Banglar Bari Prokolpo: বাংলার বাড়ি প্রকল্পে পাবেন বাড়ি বানানোর টাকা। কিভাবে আবেদন করবেন?

২১ জুলাই ধর্মতলার মঞ্চে রাজ্যবাসীর জন্য Banglar Bari Prokolpo নামে নতুন প্রকল্প ঘোষণা মমতার। কি সুবিধা পাবেন? কবে থেকে চালু হচ্ছে।

Wst Bengal Banglar Bari Prokolpo Scheme

২১ জুলাই, রবিবার, সারা দেশে উদযাপিত হয়েছে শ’হীদ দিবস। আর এই উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয় কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। এবছর লোকসভা নির্বাচনে সাফল্যের পর এই প্রথম তৃণমূল কংগ্রেস এত বড় সভা করল।

আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেত হাজার হাজার জনতার সামনে করলেন নতুন সুখবর ঘোষণা। যা শুনে খুশি সকলেই। তিনি জানান শীঘ্রই রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প চালু করতে যাচ্ছে তার সরকার। কি কি সুবিধা থাকবে এখানে? কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প? এই বিষয়ে বিস্তারিত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সভায় আমন্ত্রিত ছিলেন সমাজবাদী পার্টির জনপ্রিয় নেতা তথা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বাংলায় আসার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা শুরু করেন। বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্যালুট জানিয়ে বলেন, “এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন। বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে।”

আরও পড়ুন, নিজের নামে জমি থাকলেই পাবেন ২ লাখ টাকা। কৃষকেরা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দিল্লির সরকার বেশিদিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশ খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল।” এরপরেই নতুন প্রকল্প নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “রাজ্যে নতুন প্রকল্প চালু হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্প (Banglar Bari Prokolpo). এটা আমরা ডিসেম্বর থেকে শুরু করব।” এছাড়াও তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ উত্থাপন করেন এবং জানান, “লক্ষ্মীর ভান্ডার ২ কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে।”

এছাড়াও বাংলা আবাস যোজনার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, “আমরা গত ১২ বছরে ৪৩ লক্ষ বাড়ি নির্মাণ করেছি। কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, যা তারা এখনো অনুমোদন করেনি।” মমতা জানান, ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস আরও একবার প্রমাণ করল যে, তারা বাংলার মানুষের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনেও তাদের প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড চেক ও নিয়মাবলী। স্বাস্থ্য সাথী কার্ড এ কি কি সুবিধা পাওয়া যাবে?

অর্থাৎ রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্র সরকার PM Awas Yojana এর টাকা ঠিকমতো দিচ্ছে না বলে রাজ্যবাসী বঞ্চিত হচ্ছে। সেই কারনেই রাজ্য সরকার নিজে Banglar Bari Prokolpo চালু করে রাজ্যবাসিকে নিজস্ব উদ্যোগে পাকা বাড়ি উপহার দিতে চাইছে। এই আবেদন ডিসেম্বরে শুরু হবে বলে জানা গেছে। আবেদন প্রক্রিয়া ও এই বিষয়ে খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন,  কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের বিরাট নির্দেশ! এখানেও কোটা বাতিল?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment