শিহরে ২০২৪ লোকসভা নির্বাচন। আর তার আগেই PMUY 2.0 তথা Pradhan Mantri Ujjwala Yojana 2.0 বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করে দেশবাসীকে বড় সুবিধা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi). ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি জনগন বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়েছেন। আর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের দ্বিতীয় ভাগ চালু করে জনমুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এবার প্রশ্ন হলো বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার কিভাবে পাবেন (PMUY 2.0 Gas Connection)?
PMUY 2.0 Gas Connection
২০২৩ সালেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্প (Ujjwala Yojona 2.0) আর এই প্রকল্পের আওতায় আগামী ৩ বছরে দেশের প্রায় ৭৫ লক্ষ মানুষকে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের নয়া রূপে এবার ঘরে বসেই আবেদন করতে পারবেন গ্রাহকেরা। কোথাও লাইন দিতে হবে না, অনলাইনে অতি সহজেই করতে পারবেন আবেদন। সম্ভবত লোকসভা ভোটের আগেই এর জন্য আবেদনের পোর্টাল খুলে দেওয়া হবে। কারা কারা সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন? সবকিছু জেনে নিন।
Pradhan Mantri Ujjwala Yojana 2.0 Free Gas Cylinder Scheme
উজ্জ্বলা যোজনা ২.০ কি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৬ সালের ১ মে তারিখে উজ্জ্বলা যোজনা প্রকল্প (PMUY 2.0 Gas Connection) চালু করে। দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মা-বোনেদের ঘরে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এখনো পর্যন্ত দেশের অনেক অসহায় মহিলারা যারা কাঠ, কয়লা দিয়ে উনুন জ্বেলে কষ্ট করে রান্না করতেন তাদের সকলের ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দিয়েছে সরকার। ফলে তারা চরমভাবে উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রীর এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে।
সেই প্রকল্পেরই দ্বিতীয় ভাগ তথা PMUY 2.0 এবার চালু করতে চলেছে সরকার। যার পুরো নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ২.০ (Pradhan Mantri Ujjwala Yojana 2.0). আর এবারে লোকসভা ভোটের আগে নতুন করে দেশের আরও ৭৫ লক্ষ মানুষ সুবিধা পেতে চলেছেন এর মাধ্যমে।
কারা পাবেন নতুন এই প্রকল্পের সুবিধা?
- Pradhan Mantri Ujjwala Yojana 2.0 এর সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
- সাধারণ, অনগ্রসর এবং তফসিল সকল সম্প্রদায় থেকেই আবেদন করা যাবে।
- PMUY 2.0 Gas Connection আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- প্রার্থী যে পরিবার থেকে আবেদন করছেন সেই পরিবারে আর অন্য কোন গ্যাস কানেকশন থাকা চলবে না।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় গ্রামীণ এলাকায় 1 লাখের কম এবং শহরাঞ্চলে 2 লাখের কম হওয়া উচিত।
Apply for New Ujjwala 2.0 Connection
উজ্জ্বলা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
১. উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে, আপনি অফিসিয়াল পোর্টাল pmuy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. অনলাইন পোর্টাল এ ক্লিক করার পরে, উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।
৩. এখানে আপনি ওয়েব পেজ এর নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি।
৪. আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।
৫. এ ছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
৬. নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে?
১. PMUY 2.0 KYC লাগবে
২. বৈধ মোবাইল নম্বর
৩. বয়সের প্রমাণপত্র (Birth Certificate)
৪. আধার কার্ড (Aadhaar Card)
৫. বিপিএল রেশন কার্ড (BPL Ration Card)
৬. বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট
৭. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
৮. ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি।
আরও পড়ুন, ভোটের আগে সবার জন্য রেশনের সাথে মোদীর উপহার। খরচ হবে 300 কোটি টাকা।
সংবাদ সূত্রের খবর, যারা চলতি মাসেই আবেদন করবেন, তাদের আবেদন গৃহীত ও বিবেচিত হলে লোকসভা ভোটের আগেই তাদের PMUY 2.0 Gas Connection তথা বিনামূল্যে গ্যাস কানেকশন ও ফ্রি সিলিন্ডার দেওয়া হবে। আর পরবর্তীতে নতুন গ্যাস বুক করতে ও সাবসিডি পাবেন। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আরও এই ধরনের তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে এই কার্ড করলেই, টাকা দেবে সরকার। অনলাইনে এইভাবে আবেদন করুন।