LIC IPO Share – এলআইসি শেয়ারে বিনিয়োগের আগে এই বিষয় গুলো জানা প্রয়োজন।
আমরা সকলেই ভারতের বৃহত্তম বীমা কোম্পানি LIC-এর বর্তমান খবর (LIC IPO Share) সম্পর্কে অবগত। আপনি যদি লগ্নীকারীদের মধ্যে একজন হয়ে থাকেন বা LIC IPO তে লগ্নী করতে ইচ্ছুক হয়ে থাকেন থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন টি আপনার জন্য (LIC IPO New Update)।
প্রত্যাশিতভাবেই SEBI গত সপ্তাহে LIC IPO এর খসরার নথি (Draft Documents) প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু চিন্তার অবসান হয়েছে। কিভাবে সবকিছু নিয়ম অনুযায়ী হবে, লগ্নীকারীরা কি কি ভাবে লগ্নি করতে পারবেন এবং কি কি সীমাবদ্ধতা থাকবে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত বলে একটি তালিকা তৈরি করেছে ভারতের বৃহত্তম বীমা কোম্পানি LIC। খসরা অনুযায়ী মোট পরিমান : ৩১৬,২৪৯,৮৮৫ ইকুইটি শেয়ার এবং মোট দুই ধরনের রিজার্ভেশন রাখা হয়েছে যা এমপ্লয়িদের জন্য এবং পলিসি হোল্ডারদের জন্য ৯LIC IPO Share)।
রিজার্ভেশন : ৫ শতাংশের বেশি নয় (পোস্ট অফার) পলিসি হোল্ডারদের ক্ষেত্রে
ফেস ভ্যালু : প্রতি শেয়ার ১০ টাকা
অ্যালটমেন্ট লট : ন্যূনতম একটি শেয়ার।
১) এই কোম্পানীর সাধারণ ‘এলিজেবল’ গ্রাহক বা কর্মী যারা আছেন তাঁদের ‘বিড অ্যামাউন্ট’ দুই লক্ষ টাকার উর্ধ্বে হবে না। তাঁদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকা আবশ্যক এবং কোনও লক-ইন নেই। মানে, অ্যালটমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি করা যাবে। ডিম্যাট অ্যাকাউন্টে (যদি জয়েন্ট হয়) প্রথম অ্যাপ্লিক্যান্ট এর নামটিতে প্যান নম্বর পলিসি রেকর্ডে আপডেট থাকা আবশ্যক।
২) জয়েন্ট বিডের ক্ষেত্রে জানানো হয়েছে যেকোনো একজন ইস্যু করতে পারবেন। অর্থাৎ স্বামী এবং স্ত্রীয়ের জয়েন্ট পলিসি থাকলে কেবল একজনই ইস্যু করতে পারবেন। LIC IPO Share
ধরে নিন, আপনার বাচ্চার পলিসির জন্য আপনিই ‘প্রপোজার’। সেক্ষেত্রে আপনি যেহেতু পলিসির মালিক, আপনিই এলিজিবল হবেন এই ইস্যুর রিজার্ভেশনে। LIC IPO Share
আরও পড়ুন, এই নিয়ম মেনে বিনিয়োগ করলে পাবেন অল্প বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা
৩) পলিসি হোল্ডারের মৃত স্বামী/স্ত্রীর যিনি পলিসিহোল্ডার ছিলেন তার জীবন বিমার জন্য অ্যানুইটি পাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন না, কারণ এখানে আপনি ‘বেনিফিসিয়ারি’ মাত্র। LIC IPO Share
হোলি বাম্পার, মাত্র ১০৬ টাকা রিচার্জে ৩ মাসের ভ্যালিডিটি, আনলিমিটেড
অল্প অল্প করে জমিয়ে, টাকা দ্বিগুন করার, পোষ্ট অফিসের সেরা প্ল্যান।