একাধিক রাজ্য সরকারী কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা (APY Scheme) বছরে দুবার ডিএ বা ডিআর পান। সাধারনত জানুয়ারি এবং জুলাই মাসে এই বেতন ও পেনশন বৃদ্ধি হয়। গত ২০২৩-এ অক্টোবরে কেন্দ্রের তরফে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) করার পর এখন তাদের মোট মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ হয়েছে। তবে আশা রয়েছে, এই জানুয়ারি মাসেই নাকি আবারও একটি মহার্ঘ ভাতা মিলতে চলেছে। যার পরে এই সীমা ৫০ শতাংশ ছাড়াতে পারে।
APY Scheme Pension Increase News.
ডিএ বাড়বে কিনা খবর নেই, তবে সরকারি পেনশনারদের পেনশন বাড়ার (Pension Hike) প্রবল সম্ভাবনা দিয়েছে কেন্দ্র। ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হবে কেন্দ্রের বাজেট। আর তাতেই এই নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন অনেকে। কাদের পেনশন বাড়তে (Pension Increase) চলেছে, সকলে কি পাবেন এর সুবিধা? কত টাকাই বা বাড়ানোর কথা বলা হয়েছে? নিচে এই APY Scheme সব বিষয়ে বলা হলো।
APY Scheme details
Atal Pension Yojana (APY) ৬০ বছর বয়স ঊর্ধ্ব ভারতের নাগরিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য ২০১৫ সালে ভারত সরকার চালু করে। এই স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (PFRDA) দ্বারা নিয়ন্ত্রিত। এই যোজনার (APY Scheme) প্রাথমিক উদ্দেশ্য হল যে কোনও ভারতীয় নাগরিককে তাদের বৃদ্ধ বয়সে হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী রোগ নিয়ে যাতে উদ্বিগ্ন হতে না হয় তাদের সেই নিরাপত্তা প্রদান করা।
প্রধানত অসংগঠিত ক্ষেত্রের কর্মী যেমন কৃষি কাজের সাথে যুক্ত শ্রমিক, চুক্তিবদ্ধ বা ক্ষুদ্র শিল্পের শ্রমিক অথবা বেসরকারী খাতে কর্মরত লোকেদের সুবিধা দেয় এই স্কিমটি। আর এর মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি মানুষ নিজেদের বয়স্ককালীন ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারছেন। এই APY Scheme এর আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা আগে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে চলেছি।
APY Scheme Benefits
- এই পেনশন যোজনায় বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ১,০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট পেনশন (APY Scheme Pension) পেতে পারেন৷
- আমানতকারী ৬০ বছর বয়সে পেনশন পেতে শুরু করবেন।
- এই জন্য ১৮ এবং ৪০ বছর পর্যন্ত অন্তত ২০ বছর বিনিয়োগ করতে হবে।
APY Scheme Interest Rate Hike
অটল পেনশন যোজনা (APY Scheme) নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে চিঠি দিয়েছে PFRDA. চিঠিতে তারা অটল পেনশন যোজনার আওতায় পেনশনের অ্যামাউন্ট বাড়ানোর জন্য সুপারিশ করেছে সরকারকে। তাদের মতে, এই যোজনার আওতায় আরো বেশি টাকা বরাদ্দ করা প্রয়োজন। যদিও এখনো পর্যন্ত এ নিয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। তবে ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রের বাজেট সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। আর তাতেই আসতে পারে এ নিয়ে বিরাট বড় ঘোষণা।
যোগ্যশ্রী প্রকল্পে আবেদন শুরু হল। 10 হাজার টাকা পেতে যোগ্যশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
কত বাড়বে পেনশন?
PFRDA এর তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে সর্বোচ্চ পেনশন বাড়ানোর মতামত জানিয়েছেন তারা। এখন সর্বোচ্চ পেনশন হল ৫০০০ টাকা। এর ওপর আরো ২০০০ বাড়িয়ে তা ৭০০০ করার জন্য আবেদন করা হয়েছে। আর এই সিদ্ধান্ত বলবত হলে আমাদের দেশের মানুষেরা নিজেদের শেষ জীবন ভালো করে কাটাতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.