৫ জিবি পর্যন্ত ডেটা রোলওভারসহ ৭৫ জিবি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
এই প্ল্যানের অন্তর্গত ৩ টি ফ্যামিলি কানেকশনের প্রতিটির জন্য মিলছে আনলিমিটেড ভয়েস কলিং, ৭৫ জিবি ডেটা, এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাওয়ার সুবিধাও। তবে শুধুমাত্র প্ল্যানটি অ্যাক্টিভেশনের জন্য গ্রাহকদের দিতে হবে মাত্র ১০০ টাকা।
উপরের কোন প্ল্যান টি আপনার সবচেয়ে ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। তেমনি আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে অবশ্যই ফলো করতে হবে এই ওয়েবসাইটটি।