সরকারি কর্মচারীদের জন্য নতুন Pay Commission নিয়ে এক জরুরি খবর জানানো হল সরকারের তরফে। আর কিছু দিন পরেই নতুন বছর ২০২৪, আর এই বছরের মাঝামাঝি সময়ে সমগ্র দেশে লোকসভা ভোট (Lok sabha Election 2024) আয়োজিত করা হবে। তাই জন্য ভোটের প্রাক্কালে সরকারি কর্মীদের (Government Employees) খুশি করতে সরকারের তরফে নতুন Pay Commission চিন্তা ভাবনা করে এক জরুরি আপডেট দেওয়া হতে পারে।
New Pay Commission Started By Central Government.
কেন্দ্র সরকার (Central Government) কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে আশ্বস্ত ছিল যে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার অবশ্যই অষ্টম পে কমিশন (8Th Pay Commission) গঠন করবে। অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্র সরকারকে চাপ দিতে থাকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের (Central Government Employees) সংগঠন গুলি। তাদের বক্তব্য ছিল যে লাস্ট বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন (7Th Pay Commission) গঠিত হয়েছিল ২০১৩ সালে।
অষ্টম বেতন কমিশন কি আদৌ বসবে?
এরপর সেই সুপারিশ গুলি কার্যকর হতে সময় লেগেছিল প্রায় তিন বছর। তাদের দাবি ছিল এতদিন পর ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে। তবে এই বিষয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এখনই অষ্টম বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই। অষ্টম বেতন কমিশন (8Th Pay Commission) গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বহুগুণ বেড়ে যাবে। অষ্টম বেতন কমিশন ভারতবর্ষে চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় ৩.৬৮ গুণ বৃদ্ধি পাবে।
এছাড়াও বৃদ্ধি পাবে তাদের মূল বেতন। এছাড়াও প্রায় বহু গুণ বৃদ্ধি পাবে কেন্দ্র সরকারের কর্মীদের মূল বেতন। তাহলে দেখা যাচ্ছে অষ্টম বেতন কমিশন (8Th Pay Commission) যদি চালু হয় তাহলে কেন্দ্রীয় সরকারি প্রতিটি কর্মীরা লটারি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমস্ত আশায় জল ঢেলে সম্প্রতি কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমানাথান স্পষ্টভাবে জানিয়ে দেন, এখন অষ্টম পে কমিশন বসানোর কোনো চিন্তাভাবনা নেই কেন্দ্র সরকারের।
অতীতের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে কেন্দ্র সরকার তাদের কর্মচারী, সশস্ত্র বাহিনীর কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য Pay Commission গঠন করত। যেমন, ২০১৩ সালের সেপ্টেম্বরে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে তৎকালীন কংগ্রেস সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল। কিন্তু এখনকার বিজেপি সরকার অতীতের দেখানো পথে হাঁটতে চাইছে না। তারা এখন অষ্টম বেতন কমিশন গঠন করবে না।
রাজ্যবাসী আরও বেশি বিনামূল্যে রেশন পাবেন। মোদী সরকারের বিরাট সুখবর। কোন কার্ডে কত পাবেন?
তবে কেন্দ্র সরকার এখন অষ্টম বেতন কমিশন গঠন না করলেও পেনশনভোগীদের জন্য এনপিএস প্রকল্প (NPS Scheme) করানোর আলোচনা চলছে। গত বাদল অধিবেশনে লোকসভায় অষ্টম বেতন কমিশনের বিষয়টি আলোচিত হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে অষ্টম বেতন কমিশন ঠিক সময় মত গঠন করা হবে যা ১লা জানুয়ারি ২০২৬ সাল থেকে কার্যকর হবে। অর্থাৎ এই দাবী এখন নস্যাৎ করে দিলেও ভোটের আগে ভোট কর্মীদের মন পেতে মোদীর চমক হিসাবে 8th Pay Commission বসবে না, সেকথা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বরং কানাঘুষো যখন শুরু হয়েছে, যা রটে তার কিছুতো ঘটে! এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written By Nupur Chattopadhyay.
দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই নিয়মে টাকা সঞ্চয় করুন।