পড়ার পাশাপাশি পার্ট টাইম কাজ করে পড়া ও হাতখরচ চালাতে চাইলে Online Part Time Jobs for Students আর্টিকেল টি পুরোটা পড়বেন। আশাকরি এখানে উল্লেখিত এক বা একাধিক উপায় আপনার জন্য একটি দারুন সুযোগ এনে দিতে পারে। ছাত্রছাত্রী, গৃহিণী, বেকার ও যেকোনো ব্যাক্তি একটু সময় দিতে পারলে রোজগার করতে পারেন এই ছয়টি উপায়ে।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চাপ খুবই, একথা অস্বীকার করার উপায় নেই! তবে হাতে যদি একটু সময় থাকে, অর্থাৎ বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা বা ওটিটি প্ল্যাটফর্মে সময় কাটানো, এসবই একটু কম করে কিন্তু খুব সহজে রোজগার করতে পারে পড়ুয়ারা।
আজকের এই প্রতিবেদনে Part Time Jobs for Students এই রকমই কয়েকটি উপায়ের কথা জেনে নেব আমরা।
Part Time Jobs for Students and Others
এক – কনটেন্ট রাইটিং:
যে সমস্ত ছাত্র-ছাত্রীদের লিখতে পারেন বা লিখতে ভালোবাসেন , তারা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নানা রকম কন্টেন্ট লিখতে পারেন। বিভিন্ন কোম্পানিগুলি তাদের ওয়েবসাইট, ব্লগ এবং সোশ্যাল মিডিয়া পেজে এমন কনটেন্ট রাইটারদের নিয়োগ করে থাকে। শিক্ষার্থীদের দিনের সামান্য একটু সময় লেখালেখি করেই মাসে নূন্যতম ৫০০০ টাকা উপার্জন করতে পারেন এখানে। এই কাজটি রোজগারের পাশাপাশি শিক্ষার্থীদের লেখা দক্ষতাও বাড়তে থাকে।
আমাদের এই ওয়েবসাইটে ও আপনি কন্টেন্ট রাইটিং কিম্বা কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে পারেন। অভিজ্ঞতা থাকলে আর্টিকেলের নিচে আপনার বেসিক ডিটেইলস, ঠিকানা, ফোন নাম্বার ও অভিজ্ঞতা লিখে কমেন্ট করুন। আপনার কমেন্ট এর ব্যাক্তিগত তথ্য আমরা ছাড়া কেউ দেখতে পাবে না, অর্থাৎ গোপন থাকবে। আপনাকে আমাদের প্রতিনিধি ফোন করে নেবে।
দুই – টিউশন পড়ানো:
ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি সবথেকে ভালো ও সম্মানজনক পেশা হলো টিউশন করা। এটি অবশ্য বহুকাল আগে থেকেই বেশ প্রতিষ্ঠিত একটি পেশা।
এখানে আপনি আপনার পড়ার সাধ্যের মধ্যে থাকা ক্লাসের স্টুডেন্টদের পড়িয়ে (Part Time Jobs for Students) উপার্জন করতে পারবেন। এভাবে বেশ ভালো উপার্জন করা যায়। আজকাল অনলাইনে ও প্রচুর স্টুডেন্টস পাওয়া যায়। তাই ছাত্র খুঁজতে আপনাকে বেশি খাটতে (Online Part Time Jobs for Students) হবে না।
তিন – দক্ষতা কাজে লাগানো:
নিজের দক্ষতাকে কাজে লাগিয়েও আপনি রোজগার করতে পারেন। ধরুন আপনি ভালো গিটার বাজাতে পারেন বা ভালো ছবিও আঁকতে পারেন। সেক্ষেত্রে গিটারের কোচিং বা ড্রইংয়ের কোচিং খুলেও (Part Time Jobs for Students) আপনি স্বাচ্ছন্দ্যে উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে স্যোশাল মিডিয়া আপনাকে সাহায্য করবে।
চার – ফটোগ্রাফি:
শিক্ষার্থীদের অনেকেই খুব ভালো ছবি তোলেন। ছবির গুণগত মান ভালো হলে , সেই ছবি অনলাইনে বিক্রি করে মোটা টাকা রোজগার করা যায়।
Bandhan Bank এ চাকরির সুযোগ বেতন শুরু 15 হাজার থেকে, সময় খুব কম।
পাঁচ – কল সেন্টার কর্মী:
মূলত কোম্পানির গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত অভিযোগ শুনে সেগুলোর সমাধান করায় এই পেশার কাজ৷ এছাড়াও কোম্পানির বিভিন্ন পরিষেবা সম্পর্কে গ্রাহকদের জানানো, তাদেরকে ম্যানেজ করা ইত্যাদি কাজও করতে হয় এখানে। পড়াশোনার সাথেই ছাত্রছাত্রীরা এই কাজ করে সহজেই আত্মনির্ভর (Part Time Jobs for Students) হতে পারবেন।
অন্যদিকে বাড়বে যোগাযোগ করার দক্ষতাও।
ছয় – ফ্রিল্যান্সিং
বর্তমানে সারা বিশ্বে ফিল্যান্সিং বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ফিল্যান্সিং থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যায়। যে কোনো শিক্ষার্থী চাইলেই পড়াশোনার পাশাপাশি ফিল্যান্সিং করে আয় করতে পারেন। তবে ফিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে সবার প্রথমে অনলাইনের বেশ কিছু কাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। সাথে মার্কেটপ্লেসের কাজ সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে।
প্রতিদিন সহজ প্রশ্নের উত্তর দিয়ে অনলাইনে 500 টাকা রোজগার করুন, ছাত্র, বেকার, গৃহিণী
বর্তমানে মূলত Graphics design, webdesign, web development, video editing, mission graphics, ইত্যাদি বিষয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে। তাই এর মধ্যে যে কোনো একটি বিষয় ভালো করে শিখে নিলেই আপনি সহজে ভালো টাকা আয় (Part Time Jobs for Students) করতে পারবেন।
তাহলে আর দেরী কীসের! পড়ার পাশাপাশি শুরু করুন রোজগার। আর আমাদের সাথে কাজ করতে চাইলে নিচে সম্পূর্ণ তথ্য দিয়ে কমেন্ট করুন। অসম্পূর্ণ তথ্য থাকলে আপনার আবেদন গ্রাহ্য হবে না।
Written by Antara Banerjee.