SBI Personal Loan – স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই পেতে পারেন 5 লাখ টাকা। প্রতিমাসে EMI ও সুদের হার কত জেনে নিন।

জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না। আর এই কারণের জন্য আমাদের অনেক সময় SBI Personal Loan বা ব্যাক্তিগত ঋণ নেওয়ার প্রয়োজন হয়। রোজগার করলেও আমাদের অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে লোন (Bank Loan) নিয়ে থাকি। আপনার যদি বর্তমানে লোনের (Loan) দরকার থাকে তবে সুখবর। এসবিআই দিচ্ছে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের সুবিধা।

Get Instant SBI Personal Loan Online Apply.

যে সমস্ত গ্রাহকের এসবিআই একাউন্ট (SBI Personal Loan) রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন এখানে। বেশি সুবিধা পাবেন যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে। কিন্তু এক্ষেত্রে কত করে মাসিক ইএমআই দিতে হবে আপনাকে? সুদে আসলে মোট কত টাকা শোধ করতে হবে? সেই হিসাবটি আগে জেনে রাখা দরকার। তাহলে সুবিধা হবে।

SBI Personal Loan 2024

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ২৫ হাজার টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন (SBI Personal Loan) দেয়। লোনের টাকা পরিশোধ করার মেয়াদ সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকে। লোনের উপর সুদের হার কাটা হয় বার্ষিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত হারে। লোনের টাকার ১.৫ শতাংশ চার্জ কাটা হয় প্রসেসিং এর জন্য। এসবিআই কুইক পার্সোনাল লোন (SBI Personal Loan) পেতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হয়।

সঙ্গে মাসিক ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন থাকতে হয়। লোনের ইএমআই (SBI Personal Loan EMI Calculator) সময় মতো শোধ না করলে ব্যাংক ২৫০ টাকা জরিমানা নেয়। এছাড়াও নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ইউ/এস ১৩৮ অনুসারে ঋণ গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আর আপনারা যে কোন ধরণের লোন নেওয়ার আগে সকল তথ্য ঠিক করে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।

2 Lakh & 5 Lakh Rupees SBI Personal Loan EMI

একটি সহজ উদাহরণ দিয়ে পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। মনে করুন একজন এসবিআই গ্রাহক ৫ বছরের মেয়াদে ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নিলেন। ব্যক্তির থেকে সুদ নেওয়া হবে ১১ শতাংশ হারে। তাহলে সেই ব্যক্তির থেকে প্রতিমাসে ৪৩৪৮ করে ইএমআই নেবে ব্যাংক অর্থাৎ তার মোট সুদের পরিমাণ ৫ বছর পর হবে ৬০৯০৯ টাকা। সুতরাং সুদে আসলে ওই ব্যক্তিকে ২ লক্ষ ৬০ হাজার ৯০৯ টাকা শোধ করতে হবে।

একইভাবে ৫ লক্ষ টাকার লোন নিলে যদি মেয়াদ থাকে ৫ বছর এবং সুদের হার থাকে ১১ শতাংশ তাহলে মাসিক ইএমআই দিতে হবে ১০৮৭১ টাকা। ৫ বছর পর মোট সুদের পরিমাণ হবে ১,৫২,২৭৩ টাকা অর্থাৎ ৩ লক্ষ ৫২ হাজার ২৭৩ টাকা হবে সুদ আসল মিলিয়ে। আর এই SBI Personal Loan নেওয়ার আগে আপনারা তৎকালীন সুদ সম্পর্কে জেনে নিয়ে হিসাব করে নেবেন।

Personal Loan Repayment online বা ব্যাংক লোন পরিশোধ

How To Get SBI Personal Loan

১. আপনার যে শাখায় একাউন্ট রয়েছে সেখানে গিয়ে লোনের ফর্ম নিন।
২. ফর্ম নিজের হাতে সঠিকভাবে পূরণ করুন। ফর্মে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখতে হবে। লোনের অ্যামাউন্ট, মেয়াদ এবং ইএমআই এর পরিমাণ নির্বাচন করতে হবে হবে।
৩. তার পর উপযুক্ত নথিপত্র যেমন পরিচয় প্রমাণ পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধারের কপি।

গাড়ি কেনার জন্য 5 লক্ষ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। মধ্যবিত্তের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। কিভাবে আবেদন করবেন?

৪. ঠিকানার প্রমাণ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ, বর্তমান তারিখের বেতন শংসাপত্র সহ সর্বশেষ ফর্ম 16 ব্যবহারের প্রমাণ সহ এপ্লিকেশন ফর্ম জমা করে দিতে হবে।
৫. এরপর আপনার SBI Personal Loan স্যাংশন হয়ে যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একইভাবে ফর্ম এবং নথিপত্র জমা করুন।
Written by Nabadip Saha.

টাকা চাইলেই 5 মিনিটে টাকা পাবেন। আধার কার্ড ব্যাংক একাউন্ট থাকলে আর কিছু লাগবে না।

শেয়ার করুন: Sharing is Caring!

3 thoughts on “SBI Personal Loan – স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই পেতে পারেন 5 লাখ টাকা। প্রতিমাসে EMI ও সুদের হার কত জেনে নিন।”

  1. আমি কি লোন নিতে পারি বিজনেসের জন্য বোর্ড মেশিন

    Reply

Leave a Comment