আগামী সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে নতুন করে আবার আধার কার্ড ভোটার কার্ড লিংক (Aadhar Card Voter Card Link) করাতে হবে। আগে যারা লিংক করিয়েছেন তাদের আবার নতুন করে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে। কীভাবে বাড়িতে বসে সহজে লিঙ্ক করবেন, দেখে নিন।
ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড লিংকের প্রক্রিয়াকরণ ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে। যাদের এই কার্ডের লিঙ্ক করা আছে, তাদেরকেও আবার নতুন করে আধার ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের পরিচয় এবং ভোটার তালিকার প্রমাণীকরণের উদ্দেশ্যেই এই উদ্যোগ। আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।
সংসদ নির্বাচনী আইন (সংশোধনী) বিল পাশ হয়েছিল ২০২১ সালে। মূলত বিল পাশ হওয়ার পর থেকেই এই উদ্যোগ নেওয়া শুরু হয়। এই বিলের নিয়ম অনুযায়ী দেশবাসীর আধার ব্যবস্থার সঙ্গে ভোটার তালিকার ডেটা সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। যার জন্য বর্তমানে আধার কার্ড ভোটার কার্ড লিংক করা অনিবার্য।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই আধার কার্ড ভোটার কার্ড লিংক সংযুক্তিকরণের ফলে একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার কোনও ভোটারের রেজিস্ট্রেশন থাকলে, সেটা খুব সহজেই ধরে ফেলা যাবে। তবে, এখনও পর্যন্ত ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেনি কমিশন। এবং যারা এর আগে বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে লিংক করিয়েছেন, তাদের আবার আধার কার্ড ভোটার কার্ড লিংক করতে হবে।
আধার কার্ড ভোটার কার্ড লিংক
এবার জেনে নেওয়া যাক, কীভাবে খুব সহজেই আধার কার্ডের সাথে ভোটার আইডি যুক্ত করা যাবে।
১) প্রথমেই আপনাকে https://voterportal.eci.gov.in/ ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
২) এরপর, আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি বা ভোটার আইডি নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড দিন।
৩) রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম ইত্যাদি তথ্য প্রদান করুন।
৪) ডিটেলস পূরণ করার পর ‘সার্চ’-অপশনে ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে দেখাবে।
৫) এরপরে ‘ফিড আধার নং’ অপশনে ক্লিক করুন। এটি অপশনটি আপনি স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাবেন।
আরও পড়ুন, RBI এর নির্দেশে আরও একটি সরকারী ব্যাংক বাতিল হলো, গ্রাহকের টাকার কি হবে?
৬) উপরের অপশনে ক্লিক করলে একটি পপ-আপ পেজ খুলে যাবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, রেজিস্টারড মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেল দিতে হবে।
৭) সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার পুনরায় মিলিয়ে নেবেন। এরপর ‘সাবমিট’-এ ক্লিক করবেন।
৮) এখন স্ক্রিনে দেখাবে যে আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে।
ওয়েবসাইট ভিজিট ছাড়াও, SMS এর মাধ্যমেও এই আধার ভোটার লিঙ্কটি করা যাবে।
এক্ষেত্রে 166 বা 51969 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে।
মেসেজের ফরম্যাট হবে –
< Voter ID Number > < Aadhaar_Number >
প্রধানমন্ত্রী প্রত্যেক মেয়েদের 6000 টাকা করে দিচ্ছে। টাকা পেতে এখানে ক্লিক করুন
এছাড়াও, ফোন কলের মাধ্যমেও এই আইডি লিঙ্ক করা যায়। এর জন্য, শনি-রবি বাদে যে কোনওদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে 1950 নম্বরটি ডায়াল করতে হবে। এরপর নিজের ভোটার আইডির নম্বর এবং আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে হবে। তাছাড়া গ্রাহকের প্রতিটি ভোটদান কেন্দ্র বুথ ও ICDS কেন্দ্রে এই কাজ হবে।
আধার কার্ড ভোটার কার্ড লিংক বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
Written by Antara Banerjee.