শেষপর্যন্ত পাস হল শুভেন্দুর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পর থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান। কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন ব্যাঙ্কের বেশ কয়েকজন ডিরেক্টর। মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। তাতে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু। অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান।