আফগান বুলেটিন – বিশেষ বিশেষ খবর একসাথে

@ হু হু করে বাড়ছে আফগানিস্তানে মৃতের সংখ্যা। ৭২থেকে বেড়ে ৯০ হয়ে গিয়েছে। এর মধ্যে আবার ১৩জন মার্কিন সেনা মারা গিয়েছেন। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালিবানদের হুঁশিয়ারি দিেয়ছেন তিনি। যাঁরা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। @ কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ হওয়ার পর জ বাইডেন জানিয়েছেন, আমরা খুঁজে বের করে মারব তোমাদের, এর মূল্য চোকাতেই হবে। এদিকে গতকাল রাতেই এই ঘটনার দায়ভার স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন আইসিস। ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের এক সূত্র মারফত খবর @ সন্ধ্যা ৬ টায় প্রথম বিস্ফোরণ ঘটে এয়ারপোর্টের কাছেই ব্যারন হোটেলের সামনে। এই হোটেলে দেশ ছাড়তে চাওয়া আফগানবাসীদের রাখা হয়েছিল। আফগানিস্তান থেকে যাঁরা বিমানে ব্রিটেনে যাবেন তাঁদের ওই হোটেলেই প্রস্তুত করছিলেন ব্রিটেনের সরকারি আধিকারিকেরা। পাহারায় ছিল আমেরিকার সেনাববাহিনীও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ব্যারন হোটেল থেকে গুলির আওয়াজও পাওয়া যায়। @ দ্বিতীয় বিস্ফোরণ হয় কিছুক্ষণ পরেই। কাবুল বিমানবন্দরের অনেকগুলি মূল ফটকের একটি, অ্যাবি গেটের সামনে। বিমানবন্দরে প্রবেশের জন্য সেখানেই অপেক্ষা করছিলেন জনতা। রিপোর্ট বলছে এয়ারপোর্টের পাঁচিলের কাছে একটি খাঁড়ির লাগোয়া রাস্তাতেই হয় দ্বিতীয় বিস্ফোরণ। জোড়ালো বিস্ফোরণে অপেক্ষারত আফগানদের উড়ে খাঁড়ির জলে গিয়ে পড়তেও দেখেন কেউ কেউ। @ কাবুলে বিস্ফোরণ নিয়ে একই সঙ্গে তালিবান আর পাকিস্তানকে কটাক্ষ করলেন পঞ্জশির উপত্যকার জনপ্রিয় নেতা আফগানিস্তানের তদারকি প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌। তাঁর টুইটে সালেহ্‌ পাকিস্তানকে বললেন তালিবদের ‘গুরু’ (মাস্টার) বা ‘মন্ত্রণাদাতা’। আর তালিবরা যে বৃহস্পতিবার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে তাদের যোগসাজশ থাকার কথা অস্বীকার করেছে, তাকেও তীব্র কটাক্ষ করলেন পঞ্জশিরের নেতা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment