মোবাইল রিচার্জের দাম বৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। আর এরই মধ্যে মাত্র ১১ টাকার Airtel Recharge Plan চালু করে টাক লাগিয়ে দিলো। আর এর ফলে যাদের বেশি ডেটার প্রয়োজন, কিছুটা হলেও স্বস্তি মিললো।
Airtel Recharge Plan List after Tariff Hike
চলতি মাসেই ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি যেমন জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel), VI তাদের রিচার্জের ওপর অতিরিক্ত ট্যারিফ চালু করায় প্ল্যানের দাম বেড়ে গেছে। গ্রাহকদের এখন প্রতি রিচার্জ এর জন্য কমপক্ষে ৫০ থেকে ৬০ টাকা বেশি খরচ করতে হবে যা অনেকের পক্ষেই অসম্ভব। আর সেই কারণেই বর্তমানে সরকারি টেলিকম সংস্থা BSNL এর উপর ঝোঁক বেড়েছে মোবাইল ব্যবহারকারীদের।
তবে নিজের গ্ৰাহকদের হাতছাড়া না করতে এবার দুর্দান্ত পরিকল্পনা করল ভারতি এয়ারটেল। ১০০ টাকার কমে কিছু সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তারা। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ১১ টাকার প্ল্যান, যেখানে ১০ জিবি ডেটা পাচ্ছেন প্রতি গ্ৰাহক। এয়ারটেলের এই ১০০ টাকার কমের Airtel Recharge Plan গুলি কাদের জন্য? কোনটাতে কি সুবিধা? বিস্তারিত দেওয়া হল নীচের প্রতিবেদনেঃ
Airtel Recharge Plan List July 2024
এয়ারটেল রিচার্জ অফার
এয়ারটেলের ১১ টাকার রিচার্জ প্ল্যানঃ
এয়ারটেলের ১১ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা এক ঘন্টার জন্য আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে। তবে এই প্ল্যানে একটি FUP (Fair Usage Policy) লিমিট রয়েছে যা হলো ১০ জিবি। অর্থাৎ, গ্রাহকরা সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত ডেটা ১ ঘন্টার মধ্যে ব্যবহার করতে পারবে। যাদের হঠাৎ করে অনেক বেশি ডেটার প্রয়োজন হয়, তাদের জন্য এই প্ল্যানটি উপযোগী।
এয়ারটেলের ৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ
এয়ারটেলের ৪৯ টাকার মোবাইল রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে সারাদিন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তবে এই প্ল্যানের একটি FUP লিমিট রয়েছে যা হলো ২০ জিবি। অর্থাৎ, গ্রাহকরা ৪৯ টাকার এই রিচার্জ গ্রহণ করলে সারাদিনে সর্বোচ্চ ২০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবে।
এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যানঃ
৯৯ টাকার প্রি-পেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা টানা ২ দিন পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবে। তবে এই প্ল্যানেও একটি FUP লিমিট রয়েছে যা হলো ২০ জিবি। অর্থাৎ, এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা টানা দুই দিন পর্যন্ত সর্বোচ্চ ২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন, ১৯ টাকায় শুধু ১ মাসের ভ্যালিডিটি পাবেন, বিস্তারিত জানতে ক্লিক করুন।
তবে এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানগুলির সুবিধা পেতে হলে গ্রাহকদের অবশ্যই তাদের দৈনন্দিন রিচার্জ সক্রিয় রাখতে হবে, অর্থাৎ ভ্যালিডিটি থাকতে হবে। যেখানে আনলিমিটেড কলিং, SMS সহ অন্যান্য সুবিধাগুলি দেওয়া থাকে। এই রিচার্জ প্ল্যানগুলি গ্রহণ না করলে অর্থাৎ ভ্যালিডিটি না থাকলে উপরে উল্লিখিত Airtel Recharge প্ল্যানগুলির সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন, ১০০ টাকা দিলে ২০০ টাকা পাবেন। ১ লাখ দিলে ১ লাখ পাবেন।
এয়ারটেলের এই নতুন রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের জন্য কতটা সুবিধাজনক হবে তা সময় সাপেক্ষ, তবে টেলিকম সংস্থাটি গ্রাহকদের সুবিধা প্রদানের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তবে মনে রাখতে হবে দেশের সমস্ত গ্রাহক মাসে কমপক্ষে ১৯৯ টাকা রিচার্জ করার জন্য সকলের সামর্থ্য নেই। তাই সাধারণ পরিবারের জন্য নুন্যতম একটি রিচার্জ প্ল্যান রাখা উচিত বলে মনে হয়। এই বিষয়ে আপনার মতামত নীচে কমেন্ট করে জানাবেন।।
Written by Nabadip Saha.