আধার কার্ড হারিয়ে গেলে কি করবেন

বর্তমানে প্রত্যেকটা মানুষের কাছে আধার কার্ড তাদের রেশনকার্ড কিংবা অন্যান্য কার্ডের থেকেও বেশি প্রয়োজনীয় জায়গা দখল করেছে । এখন কোনো কাজই আধার কার্ড ছাড়া হয়না সেটা আমরা সকলেই জানি । ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে শুরু করে স্কুল , কলেজ , কেরিয়ার সর্বত্র আধার কার্ডের রাজ । কিন্তু সেই মূল্যবান কার্ডটাই যদি আপনার হারিয়ে যায় কি করবেন তখন ? সেই নিয়েই জানিয়েছে বিস্তারিত UIDAI । তারা বলছে আধার কার্ড হারিয়ে গেলেও আপনি আপনার সর্বত্র কাজ চালাতে পারবেন । তার জন্য করতে হবে না আপনাকে কোনো ছুটোছুটি । UIDAI এর নতুন নিয়ম বলছে আধার কার্ড যতটা গুরুত্বপূর্ণ ততটাই E-Adhaar m-Adhaar এবং Aadhaar PVC card ততটাই গুরুত্বপূর্ণ । সুতরাং আপনার যদি আধার কার্ডের কোনো কাগজ থাকে আপনাকে ল্যামিনেট করা আধার কার্ড বা স্মার্ট আধার কার্ড নেওয়ার দরকার নেই । যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলেও আপনি বিনামূল্যে https://eaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে সেটি ডাউনলোড করে কাজ চালাতে পারবেন । তাই এখন থেকে আধার কার্ড হারিয়ে গেলেও চিন্তার কোনো কারন নেই বলেই UIDAI স্পষ্ট ভাবেই জানিয়েছেন ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment