Summer Vacation West Bengal – পশ্চিমবঙ্গে গরমের ছুটি দেওয়া নিয়ে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ।
তীব্র গরমের করনে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে (Summer Vacation West Bengal) গত ২রা মে থেকে টানা দেড়মাস গরমের ছুটি দেয় রাজ্য সরকার। আর দীর্ঘ ২ বছর যেহেতু স্কুল কলেজ বন্ধ ছিলো, তাই এই মুহুর্তে স্কুল কলেজ বন্ধ করলে পড়াশোনার বিপুল ক্ষতি হবে, এবং বর্তমানে তাপমাত্রা কমেছে এই কারনে স্কুল খুলে দেওয়ার দাবীতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আর আজ সেই মামলার শুনানী ছিলো।
উক্ত মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে গরমের ছুটি (Summer Vacation West Bengal) দেওয়ার অর্ডার এবং কারন জানতে চেয়ে হলফনামা চাইলো। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, সেই কারন খতিয়ে দেখে আদালত তার সিদ্ধান্ত জানাবে। আগামী ১৯শে মে মামলাটির পরবর্তী শুনানী।
আজ কোলকাতা হাইকোর্টে মামলাকারী পক্ষের আইনজীবী জানান দীর্ঘ দুই বছর ধরে স্কুল কলেজ বন্ধ। পড়াশোনা হয়নি নিয়মিত। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে। তাছাড়া বর্তমানে আবহাওয়া স্কুল কলেজ খোলার অনুকূলে। তাই শীঘ্রই স্কুল কলেজ খুলে দেওয়া হোক। Summer Vacation West Bengal
এরপর আদালত রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দেয়। রাজ্যকে আগামী ১৯শে মে এর মধ্যে হাইকোর্টে হলফনামা পেশ করতে হবে। ১৯শে মে মামলার পরবর্তী শুনানী। Summer Vacation West Bengal
অর্থাৎ আপাতত ১৯শে মে পর্যন্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল কলেজ বন্ধই থাকবে। ১৯ শে মে আদালত যা সিদ্ধান্ত জানাবে তার উপর স্কুল খুলবে কিনা, নির্ভর করছে। Summer Vacation West Bengal
প্রসঙ্গত গরমের ছুটি ঘোষণার পরদিন থেকেই রাজ্যের তাপপ্রবাহ কমতে থাকে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অশনি ঘূর্ণিঝড়ের কারনেই এই তাপমাত্রা কমেছে, এরপর আবার তাপ্প্রবাহ আসতে পারে। কারন পশ্চিমবঙ্গে বর্ষা আসার সময় ৮ থেকে ১৪ই মে।
আরো পড়ুন, মাত্র ২০ টাকার কমে ৩০ দিনের ভ্যালিডিটি
এই মুহুর্তে স্কুল কলেজ খোলা নিয়ে আপনার কি মতামত, নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এদিকে আপাতত ১৯শে মে পর্যন্ত বন্ধই থাকছে স্কুল কলেজ। পরবর্তী আপডেট পেতে EK24 News এর সঙ্গে থাকুন।
প্রতিবেদক – বকলম
“গ্রীষ্মের ছুটি কমে গিয়ে 12 মে থেকে খুলছে স্কুল?” Viral পোস্ট
দুর্নীতি রুখতে নয়া ধাঁচে এবার শিক্ষক নিয়োগ পরীক্ষা, কি কি পরিবর্তন