অনেকেই জীবনে সফল ব্যবসায়ী হতে চান। কিন্তু ব্যবসা ভালোভাবে করতে গেলে লাগে পর্যাপ্ত মূলধন কিম্বা business loan for business. তাই ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকার কারণে সেই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন, আর চিন্তা নেই। কারণ রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে ব্যবসার জন্য টাকা দিয়ে এবং সাবসিডি যুক্ত Business Loan দিয়ে সাহায্য করা হবে বেকারদের।
Get Insta Business Loan With Government Subsidy.
আপনি যদি নতুন ব্যবসা (Business Startup) শুরু করতে আগ্রহী থাকেন তবে অর্ধেক বিনিয়োগ করবে রাজ্য সরকার নিজে, আর বাকিটা Business Loan এর জন্য আবেদন করতে হবে আপনাকে। রাজ্যের যে কোনো ব্যাক্তি যারা বর্তমানে নতুন ব্যবসা (Business) শুরু করছেন, অবশ্যই এখানে একবার আবেদন করে দেখুন। আর আরও বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই আপনারা এই আবেদন করবেন।
Apply for Business Loan Online at Lowest Interest Rate
সারা দেশে বেকারত্ব যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তায় সরকারও। এই কারণে লাইভ স্টক প্রোডাকশন বা প্রাণী সম্পদ শিল্পের ব্যবসার উন্নয়নে তৎপরতা দেখাচ্ছে সরকার। যার জন্য সহজ কিস্তিতে ব্যাবসায়িক ঋণ বা Business Loan দেওয়ার কোথাও ঘোষণা করেছে। ২০২৪-২৫ অর্থ বছর বাজেটে কেন্দ্রীয় সরকার প্রাণী সম্পদ শিল্পের বিকাশের জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেছে। রাজ্য বাজেটেও একই ঘোষণা করা হয়েছে। আর তারপরেই এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার।
Livestock Business Loan With Govt Subsidy
এতে একদিকে যেমন কর্মসংস্থান ঘটবে বেকারদের, তেমনি অন্য দিকে শিল্পেও উন্নত হবে রাজ্য, ফলে অর্থনৈতিক ভিত আরো মজবুত হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের তিনটি জেলা যথাক্রমে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই কর্মসূচি আরম্ভ করেছে রাজ্য সরকার। সুত্রের খবর, এখনো পর্যন্ত মোট 100 জন উদ্যোগপতি নাম লিখিয়েছেন ব্যবসা শুরু করার তালিকায় (Business Loan). এই সব এলাকায় প্রচেষ্টা সফল হলে আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের সর্বত্র তা চালু হয়ে যাবে।
Which Benefits Will You Get In This Business Loan?
১. আপনি এই ব্যবসা করতে চাইলে সম্পূর্ণ বিনিয়োগ (business loan for business) করবে সরকার। এখানে আপনার কোনো খরচ নেই।
২. ব্যবসার মালপত্র সরকার থেকে হোম ডেলিভারি করে দেওয়া হবে আপনাকে। এর সঙ্গে লোকও পাঠিয়ে দেওয়া হবে সব কিছু তৈরি করে দেওয়ার জন্য।
৩. এখানে উদ্যোগপতিদের ব্যবসার জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
৪. লোনের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা শোধ করে দিলে ৫০ শতাংশ ভর্তুকি (Business Loan Subsidy) পাওয়া যাবে।
Who Can Start The Livestock Farming Business Plan?
- এখানে ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হয়ে থাকতে হবে।
- গবাদি পশুদের খামার তৈরির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জমি থাকা আবশ্যক।
- এছাড়াও আরও কিছু শর্তাবলী আপনারা জেনে নিয়ে তবেই আবেদন করতে পারবেন।
How to Apply Here For Business Loan?
১. এই ব্যবসার জন্য আবেদন করতে গেলে যেতে হবে নিকটবর্তী প্রাণী সম্পদ দপ্তরের অফিসে।
২. আবেদনপত্র নিয়ে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে দিতে হবে।
৩. এরপর ব্যবসার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন জমা করতে হবে সেখানে।
এবার চাইলেই ব্যাংক লোন পাবেন। সরকারের নতুন নিয়মে এবার আরও বেশি লোক লোন নেবে।
৪. এই ব্যাপারে ২ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন স্কিম রয়েছে।
৫. আপনি আপনার পছন্দ ও সাধ্যমত যে কোন একটি বেছে নিতে পারেন।
৬. টাকা জমা করার পর কয়েকদিনের মধ্যেই ব্যবসার লাইসেন্স দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সরকারের তরফ থেকে সমস্ত মালপত্র ডেলিভারি করা হবে।
Written by Nabadip Saha.
টাকা চাইলেই 5 মিনিটে টাকা পাবেন। আধার কার্ড ব্যাংক একাউন্ট থাকলে আর কিছু লাগবে না।
আমি আয়ুসমান কাড করতে চাই প্রয়োজনীয় তথ্য দেবেন।