West Bengal Scholarship 2022 – এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করলেই পাবে এই ৫টি স্কলারশীপ।

West Bengal Scholarship 2022 – উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? সরকার আপনার পাশে। জেনে নিন এই ৫ টি স্কলারশিপের তথ্য।

পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকলেও এখন আর পড়াশোনা বন্ধ করার প্রয়োজন নেই। অনেকেই আছেন, পড়াশোনা ছাড়তে চান না (West Bengal Scholarship 2022). উচ্চশিক্ষার মাধ্যমে ভবিষ্যতে ভালো পদে চাকরি করতে চান। যাতে পরিবারের সদস্য বিশেষ করে মা বাবাকে সুখে শান্তিতে রাখা যায়। তাদের জন্য কার্যত স্কলারশিপের বন্দোবস্ত করা হয়। যাতে সেসব মেধাবি ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে, নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে ফর্ম পূরন করলেই পাওয়া যায় সেসব স্কলারশিপ। আজকে সেইসব স্কলারশিপ সম্পর্কে এই খবরের মাধ্যমে জানানো হবে।

সম্প্রতি শেষ হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ ও পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক মে মাসের শেষে এবং উচ্চ মাধ্যমিক চলতি বছরের জুন মাসের মাঝামাঝি পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে। ফলাফল প্রকাশের পর উচ্চশিক্ষা আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য অর্থ প্রয়োজন। এমন দুশ্চিন্তা যেমন একজন মেধাবি ছাত্র বা ছাত্রীর থাকে, তেমন একজন অভিভাবকেরও থাকে। তাই এই সমস্যার সমাধান হিসেবে স্কলারশিপের বন্দোবস্ত করা হয়। উচ্চমাধ্যমিক পাস করলে কোন কোন স্কলারশিপের (West Bengal Scholarship 2022) মাধ্যমে উচ্চশিক্ষা এগিয়ে যাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।

১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM
(West Bengal Scholarship 2022)
এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত একটি স্কলারশিপ। যেটি একাদশ, দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করে থাকে। তবে এই স্কলারশিপ পেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। সেগুলি হল-

১) একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পেতে হলে মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় ৭৫% নম্বর পেতে হবে। স্কলারশিপ হিসেবে বার্ষিক পাওয়া যাবে ১২,০০০ টাকা।
২) এছাড়া স্নাতক স্তরে এই বৃত্তি পেতে হলে উচ্চমাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। তবে স্নাতক স্তরে (সায়েন্স) – বার্ষিক ১৮,০০০ টাকা, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং- বার্ষিক ৬০,০০০ টাকা এবং আর্টস এবং কমার্স- বার্ষিক ১২,০০০ টাকা।
West Bengal Scholarship 2022

আজ থেকে বদলে গেল সব রিচার্জ প্লান, সব কোম্পানির রিচার্জের লিস্ট দেখুন।

৩) এই স্কলারশিপ স্নাতকোত্তর স্তরে পেতে হলে স্নাতক স্তরে কমপক্ষে ৫৩% নম্বর পেতে হবে। স্নাতকোত্তর স্তরে সায়েন্স- বার্ষিক ৩০,০০০ টাকা এবং আর্টস ও কামার্স- বার্ষিক ২৪,০০০ টাকা।
৪) গবেষনার ক্ষেত্রে নন- নেট এম. ফিল ও নন-নেট পিএইচডি করলে মাসিক ৫,০০০ টাকা এবং ৮,০০০ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। West Bengal Scholarship 2022
৫) এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা মানতেই হবে, পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন

২) ওয়েসিস (Oasis) স্কলারশিপ
রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত (SC বা ST বা OBC) গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। তবে পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। কত টাকা পাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।
West Bengal Scholarship 2022

প্রি-ম্যাট্রিক লেভেল
পশ্চিমবঙ্গের নবম-দশম শ্রেণীর SC/ST গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক ২,২৫০ টাকা-৮,৫০০ টাকা পাওয়া যাবে। West Bengal Scholarship 2022

পোস্ট-ম্যাট্রিক লেভেল
পশ্চিমবঙ্গের একাদশ-দ্বাদশ শ্রেণীর SC/ST/OBC গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক ২,৭৬০ টাকা-৯,০০০ টাকা পাওয়া যাবে। West Bengal Scholarship 2022

স্নাতক স্তরে
আর্টস বা কমার্স বা সায়েন্স- বার্ষিক ৩,৬০০ টাকা-৯,০০০ টাকা। স্নাতক (হোটেল ম্যানেজমেন্ট বা L.L.B বা ফার্মেসি, নার্সিং) বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা। West Bengal Scholarship 2022
স্নাতকোত্তর স্তরে
বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা। এছাড়া মেডিক্যাল/ইঞ্জজিনিয়ারিং/B.Sc (এগ্রিকালচার/এম.ফিল/পি এইচ ডি/LLM)- বার্ষিক ৬,৬০০ টাকা-১৪,৪০০ টাকা।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন

৩) কন্যাশ্রী প্রকল্প
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় যাতে বাঁধা সৃষ্টি না হয়, সেই জন্য স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে।
K1- রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়ে পাঠরত ছাত্র- ছাত্রীরা ১৩-১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়েরা K1 প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। West Bengal Scholarship 2022

তবে আবেদনকারীকে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। বার্ষিক বৃত্তি হিসেবে পাওয়া যাবে ৫০০ টাকা।
K2- রাজ্য সরকারের অধীনস্থ বা তার সমতূল্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত সকল অবিবাহিতা নারীরা এই ফর্ম পূরন করার মাধ্যমে বৃত্তি পেয়ে যাবেন। বার্ষিক বৃত্তি ২৫,০০০ টাকা (এককালীন)। West Bengal Scholarship 2022
K3- ১) স্নাতক স্তরে কমপক্ষে ৪৫% নম্বর নিয়ে পাস করতে হবে।

২) স্নাতকোত্তর স্তরে নিয়মিত বা রেগুলার কোর্সে ভর্তি হতে হবে। বার্ষিক (আর্টস এবং কমার্স)- ২৪,০০০ টাকা। সায়েন্স- ৩০,০০০ টাকা।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন

৪) নবান্ন স্কলারশিপ
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণী-স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়। তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই রাজ্যেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে।এছাড়া আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। West Bengal Scholarship 2022

১) পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে হতে হবে ।
২) একাদশ- দ্বাদশ শ্রেণীতে স্কলারশিপের জন্য দশম শ্রেণীতে কমপক্ষে ৫০%-৬০% নম্বর পেতে হবে।
৩) স্নাতক স্তরে স্কলারশিপের জন্য দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৫০%-৬০% নম্বর পেতে হবে।
৪) স্নাতকোত্তর স্তরে স্কলারশিপের জন্য স্নাতকস্তরে ৫০%-৫৩% নম্বর পেতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন
অ্যাপ্লিকেশন ফর্ম West Bengal Scholarship 2022

৫) ঐকশ্রী প্রকল্প
এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করা হয়। পশ্চিমবঙ্গের কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে মুসলিম, শিখ, জৈন,খ্রিস্টান, বৌদ্ধ ও পারসি – এই ছয়টি সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এছাড়া কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

১) পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে (প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দরকার নেই)।
২) পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ বা তার কম হতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন

ঊচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

এছাড়া পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন, সেগুলি হল-
West Bengal Scholarship 2022
১) জিপি বিড়লা স্কলারশিপ
২) জিন্দাল স্কলারশিপ
৩) রায়-মার্টিন স্কলারশিপ
৪) কলগেট স্কলারশিপ
৫) অনন্ত মেধা বৃত্তি
৬) প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ
Written by Manika Basak.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment