Aadhaar Card ব্যবহার করে এই কাজ করলেই ১০ বছরের জেল হবে। এই ভুল করলেই শুধরে নিন

ভারতের নাগরিক অথচ আধার কার্ড (Aadhaar Card) নেই এমন মানুষ খুঁজলে হাতে গোনা কয়েক জন হয়তো পাওয়া যাবে। এদেশে থাকতে গেলে আধার কার্ড অপরিহার্য!! কারণ পরিচয়পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ বর্তমান কালে এটি। পড়াশোনা থেকে শুরু করে চাকরি, সরকারি প্রকল্প এমনকি মৃত্যু শংসাপত্র তৈরি, আধার কার্ড ছাড়া কোন সরকারি কাজই হয় না। সে কারণে বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের আধার কার্ড ব্যবহার করতে হয়।

UIDAI Aadhaar Card Update News.

এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে বর্তমানে ১৩০ কোটি মানুষের Aadhaar Card আছে। আর এই নথিপত্র ছাড়া এখন কোন মানুষের চলবে না। এমনকি ছোট বাচ্চাদের জন্য Blue Aadhaar Card করানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। নইলে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে যে কোন ধরণের স্কলারশিপ পাওয়া নিয়েও কোন না কোন সমস্যার সম্মুখীন হতে হয়।

আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম

কিন্তু এই Aadhaar Card যেমন সুবিধা জনক এবং সুরক্ষিত তেমনি এর একটি ছোট্ট ভুল আপনাকে জেল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আধার কার্ড ব্যবহারের সময় আপনি এই ভুল গুলো করেন না তো? তবে এখনই সাবধান হয়ে যাওয়ার সময়। নিজেকে বাঁচাতে চাইলে জেনে নিন আধার কার্ডের কোন কোন কাজ আইনত দণ্ডনীয় অপরাধ এবং কি শাস্তি হতে পারে এতে।

আধার কার্ডে যে ভুল করা অপরাধ

১. আধার কার্ড তৈরীর সময় ভুল বা নকল বায়োমেট্রিক নথিভূক্ত অপরাধ।
২. সেক্ষেত্রে আপনার তিন বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।
৩. সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। কোন ক্ষেত্রে দুটি শাস্তি একই সঙ্গে হতে পারে।
৪. আধার নম্বর বা বায়োমেট্রিক পরিবর্তনের সময় কেউ যদি অন্য কারোর নথিভুক্ত করা আধার নম্বর বা বায়োমেট্রিক ব্যবহার করেন সে ক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের জেল হতে পারে।

৫. এমন অনেক সংস্থা রয়েছে যে গুলো আধার কার্ড তৈরি বা Aadhaar Card Update করে দেওয়ার নামে সেটিকে নিয়ে অপকর্মে ব্যবহার করে।
৬. যদি এই দুর্নীতি ধরা পড়ে তবে সেই সংস্থা বা ব্যক্তির ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে।
৭. সেই সঙ্গে প্রয়োজনে তিন বছরের জেলও হতে পারে।

প্রভিডেন্ট ফান্ড বা Provident Fund, EPFO, EPF

৮. কোন সংস্থা বা ব্যক্তি যদি আপনার Aadhaar Card এর কোন তথ্য বিকৃত অথবা টেম্পারিং করে সেটিও আইনের চোখে অপরাধ।
৯. সেক্ষেত্রে ওই সংস্থা বা ব্যক্তিকে টানা ১০ বছরের কারাদণ্ডের সাজা দিতে পারে আদালত।
১০. সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও হতে পারে।

পশ্চিমবঙ্গের নাগরিকদের নতুন কার্ড দেওয়া হবে! Senior Citizen Card এ কি কি সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন?

তাই এখন থেকে Aadhaar Card ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সতর্ক হয়ে যান। নয়তো নিজে দুর্নীতি না করলেও অন্য কেউ জালিয়াতি করে আপনার ক্ষতি করে দেবে। আপনার কার্ড নিয়ে অন্যকেউ দুর্নীতি করার সুযোগ পাবে। কারণ মনে রাখবেন, আজ না হলেও সেই অপরাধ একদিন কিন্তু ধরা পড়বেই। আর সেই দিন আর শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে। এই নিয়ে নিজের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment