Announcement of Holiday by Nabanna: বাঙালি এক উৎসব মুখর জাতি। তাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তবে সব পার্বণে-ই কি আর ছুটি পাওয়া সম্ভব? তাই অনেক সময় পুজো পার্বণে ছুটি না পাওয়ার কারণে আনন্দের পরিবেশ ম্লান হয়ে যায়। তবে এবার যাতে রাজ্যবাসীরা সমস্ত পার্বণ আনন্দের সাথে পালন করতে পারেন, সেই দিকেই বিশেষ উদ্যোগী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই বৈঠক বসেছিল নবান্নে।
নবান্নের তরফ থেকে রাজ্যে ছুটির ঘোষণা (Announcement of Holiday by Nabanna)
এবার থেকে করম পুজোতে সম্পূর্ণ ছুটি (Full Holiday) থাকবে রাজ্যের স্কুল ও কলেজ সহ সকল সরকারি দপ্তরে। এতদিন করম পুজো উপলক্ষে আংশিক ছুটি থাকত, তবে এবার থেকে রাজ্যবাসীদের কথা মাথায় রেখেই সম্পূর্ণ ছুটি (Full Holiday) ঘোষণা করেছে নবান্ন। আজ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে নবান্ন থেকে।
জানা যাচ্ছে ২৫ শে সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে স্কুল ও কলেজ সহ সকল সরকারি অফিস সম্পূর্ণ ছুটি থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম নির্বিশেষে সমস্ত উৎসবে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীদের। পশ্চিমবঙ্গ সর্বধর্ম আর সর্ব কর্মের মিলনস্থল।
আরোও পড়ুন » Bank Privatisation – বিক্রি হচ্ছে দেশের এই নামকরা সরকারি ব্যাংক। মহা চিন্তায় কোটি গ্রাহক।
করম পূজা বা করম পরব কি?
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় করম পুজোর চল রয়েছে। এই পুজোতে করম দেবতার উপাসনা করা হয়। পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওড়িশা ও মধ্যপ্রদেশেও এই উৎসব আনন্দ ও হুল্লোড়ে পালন করা হয়। করম দেবতা যুব ও যৌবনের পাশাপাশি শক্তির দেবতা। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই পুজো করে থাকেন।
প্রতিবছর ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে এই পুজো হয়। এই পুজোর প্রস্তুতি সাত দিন আগে থেকেই শুরু হয়ে যায়। এই পুজোর বিশেষ কেন্দ্রবিন্দু হল জাওয়া গান। এই উৎসবে জাওয়া গান গাওয়া হয়ে থাকে। আর রাতে চলে করম নাচ। এই পুজো ঘিরে যে উৎসবের সৃষ্টি হয় সেখানে আদিবাসীদের জঙ্গল কেন্দ্রিক জীবনধারা উঠে আসে।
১২ই সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছরের ২৫ শে সেপ্টেম্বর করম পুজো হবে। এদিন সরকারি কর্মীদের সম্পূর্ণ ছুটি ঘোষণা করেছে নবান্ন। আগে সেকশনাল ছুটি থাকলেও এবার থেকে তা পূর্ণাঙ্গ ছুটি (Full Holiday) ঘোষণা করেছে নবান্ন। ইতিমধ্যে এই ছুটির বিজ্ঞপ্তি নবান্ন কর্তৃক প্রকাশ পেয়েছে। মমতা ব্যানার্জি জানিয়েছেন এই রাজ্যে কাউকে বঞ্চিত করা হয় না। তাই ধর্ম নির্বিশেষে ছুটি ঘোষণার কথা জানিয়েছেন তিনি।
আরোও পড়ুন » RBI এর নতুন নিয়ম। ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনার টাকার কি হবে ? কিভাবে ও কত টাকা ফেরত পাবেন।