Business Startup Ideas – যেকোনো ব্যাবসা স্টার্ট আপের জন্য কোন ব্যাংক সবচেয়ে কম সুদে লোন দিচ্ছে।
অতিমারি অবস্থাতে চাকরি পাওয়া খুবই দুঃস্কর হয়ে উঠেছে (Business Startup Ideas)। আবার তার উপর চাকরির নিশ্চয়তা দিন দিন কমছে। মানুষ এই অবস্থায় নিজের ওপর আস্থা রেখে স্টার্ট আপ, ব্যাবসার দিকে ঝুঁকছে। কিন্তু কোনো ব্যাবসা শুরু করলে দরকার পুঁজি আর সমস্যা অধিকাংশ ব্যাক্তির সেখানে।
যদিও বর্তমানে একাধিক ব্যাঙ্ক অতি স্বল্প সুদে লোন দিচ্ছে। রেপো রেটের হারও পরিস্থিতির কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংক সুদের হারও অনেক কম রেখেছে। এবার ব্যাবসা শুরুর (Business Startup Ideas) আগে এক নজরে দেখে নেওয়া যাক লোন পেতে গেলে কোন কোন ব্যাংকের কি নিয়ম এবং সুদের হার কেমন।
স্টেট ব্যাঙ্ক (State Bank Of India)
দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক কিন্তু এই বিষয়ে যেকোনো ব্যাঙ্ক এর চেয়ে বেশী সুবিধা দেয়। পাঁচ বছরের মেয়াদে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার জন্য ১১.২ শতাংশ হারে সুদ দেয় এই ব্যাঙ্ক। তবে এক্ষেত্রে আপনার প্রসেসিং ফি একটু বেশি দিতে হয়। দু থেকে তিন শতাংশ হারে প্রসেসিং ফি দিতে হতে পারে। কিন্তু তাও এখানে অনেকে আসে কারণ সুদটা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেক কম। তবে ষ্টেট ব্যাংকে লোন আপ্রুভাল প্রসেসটা কিন্তু বেশী কড়াকড়ি।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক (HDFC Bank)
এবার আসা যাক দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই মার্চ থেকে ১৬ শতাংশ হারে ঋণ দিচ্ছে । সুদের সময় আপনি নিজের দরকার মতো করতে পারবেন। ৬ থেকে ৪৮ মাসের জন্য সর্বোচ্চ ৭৫ টাকা ঋণ দিচ্ছে এইচডিএফসি। প্রসেসিং ফি বাবদ ৪৯৯ টাকা কেটে নেওয়া হয়। Business Startup Ideas
রেপো রেট কম বলে সুদের হার খুচরো ঋণের জন্যও কমে এসেছে। কিন্তু লোন করার আগে আপনার সুদের হার, সুদের মেয়াদ, প্রসেসিং ফি, আইটির শর্ত, লেনদেন ড্রাফট নিয়ে সম্পূর্ণভাবে জেনে নেবেন। Business Startup Ideas
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
এই ব্যাঙ্কে লোন নেওয়ার আগে আপনার ব্যাবসার বিষয়ে তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। লোন আপ্রুভ হলে এই ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত লোন আপনি পেতে পারেন। ১২ থেকে ৩৬ মাস আপনার কাছে সময় লোন শোধ করবার। সুদের হার ১৫ শতাংশই। তবে সবটাই কিন্তু নির্ভর করছে আপনি কি ব্যাবসা (Business Startup Ideas) করবেন, আপনার কি কি ডকুমেন্টস আছে সেইসমস্ত বিষয়ের উপর।
আরও পড়ুন, সরকারী সাহায্য নিয়ে বাড়িতে বসে সবচেয়ে লাভজনক ব্যাবসা
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)
এই ব্যাঙ্ক সুদের হার সামান্য বেশি। ব্যাবসায়ের জন্য ১৬ শতাংশ সুদ ধার্য করা হয়েছে। আবেদন করলে এই ব্যাংক থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি পেতে পারেন। পরিশোধের সময়টা খুবই গুরুত্বপূর্ণ ৬ থেকে ৪৮ মাস।
সর্বশেষে একটি কথা বলাই বাহুল্য যে যেকোনো ব্যাবসা শুরুর (Business Startup Ideas) আগে বর্তমানে মার্কেটে চাহিদা কেমন, লোন পরিশোধ করতে পারবেন কিনা। লসের সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত দিকে চিন্তা ভাবনা করে তবেই এগোবেন।
কিভাবে বিনামূল্যে আধার এনরোলমেন্ট সেন্টার ফ্রাঞ্চাইজি খুলে রোজগার করবেন।