স্কুল বন্ধ থাকলেও চলছে মিড ডে মিল এর সামগ্রী প্রদান। এবার থেকে প্রতিমাসে মিড ডে মিল এর সামগ্রী এর সাথে দিতে হবে Activity Task, Banglar Shiksha Web Portal এ আপলোড করা টাস্ক প্রতি মাসে অভিভাবকদের দিতে হবে। আর পরের মাসে সেই খাতা চেক করে গ্রেড দিতে হবে মাসিক ভিত্তিতে। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোট সাত মাসের গ্রেড দিয়ে তার গড় রেজাল্ট এর ভিত্তিতে ২০২১ সালের রেজাল্ট তৈরি হবে। শিক্ষকদের নির্দিষ্ট ফরম্যাটে সেই গ্রেড সংরক্ষণ করতে হবে। এবং শিক্ষা দপ্তরে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে। নীচের লিঙ্ক এ প্রেস করে ফরম্যাট টি ডাউনলোড করতে পারেন।