আপনার কি গাড়ি কেনার শখ রয়েছে? এবারে SBI Car Loan বা স্টেট ব্যাংক গাড়ি কেনার জন্য টাকা দিচ্ছে। টাকার অভাবে কিনতে পারেন না অনেকেই। তবে এবারে সেই সুযোগ আপনাকে দেবে এবার এসবিআই। আপনি যদি এসবিআই এর একজন একাউন্টধারী হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। নিজের গ্রাহকদের গাড়ি কেনার জন্য টাকা দিচ্ছে স্টেট ব্যাংক।
১ লাখ ২ লাখ নয় একেবারে ৫ লাখ টাকা পর্যন্ত SBI Car Loan পাওয়া যাবে। অনেকেই এই লাভ পেয়েছে। চাইলে পেতে পারেন আপনিও। এখনকার দিনে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে ট্রেন, বাস, অটো সব কিছুতেই ভিড় থাকে। আর এই কারণের জন্য অনেকেই নিজের গাড়ি কিনতে চাইছেন। কিন্তু কিভাবে? তা দেখে নিন।
How To Get SBI Car Loan Online Apply.
জীবনে টাকার অভাব কখন হয় তা কি কেউ বলতে পারে? আমরা সকলেই তো রোজগার করি। কিন্তু নানা প্রয়োজনে অনেক সময়েই টাকা ধার করতে হয়। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই তাদের ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। এসবিআই গ্রাহকরা সহজ শর্তে ব্যাংক থেকে বিভিন্ন লোন পান। যে গুলির মধ্যে কার লোন অত্যন্ত জনপ্রিয় স্টেট ব্যাংক। গ্রাহকদের গাড়ি কেনার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের (SBI Car Loan) সুবিধা প্রদান করে এসবিআই।
এই টাকা দিয়ে আপনি সহজে নিজের পছন্দসই গাড়ি ক্রয় করতে পারবেন। অনেকেই SBI Car Loan এর মাধ্যমে নিজেদের শখের গাড়ি কিনেছেন। অনেকে আবার একটির বদলে ৩-৪ টে গাড়িও কিনতে পেরেছেন। আপনিও পারবেন। কিন্তু এজন্য কত টাকা করে শোধ করতে হবে? এসবিআই কার লোনের ইএমআই (SBI Car Loan EMI) কত? জেনে নিন।
SBI Car Loan EMI Calculator
মনে করুন আপনি একজন এসবিআই গ্ৰাহক। গাড়ি কেনার জন্য 5 লক্ষ টাকা কার লোন (SBI Car Loan) নিচ্ছেন আপনার ব্যাংক থেকে। লোন পরিশোধ করবেন ৫ বছর ধরে। তাহলে এক্ষেত্রে ব্যাংক আপনাকে প্রতি বছর ৯.৭০ শতাংশ সুদের হার চার্জ (SBI Car Loan Interest Rate) করবে। যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে তখন আপনার সুদের হার অনেক কম হবে। এক্ষেত্রে আপনি ৮.৮৫ শতাংশ সুদেও এই লোন পেতে পারেন।
আপনাকে সেক্ষেত্রে কত টাকা করে শোধ করতে হচ্ছে? ৫ বছর পর সুদ আসল মিলিয়ে কত টাকাই বা হচ্ছে?
এসবিআই কার লোন ক্যালকুলেটর (Car Loan Calculator) অনুযায়ী, যদি সবচেয়ে কম অর্থাৎ ৮.৮৫ শতাংশ সুদ হিসেবেও দেখা হয়, তবে মাসিক আপনাকে ১০,৩৪৩ টাকা সুদ গুনতে হবে ব্যাংকের কাছে অর্থাৎ ১ বছরে এই সুদ হবে ১,২০, ৫৬৯ টাকা। যা ৫ বছর পর হবে ৬,২০,৫৬৯ টাকা।
টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।
সুতরাং এখন হিসাব পরিস্কার। আপনি যদি এসবিআই থেকে গাড়ি কেনার জন্য সর্বোচ্চ মেয়াদে ৫ লক্ষ টাকা লোন (Car Loan) নেন তবে ৬,২০,৫৬৯ টাকা সুদে আসলে ফেরত দিতে হবে ব্যাংকের কাছে। আর আপনারা যে কোন ধরণের লোন নেওয়ার আগে সকল প্রকারের শর্তাবলী সম্পর্কে জেনে নেবেন। নইলে ভবিষ্যতে আপনাদের কোন সমস্যায় পরতে হতে পারে।
Written by Nabadip Saha.
দরকার হলেই টাকা দিচ্ছে SBI. আধার কার্ড দেখালেই 5 মিনিটে পাবেন। লাইনে দাঁড়াতে হবে না।