গ্রীন হাউজ ইফেক্ট খুব শীঘ্রই পৃথিবীর ধ্বংসের কারন হতে পারে, এমনটাই সতর্ক করলেন বিজ্ঞানীরা। গত সপ্তাহে এই প্রথম গ্রিনল্যান্ড এর উষ্ণতা হিমাঙ্কের উপরে পৌঁছেছে, এমনকি এমনকি নাতিশীতোষ্ণ এলাকার মত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত গ্রিনল্যান্ডে চারবার হিমাঙ্কের উপরে উষ্ণতা ছাড়িয়েছে। কিন্তু আসঙ্খ্যার কথা হল ২০১২ সালের পর থেকে তিনবার হিমাঙ্কের উপরে উষ্ণতা উঠেছে। যার ইঙ্গিত খুবি ভয়াবহ। এমনটা চলতে থাকলে এক দশকের মধ্যেই গ্রিনল্যান্ডের সিংহভাগ বরফ কয়েক দশকেই গলে যেতে পারে।যার ফল খুবই ভয়াবহ। ভারত বাংলাদেস অস্ট্রেলিয়ার মত সমুদ্র উপকূলবর্তী দেশ গুলোর বেশীরভাগই জলের নিচে চলে যাবে।