Annual Exam Result – সুখবর, প্রাইমারী থেকে নবম শ্রেণীর রেজাল্ট এবার অনলাইনে

গত বছর ১৭ই মার্চ থেকে (Annual Exam Result) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর মাঝে একবার সাময়িক ভাবে বড় ক্লাসের জন্য পঠন পাঠন চালু হলেও বন্ধ হয়ে যায়, অবশেষে গত ১৬ই নভেম্বর থেকে ক্লাস আবার চালু হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কিন্তু প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ক্লাস এখনও চালু হয়নি। কিন্তু শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে, ক্লাস না হলেও প্রতি মাসে Activity Task দিয়েছে পড়ুয়ারা। আর নভেম্বর মাসের Activity Task এর ভিত্তিতেই এবার হবে মূল্যায়ন। আর সেই রেজাল্ট এবার দেখা যাবে অনলাইনে।

চলতি বছরেই বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে পড়ুয়াদের একই ছাদের তলায় এনে আন্তর্জাতিক পুরস্কার আদায় করেছে রাজ্য। আর এবার সেই ওয়েবসাইটে রাজ্যের প্রায় কুড়ি লাখ পড়ুয়াদের রেজাল্ট (Annual Exam Result) দিয়ে আরেকটি বড় কাজ করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সুত্রে জানা যাচ্ছে, বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে এবার প্রত্যেক পড়ুয়ার রেজাল্ট তুলতে হবে এবং আগামী ১৫ই ডিসেম্বরের পর থেকে রেজাল্ট দেখা যাবে।

যদিও এই অল্প সময়ে রেজাল্ট (Annual Exam Result) তোলা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষকদের একাংশের মধ্যে। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষক একসাথে লগিন করায় পোর্টাল ও স্লো হয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, অনেক শিক্ষকই ওয়েবসাইটের কাজে সাবলীল নন, এবং কম্পিউটার ছাড়া এই কাজ করতে সমস্যা হচ্ছে।

তবে সার্বিক দিক দিয়ে অনলাইনে সমস্ত পড়ুয়াদের রেকর্ড (Annual Exam Result) রাখায় খুসি হচ্ছেন অবিভাবিকেরাও। অন্যদিকে স্কুল পুরোদমে কবে খুলবে এই নিয়েও চলছে জোর প্রস্তুতি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস নতুন বছরেই শুরু হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। প্রাক- প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু ও নতুন বছরের শুরুতেই চালু করার চিন্তাভাবনা চলছে। এই ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন, বদলে গেল নতুন শিক্ষাবর্ষের ছুটির তালিকা, নতুন তালিকা দেখুন

তবে স্কুল খোলার পর সঙ্ক্রমনের তেমন কোনও বড় খবর না আসায় নতুন বছরের শুরুতেই সমস্ত ক্লাস চালু নিয়ে যথেষ্ট আশাবাদী শিক্ষা দপ্তর। তার জন্যই চলছে জোর কদমে প্রস্তুতি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment