ভবিষ্যতের কথা মাথায় রেখে যার যেমন ক্ষমতা তেমন করেই কম বেশি সঞ্চয় করে থাকে মানুষ। আর Savings Account এর মাধ্যমে অনেকেই সঞ্চয় করতে পছন্দ করেন। আর সঞ্চয় করতে গেলে প্রথমেই মাথায় আসে লাভের কথা। কোথায় টাকা রাখলে বেশি লাভ হবে? এই ব্যাপারে বেশিরভাগ মানুষই পছন্দ করে ফিক্সড ডিপোজিট স্কিমে (Fixed Diposit) বিনিয়োগ করতে।
Bandhan Bank Savings Account Interest Rate.
যদিও বিভিন্ন ব্যাংক FD তে বিভিন্ন হারে সুদ দেয়, তবুও মোটের উপর অন্যান্য স্কিমের তুলনায় এফডিতেই লাভ বেশি। তবে আজ আমরা আপনাকে বলব এমন এক ব্যাংকের কথা যেখানে এফডির তুলনায় সেভিংস একাউন্টে সুদ (Savings Account Interest Rate) বেশি দেওয়া হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এখন এফডিতে বিনিয়োগ করা ভালো, না সেভিংস একাউন্টে? নিচে দেখে নেওয়া যাক।
Bandhan Bank FD VS Bandhan Bank Savings Account
FD এবং Savings Account হল ব্যাংকের জনপ্রিয় দুটি বিনিয়োগের স্কিম। কিন্তু এর মধ্যে এফডিকেই বেশি বেছে নেন মানুষ। কারণ এফডি তে বেশিরভাগ ব্যাংক এখন ৬ থেকে ৮ শতাংশ সুদ অফার করে। সেই সঙ্গে টাকা নিরাপদে থাকে এবং গ্যারান্টি সহ রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে সেভিংস একাউন্টে টাকা জমা রাখলে টাকার সুরক্ষা তো থাকে। কিন্তু লাভ পাওয়া যায় না তেমন।
বেশিরভাগ ব্যাংকই এখন Savings Account ২ থেকে ৩ শতাংশ সুদ দেয়। তাই অযথা সেভিংস একাউন্টে টাকা ফেলে রেখে নষ্ট করতে চান না মানুষ। এফডিতে লাভ বেশি বলে সেখানে টাকা রেখে দেন। বন্ধন ব্যাংকের নাম নিশ্চয়ই শুনেছেন। এই ব্যাংকের সেভিংস একাউন্ট স্কিমে সম্প্রতি কিছু পরিবর্তন আনা হয়েছে। যার কারণে এফডির চেয়েও মানুষ বেশি পছন্দ করছে এই সেভিংস একাউন্টকে।
Bandhan Bank Savings Account Details
বন্ধন ব্যাংক করেছে দারুণ চমৎকার। বর্তমানে এই ব্যাংক সেভিংস একাউন্টে যা সুদ অফার করছে তা এফডির চেয়েও বেশি। যদি আপনার বন্ধন ব্যাংকে সেভিংস একাউন্ট থাকে তবে সর্বোচ্চ 8.05 শতাংশ পর্যন্ত সুদ পাবেন আপনি। শুধু সিনিয়র সিটিজেনরা নন, সাধারণ গ্ৰাহকরাও পাচ্ছেন একই সুবিধা। অনেকেই এই লাভ নিয়েছেন। আপনি যদি বন্ধন ব্যাংক গ্ৰাহক হন, তবে দেখে নিন সেভিংস একাউন্টে বিভিন্ন মূলধনের বর্তমান সুদের হার।
Bandhan Bank Savings Account Interest Rate
১. একাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে ২ থেকে ৩ শতাংশ সুদ দেবে ব্যাংক।
২. ১ থেকে ১০ লক্ষ টাকা রাখলে সুদের হার হবে ৬ শতাংশ।
৩. ১০ লক্ষ থেকে ২ কোটি টাকা রাখলে সুদ পাওয়া যাবে ৭ শতাংশ।
৪. ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে দেওয়া হবে ৬.২৫% সুদ।
কম সুদে Bank Loan পেতে CIBIL Score ভালো করুন। টাকার দরকার হলেই পেয়ে যাবেন।
৫. ১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত অ্যামাউন্টে ৬.৫০% সুদ।
৬. ৫০ কোটি থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে ৮ শতাংশ সুদ দেওয়া হবে।
৭. ২৫০ কোটি টাকা বা তার বেশি টাকা থাকলে ব্যাংক আপনাকে ৮.০৫ % সুদ প্রদান করবে। আর সেভিংস একাউন্টে এটাই হল সর্বচ্চো সুদ।
Written by Nabadip Saha.
টাকার দরকার হলেই টাকা পাবেন আধার কার্ড থাকলে। দারুণ সুখবর গ্রাহকদের জন্য।