Bank Fraud Message – ক্লিক করলেই একাউন্ট ফাঁকা, দেখুন কোন কোন মেসেজ ওপেন করবেন না।

Bank Fraud Mesaage – ভুয়ো মেসেজ থেকে সতর্ক করলো ব্যাংক।

আজকাল ইন্টারনেট এর সহজলভ্যতার সাথে সাথে ব্যাংক জালিয়াতির পরিমান (Bank Fraud Message) ও বেড়েছে। আর কোনো অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ আপনার ব্যাংক একাউন্ট ব্যাল্যান্স এক সেকেন্ডেই ফাঁকা করে দিতে পারে। আর কোন কোন ধরণের মেসেজ কে এড়িয়ে চলতে হবে, কোন ফোন রিসিভ করলে সতর্ক থাকতে হবে, সেই সম্পর্কে রিজার্ভ ব্যাংক এর তরফে এবং ষ্টেট ব্যাংক ও নির্দেশিকা জারি করেছে। আসুন দেখে নেওয়া যাক।

ফ্রি ক্রেডিট কার্ড মেসেজ:

ফ্রি ক্রেডিট কার্ড সংক্রান্ত sms, email কিংবা whattsapp মেসেজ (Bank Fraud Message) এলে সেই লিংকে ক্লিক করবেন না। কারণ ব্যাংক অফিসিয়ালি এইরকম অফার sms এর মাধ্যমে পাঠায় না। এই লিংকে ক্লিক করলে আপনার অজান্তেই একটি পেমেন্ট গেটওয়ে ফর্ম ফিলাপ হয়ে যেতে পারে।

ভিজুয়ালি আপনি অন্য কিছু দেখবেন, কিন্তু অন্য কিছুতে একসেস দিয়ে দেবেন। ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকের সেলস টিম আপনাকে কল করতে পারে, তবে ব্যাংকে না গিয়ে কোনো অফিসিয়াল কাজ করবেন না।

ফ্রি লোন অফার:

ফ্রি লোন, পার্সলান লোন সংক্রান্ত অফার সম্পর্কিত মেসেজে ক্লিক (Bank Fraud Message) করবেন না। মনে রাখবেন লোকে বার বার ব্যাংকে গিয়ে ও লোন পাচ্ছে না। সেখানে কিছু না জেনে আপনাকে ফ্রিতে লোন দিয়ে দিচ্ছে! এখানে নিশ্চয়ই কিছু ঘাপলা আছে।

আধার লিংক:

অনেক জালিয়াত রা ব্যাংক একাউন্ট এবং আধার লিংক করার নামে পেমেন্ট গেটওয়ে বানিয়ে otp পাঠায়। যার জন্য otp এলে সাধারণ মানুষ বুঝতে পারেন না, আর otp দিলেই টাকা কেটে যায়। ওই মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। (Bank Fraud Message)

KYC আপডেট:

KYC আপডেট করার নামে ব্যাংক থেকে ফোন করেছে, এই অজুহাত দেখিয়ে বিভিন্ন ডেটা চায়। আর এদের মধ্যে একটি চক্র কোনো ভাবে ব্যাংক থেকে কিছু ডেটা সংগ্রহ করে, তাতে নাম, কোন ব্যাংকে একাউন্ট প্রভৃতি জানতে পারে। আর এরপর গ্রাহক বিশ্বাস করে তথ্য প্রদান করতেই একটি লিংকে প্রেস করে এপ্রুভ করতে বলা হয়। আর ক্লিক করলেই একাউন্টের টাকা গায়েব। Bank Fraud Message

ব্যাঙ্কের নামে মেসেজ এসে লোকদের থেকে টাকা নিয়ে নেওয়ার ঘটনা আজকের দিনে অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে এবার নড়েচড়ে বসতে হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। স্টেট ব্যাঙ্ক থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সতর্ক করেছে এ বিষয়ে গ্রাহকদের। Bank Fraud Message

তারা যেন কোনো খোঁজ খবর ছাড়া কোনো লিঙ্কে ক্লিক না করে। এখন প্রতারণার নতুন পথ E KYC। বিভিন্ন গ্রাহকের কাছেই এ বিষয়ে কিছুদিন আগে ডেবিট কার্ড নিয়ে ফোন করা, ব্যাঙ্ক ডিটেলস জানতে চাওয়া এসবের বিভিন্ন চক্র কাজ করত। Bank Fraud Message

প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পান ১০ লাখ টাকা, পোষ্ট অফিসের নয়া স্কীম।

ঠিক তেমনভাবেই এখন ব্যাঙ্কের ডিটেলস জানতে চাওয়া KYC এর মাধ্যমে অত্যন্ত প্রচলিত ফ্রড কেস হয়ে উঠেছে। ব্যাঙ্ক তাই গ্রাহকদের বলছে কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক না করতে। এর ফলে অ্যাকাউন্টের পুরো টাকাই চলে যেতে পারে। Bank Fraud Message

সুতরাং ব্যাংক এবার অফিসিয়ালি জানিয়ে দিল কোন কোন মেসেজে ক্লিক না করতে কিংবা এড়িয়ে কতে। তাই নিজের সুরক্ষার জন্য এই সংক্রান্ত কোনো ফোন এলে তাকে কোনো তথ্য দেবেন না। আপনার সুরক্ষা আপনার কাছে। আরো এই ধরণের তথ্য পেতে EK24 NEWS এর সঙ্গে থাকুন

এই মাসে আট দিন ধরে রাজ্য জুড়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

 সাধারন মানুষ পোষ্ট অফিসে এই স্কীমে টাকা রাখলে সবচেয়ে বেশী লাভবান হবেন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment