আজ বুধবার কলকাতায় অপরিবর্তিত থাকলো পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল মঙ্গলবার সামান্য কমেছিলো পেট্রোল ও ডিজেলের মূল্য। পেট্রোল এর দাম 11 পয়সা কমে 101.82 টাকা হয়। এবং ডিজেলের দাম 15 পয়সা কমে হয় 91.98 টাকা। আজ 25.08.2021 সেই দাম অপরিবর্তিত থাকছে। প্রসঙ্গত গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই পেট্রোলিয়াম পণ্যের মূল্য কমবে। কিন্তু যতটা বেড়ে গেছে ততটা কি কমবে?