G-mail Rules: এবারে জিমেইল (Gmail Account) নিয়ে এলো এক অভিনব নিয়ম , দুটো ডিভাইসে একসাথে চলবে না একই জিমেইল অ্যাকাউন্ট!
অন্যতম জনপ্রিয় বার্তা প্রদানকারী অ্যাপ্লিকেশন জিমেইল (Gmail Account) সম্প্রতি নিয়ে আসতে চলেছে এক অভিনব নিয়ম। গুগলের এই জিমেইল (G-mail) অ্যাপ্লিকেশনটি এইবার থেকে ল্যাপটপ এবং ফোন দুটো ডিভাইসে একইসঙ্গে নোটিফিকেশন পাঠাবে না। এই নতুন নিয়মের ব্যাপারে বিস্তারিত জেনে নিন.
এবারে ইউজারদের জন্য অপশন থাকবে গুগোল এর পক্ষ থেকে। যখন ল্যাপটপের জিমেইল (Gmail Account) ওপেন করা থাকবে তখন তাদের নোটিফিকেশন ফোনের জিমেইল এ যাবে না , আবার ফোনে ওপেন করা থাকলে সেটি ল্যাপটপের জিমেইল একাউন্টে নোটিফিকেশন যাবে না।
Jio Recharge Plan 2022 – এবার Jio গ্রাহকদেরদের মুখে ফুটবে চওড়া হাসি।
গুগলের জিমেইল অ্যাপ্লিকেশনে এবারে আপডেট হতে চলেছে এক অভিনব নিয়ম (Gmail Account), গুগলের ৯ টু ৫ (9to5) রিপোর্ট অনুযায়ী জিমেইলে পোজ নোটিফিকেশন অপশনটি (Pause Notification Option) চালু হতে চলেছে। এই অপশনটি মূলত অ্যান্ড্রয়েডের জন্য চালু করা হচ্ছে। যখন ইউজাররা ডেস্কটপ অথবা ল্যাপটপ এ জিমেইল অ্যাক্টিভ রাখবে তখন মোবাইলে অ্যাক্টিভ থাকা যাবে না এই অপশনের মাধ্যমে।
কিন্তু এখনও এই অভিনব নিয়মের ব্যাপারে (Gmail Account) অফিসিয়ালি কোনোরকম ঘোষণা হয়নি। একটি রিপোর্ট অনুযায়ী এই তথ্য পাওয়া যায়, তবে এই অপশনটি লঞ্চ করার সমস্ত রকম প্রস্তুতি চালু হয়ে গেছে খুব শীঘ্রই এই নতুন আপডেট আসতে চলেছে গুগলের জিমেইল এর ক্ষেত্রে।
গুগলের জিমেইলের এই নতুন পোজ নোটিফিকেশন ( Pause Notification ) ইউজাররা ব্যবহার করতে পারবে যখন একই জিমেইল অ্যাকাউন্ট ডেস্কটপ অথবা ল্যাপটপে খোলা থাকবে এবং একই সঙ্গে মোবাইল ফোনে ও খোলা থাকবে। সেই ক্ষেত্রে মোবাইলে জিমেইলের (Gmail Account) এই পোজ নোটিফিকেশন অপশন টি ক্লিক করলে ল্যাপটপ অথবা ডেস্কটপে জিমেইল এ অ্যাক্টিভ থাকার সময় সেই নোটিফিকেশন মোবাইল ফোনে আসবে না।
এই নতুন নোটিফিকেশনটি ব্যবহার করতে হলে সর্বপ্রথম ক্লিক করতে হবে জিমেইলের কন্টিনিউ অপশনে এরপর দেখা যাবে একটি প্রম্পট পম্প যেটির মাধ্যমে ইউজারদের কাছ থেকে অনুমতি নেওয়া হবে যখন অন্য কোন ডিভাইসে অ্যাক্টিভ থাকার সময় মোবাইলে নতুন নোটিফিকেশন বন্ধ রাখতে ইচ্ছুক নাকি , যদি ইউজার নোটিফিকেশন মোবাইলে বন্ধ রাখতে চায় তাহলে তাহলে এই পোজ অপশন টি ক্লিক করলেই এই সুবিধাটি পেয়ে যাবেন।