HS Exam 2022 : পরীক্ষার নয়া রুটিনে পার্থক্য, মিলছে না পরীক্ষক ও পরীক্ষার্থীদের সূচি।
অতিমারীর আবহে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022) হোম সেন্টারেই আয়োজন করা হয়েছে। পরীক্ষার আগে সময় সূচি বদল নিয়ে পরীক্ষার্থীদের অভিভাবককে সকলের মনেই দুশ্চিন্তা ছিল। এরপর প্রকাশিত হয় নয়া সূচী।
কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022) শুরুর আগে সময়সূচির বদল ঘটানো হলেও মিললো না পরীক্ষার্থী এবং পরীক্ষকের সূচি। তবে কি নতুন রুটিন প্রকাশ করলেও শিক্ষা সংসদ ভুলে গিয়েছে সেই রুটিন? এই মুহূর্তে পরীক্ষার রুটিন নিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে।
গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতবছর পরীক্ষা নেওয়া যায়নি তাই এই বছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। যে জেইই মেইন (JEE Main) এবং রাজ্যের ২ কেন্দ্রের উপনির্বাচনের জেরে বদলানো হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ১৬ এপ্রিল এবং ২২ এপ্রিল এবছরের উচ্চমাধ্যমিকের নতুন রুটিনের সঙ্গে পরীক্ষার্থী এবং পরীক্ষাকে সূচি মিলল না। আগামী ১৬ এপ্রিল উচ্চমাধ্যমিকের ইতিহাস, অংক, এনথ্রপলজি, সাইকোলজি এবং এগ্রোনোমি পরীক্ষা। এছাড়াও গত বাইশে এপ্রিল নিউট্রিশন, ফিজিক্স, এডুকেশন, একাউন্টান্সির পরীক্ষা থাকছে।
আরও পড়ুন, BSNL Recharge Plan 2022 – বিএসএনএলের ধামাকা অফার! মাত্র ১৬ টাকায় সারামাস
প্রসঙ্গত ১৬ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা (HS Exam 2022) থাকলেও ঐদিন প্রধান পরীক্ষকের সঙ্গে অন্যান্য পরীক্ষকের একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐদিন পরীক্ষকরা যদি নিজেদের সূচি মেলান তবে প্রায় ৬২ হাজার পরীক্ষকের সঙ্গে প্রধান পরীক্ষকও উপস্থিত হতে পারবেন না পরীক্ষা কেন্দ্রগুলিতে।
অর্থাৎ এইমুহুর্তে পরীক্ষার রুটিন বদলাতে হবে নতুবা বৈঠকের দিন বদলাতে হবে (HS Exam 2022)। একই দিনে দুটো কার্যক্রম কার্যত অসম্ভব। আর নতুন কোনও নির্দেশিকা না আশায় চরম বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকেরা। কারন তারা না থাকলে পরীক্ষা হবে কি করে?
আরও পড়ুন, মাধ্যমিকের খাতা দেখে বেহুশ শিক্ষক, পাস করার জন্য একি লিখেছে দেখুন।
এছাড়া ২২ এপ্রিল পরীক্ষকদের পরীক্ষার উত্তরপত্রে প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছিল। ওই দিন যেহেতু উচ্চমাধ্যমিকের পরীক্ষা (HS Exam 2022) রয়েছে, এ নিয়ে বিতর্ক উঠলে শিক্ষা সংসদের একজন আধিকারিক সংবাদমাধ্যমের কাছে বক্তব্যে জানান, পরীক্ষা থাকার কারণে পরীক্ষকদের সূচিতে সেই দিনগুলির বদল ঘটানো হবে।
সুতরাং সংসদের দেওয়া নির্দেশিকা এবং পরীক্ষার নয়া রুটিনের পার্থক্য রয়েছে। এবার কি হবে? রুটিন বদলাবে, নাকি মিটিঙ্গের দিন বদলাবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। আর পরীক্ষা নিয়ে বার বার বাধা পরীক্ষার্থীদের মানসিক অবস্থা আরও খারাপ হচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।