প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কাইজারকে গৃহবন্দী করলো তালিবান। এছাড়া প্রাক্তন দুই প্রেসিডেন্ট কারজাই ও আব্দুল্লার নিরাপত্তা ও প্রত্যাহার করা হয়েছে। যদিও তারা দুজনেই তালিবান কে সরকার গঠন করার পক্ষে ছিলেন। অন্য দিকে তালিবানের উপর চাপ সৃষ্টি করতে আফগানিস্তান কে সমস্ত আর্থিক সাহায্য বন্ধ রাখার কথা ঘোষণা করল আন্তর্জাতিক আর্থিক তহবিল প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মতো মার্কিন সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক আফগান ব্যাংকের প্রায় 950 কোটি ডলার ফ্রিজ করে দেয়। অর্থাৎ তালিবানকে হাতে নয় ভাতে মারতে চাইছে আমেরিকা।