মার্চ মাস Year Ending এর মাস। আর এই মাস থেকে নতুন সুদের হার কার্যকর করেছে বন্ধন ব্যাংক (Bandhan Bank Interest Rate). ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এবং সেভিংস একাউন্ট ধারীরা (Savings Account) এখন থেকে এই হারেই লাভ করবেন সুদ। অন্যদিকে বন্ধন ব্যাংক লোন (Bandhan Bank Loan) যারা নিয়েছেন তাদের ও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। সর্বোপরি ব্যাংকের এই জোড়া সুখবরে অর্থবর্ষের শেষ দিকে স্বস্তির বার্তা বয়ে আনবে।
Bandhan Bank Interest Rate Hike In March 2024.
সাধারণত বেশিরভাগ মানুষই মনে করেন যে বেসরকারি ব্যাংক মানে হয়তো টাকা মার যাবে। বা খরচ বেশি। সে কারণে সরকারি ব্যাংকের উপর ভরসা করেন বেশি তারা। কিন্তু আমরা আপনাকে বলি, বন্ধন ব্যাংক (Bandhan Bank) এক্ষেত্রে বর্ধিত সুদের হারের (Bandhan Bank Interest Rate) সঙ্গে নিশ্চিত রিটার্ন প্রদান করছে গ্রাহকদের। তাই টাকা মার যাবার কোন ভয় নেই। যাদের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা এই সুবিধা নিতে দেরি করবেন না। অবিলম্বে নিজের ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। তবে আগে অবশ্যই জেনে নিন নতুন সুদের হার ( Savings Interest rate) গুলি।
Bandhan Bank Interest Rate On Fixed Deposit
১. বর্তমানে বন্ধন ব্যাংক ১ বছর থেকে ৪৯৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটের (Bandhan Bank FD) ক্ষেত্রে ৭.২৫% সুদের হার ধার্য করেছে। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।
২. ৫০০ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৩৪ শতাংশ সুদ।
৩. ৫০১ দিন থেকে ২ বছরের মেয়াদে সুদের হার ৭.২৫ শতাংশ করা হয়েছে। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ (Interest Rate On FD).
৪. ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে মূলধনের ওপর সুদ দেয়া হবে ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।
৫. ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে সুদ হল ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন এক্ষেত্রেও ০.৫০ শতাংশ বেশি সুদ অর্থাৎ ৭.৭৫ শতাংশ
৬. ৫ বছর থেকে ১০ মাসের জন্য টাকা জমা রাখলে তার ওপর সুদ দেওয়া হবে ৫.৮৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের দেওয়া হয় ৬.৬০ শতাংশ।
Bandhan Bank Interest Rate On Savings Account
১. বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে (Bandhan Bank Savings Account) ১ লক্ষ টাকার কম মূল্যের ব্যালেন্স থাকলে আপনি সুদ পাবেন ৩ শতাংশ করে।
২. যদি একাউন্ট ব্যালেন্স হয় ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে তবে সুদ পাবেন 6 শতাংশ করে।
৩. আর যদি ১০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত জমা থাকে তখন ৭ শতাংশ সুদ দেবে আপনাকে ব্যাংক।
ক্রেডিট কার্ড গ্রাহকদের বিরাট সুখবর। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে সবার সুবিধা হলো।
আর এই Bandhan Bank Interest Rate বা বন্ধন ব্যাংকের সুদের হার বৃদ্ধির ফলে উপকৃত হতে চলেছেন এই ব্যাংকের কোটি কোটি গ্রাহকরা। আর একটি বেসরকারি ব্যাংক (Private Bank) হওয়া সত্ত্বেও এই ব্যাংকের তরফে এই পরিমাণ সুদ দেওয়া হচ্ছে। এই পরিমাণ সুদ (Interest Rate) হয়তো এখনো অনেক বড় বড় ব্যাংকও দেয়না। এই সুদ বৃদ্ধি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Bandhan Bank Personal Loan Interest rate
এদিকে বন্ধন ব্যাংকের পার্সোনাল লোন নিয়েও রয়েছে সুখবর। দেশের মধ্যে বন্ধন ব্যাংক ই একটি পুর্নাঙ্গ ব্যাংক, যেখানে ১০০০ টাকাও Bandhan Bank Personal Loan দেওয়া হয়। তাই সাধারণ মানুষ তথা গরীব মানুষদের গ্যারান্টি ছাড়াই বন্ধন ব্যাংক থেকে লোন (Bandhan Bank Loan) নেওয়া একটি সহজ উপায়। বন্ধন ব্যাংকে সাধারনত পার্সোনাল লোনের সুদের হার ৮.৪৭ শতাংশ থেকে ১৫.৪০ শতাংশ, যেখানে মেন ইন্টারেস্ট রেট প্রায় ১০.৮০ শতাংশ। লোনের পরিমান অনুযায়ী ১২ থেকে ৬০ মাসের মেয়াদের লোনের টাকা শোধ করতে হয়। এদিকে কিস্তি দিতে দেরি হলেও ব্যাংকের বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
বিভিন্ন প্রকার লোন সংক্রান্ত প্রতিবেদন পড়তে নিচের যেকোনো একটি ক্লিক করুন।
বাড়ির জন্য লোন পেতে এখানে দেখুন।
ব্যাবসার জন্য টাকা পেতে এখানে দেখুন।
প্রধানমন্ত্রী ঋণ পেতে এখানে দেখুন।
Gold Loan বা স্বর্ণঋণ পেতে এখানে ক্লিক করুন।
পড়াশোনার জন্য টাকা পেতে এখানে ক্লিক করুন।
ব্যাক্তিগত বা Personal Loan পেতে এখানে দেখুন।
10 গুন রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকের নতুন সঞ্চয় প্রকল্প চালু। সব থেকে বেশি সুদ!!