হটাত টাকার দরকার হলে ফটাফট পাবেন। Instant Personal Loan মাত্র ৫ মিনিটে দিচ্ছে সরকার। তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের আবেদন।

আপদকালীন সময়ে বা হটাত টাকার প্রয়োজন হলে গ্রাহকদের স্বার্থে Instant Personal Loan বা তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ তথা পার্সোনাল লোন চালু করেছে। যেখানে আবেদন করার ৫ মিনিটের মধ্যে ভেরিফিকেসন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং আবেদন গৃহীত হলে সাথে সাথে ঋণের টাকা আপনার ব্যাংক একাউন্টে চলে আসে। এই ব্যাক্তিগত ঋণ কিভাবে নেবেন, কি কি নিয়ম ও যোগ্যতা রয়েছে, বিভিন্ন ব্যাংকে সুদের হার কতো? এক নজরে জেনে নিন।

Advertisement

Apply for Instant Personal Loan Online up to Rs 40 Lakh

বর্তমানে আমাদের এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন টাকার খুবই দরকার হয়। আর তখন অনেক কাছের মানুষ ও দূরে সরে যায়। আর তাছাড়া এখন প্রতিমাসের রোজগারের টাকায় সংসার চালানো দুস্কর কারন প্রত্যেক জিনিসের দাম এককথায় আকাশছোঁয়া। আর এই সবের মধ্যে তো নিজেদের শখ মেটানোর প্রশ্নই ওঠে না। আর তার উপর সঞ্চয় করা তো দূরের কথা। আর সেই জন্যই আপদকালীন সময়ে Personal Loan স্কীম চালু করেছে সরকার তথা রিজার্ভ ব্যাংক।

Advertisement

আবার অনেক সময় অনেকে নিজেদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার চান। কিন্তু বর্তমানের যুগে কেউ কারোর নয়!! সেই জন্য আর হাত না পেতে নিজেদের যোগ্যতায় এবং ক্ষমতা অনুসারে Instant Personal Loan এর জন্য আধার কার্ড থাকলেই ব্যাংকে গিয়ে আবেদন করে ফেলুন। কেননা ব্যাংক থেকেই একমাত্র লোন (Bank Loan) নেওয়া সুবিধা জনক। তবে এক্ষেত্রে বহু মানুষকে প্রভাতে হয় অনেক ঝক্কি।

তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণ কিভাবে নেবেন

গতানুগতিকভাবে যে ব্যাংকের নিয়ম এখনো পর্যন্ত চলে আসছে সেই অনুযায়ী যে কোনও মানুষকে Instant Personal Loan নিতে হলে জমা দিতে হয় একাধিক নথিপত্র। যেমন হতে হয় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, চাওয়া হয় আয়ের প্রমাণপত্র, সম্পত্তির প্রমাণপত্র, কোনও নির্দিষ্ট গ্যারেন্টার, বাড়ির ভেরিফিকেশন, কর্মস্থলের ভেরিফিকেশন আরো কত কি!

পার্সোনাল লোন নেওয়ার সহজ পদ্ধতি

এবারে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে হঠাৎ টাকার প্রয়োজন হলেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন Instant Personal Loan. এমনকি যেতে হবে না কোথাও। ঘরে বসেই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করলেই টাকা সরাসরি একাউন্টে আসবে। নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি! এর জন্য লাগবে কী কী বিশেষ নথিপত্র? কীভাবে করা যাবে আবেদন? সমস্তই বিস্তারিত রইল আজকে আমাদের এই প্রতিবেদনে।

Advertisement

Instant Personal Loan EMI Calculator

ইনস্ট্যান্ট পার্সোনাল লোন বা তৎক্ষণাৎ ঋণ এখন খুবই জনপ্রিয় কারণ মানুষদের কাছে সময় খুবই কম। আর কম সময়ে ঋণ পাওয়া গেলে তো আর কথাই নেই। আসলে Instant Personal Loan হলো একটি লোনের প্রকার। এখন বেশিরভাগ কাজ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। গ্রাহকদের জন্যই মূলত এই পার্সোনাল লোনের সুবিধা চালু করেছে প্রত্যেক ব্যাংক। ঘরে বসে অনলাইনের (Online Loan Apply) মাধ্যমে আপনি করতে পারবেন আবেদন। কত টাকা লোন নিলে কত টাকা EMI দিতে হবে, জানতে হলে এখানে ক্লিক করুন।

কোন ব্যাংকে এই ঋণ পাওয়া যায়?

এই প্রক্রিয়ায় সেভাবে কোন রকম প্রয়োজনীয় নথিপত্র ভেরিফিকেশন করাতে হয় না। এর কারণে দ্রুত এপ্রুভ হয়ে যায় লোন। দেশের বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক সেক্টরে গ্রাহকদের এই Instant Personal Loan সুবিধা দিয়ে থাকে। কোন ব্যাংকে এই লোনের সুদের হার কম? এই লোন নিতে গেলে কী কী যোগ্যতা রাখতে হবে? কীভাবেই বা কোন ব্যাংকের তরফে করবেন আবেদন? সব প্রশ্নের উত্তর পেতে ধীরে ধীরে পড়ুন আমাদের এই প্রতিবেদন।

Instant Personal Loan Documents

  • আধার কার্ড, ভোটার কার্ড, ডাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের ছবি।
  • ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
  • গত তিন মাসের ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট।
  • শেষ মাসের বেতনের স্লিপ।

How to Apply for Instant Personal Loan?

এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে নির্দিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি বসিয়ে দিতে হবে। এরপর লগ ইন পেজ খুলে যাবে। সেখানেই অ্যাপ্লাই করতে হবে পার্সোনাল লোন অপশনে। এক্ষেত্রে কোন লোন নিতে চাইছেন তা বেছে নিতে হবে আপনাকেই। দিয়ে দিতে হবে নিজের নাম, ঠিকানা আধার ও প্যান নম্বর ব্যাংক একাউন্ট নম্বর এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। ধৈর্য ধরে একের পর এক সমস্ত যাচাইকরণ শেষ এরপর খুব সহজেই আপনি এই লোনের জন্য যোগ্য হয়ে যাবেন।

বিভিন্ন ব্যাংকে পার্সোনাল লোন সুদের হার

প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMAY Scheme (PM Awas Yojana)

Instant Personal Loan Eligibility

যে কোনো ব্যাংক থেকে লোন পেতে হলে অবশ্যই নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। এর সঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য সর্বনিম্ন মাসিক আয়ের বেশ কিছু যোগ্যতা রয়েছে। যেমন কিছু ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক মাসে অন্তত ৩০ হাজার টাকা স্থায়ী ইনকাম রাখতেই হবে। আবার যেমন কিছু ব্যাংকের পক্ষ থেকে সর্বনিম্ন ২২,০০০ টাকা মাসিক বেতন হলে Instant Personal Loan পেয়ে যাবেন যে কোনও গ্রাহক।

একজন ব্যাক্তির কত গুলো ব্যাংক একাউন্ট খুলতে পারেন? একাধিক একাউন্ট থাকলে কি করতে হবে?

পার্সোনাল লোন নেওয়ার আগে সতর্কতা

শুধুমাত্র Personal Loan নয়, ব্যাংক থেকে যে কোন ধরনের ঋণ নেওয়ার আগে আপনারা এই সম্পর্কে ঠাণ্ডা মস্তিকে ভালো করে সকল কিছু সম্পর্কে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। যেমন – সুদের হার, কতদিনে টাকা ফেরত দিতে হবে, আসলের সঙ্গে অতিরিক্ত কত সুদ এবং প্রসেসিং ফিস কত? এই সকল প্রশ্ন করে নিয়ে আপনারা ঋণ নেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নেবেন।
Written By Tithi Adak.

আরও পড়ুন, আজ থেকে টাকা দেওয়া শুরু হলো। ৭০ কোটি মানুষ পাবে প্রায় ১.৩০ লাখ টাকার সুবিধা। অনলাইনে নাম দেখে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment