WB School Reopen – ১৬ই ফেব্রুয়ারী থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, ICDS, উচ্চ প্রাথমিক স্কুল, রাজ্যের বিজ্ঞপ্তি।

WB School Reopen – আগামী বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক থেকে সমস্ত স্কুল।

অবশেষে প্রায় দু’বছর পর আগামী বুধবার থেকে রাজ্যে খুলতে (WB School Reopen) চলেছে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুলও। খুলছে সমস্ত ICDS অঙ্গনওয়ারি কেন্দ্রও। আগামী ১৬ ফেব্রুয়ারি এই নিয়ে শিক্ষা দপ্তর থেকে আলাদা নোটিফিকেশন করা হবে বলেও জানা যাচ্ছে।

এর পাশাপাশি, রাতের কার্ফুর বিধি নিষেধও শিথিল হল। রাত ১১ টা থেকে বাড়িয়ে এবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধি। তবে জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। WB School Reopen

পুরনো ১০ পয়সা ও ২৫ পয়সার কয়েন বিক্রি করে পাবেন লাখ টাকা, কোথায় বেচবেন দেখুন

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই রাজ্যে কমেছে সংক্রমনের মাত্রা, সেই কারণে চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও  উচ্চপ্রাথমিক স্কুলগুলি খুলে (WB School Reopen) দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই খোলা (WB School Reopen) হচ্ছে সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ (Primary schools), খুলছে ICDS অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। আজ নয়া অতিমারী গাইডলাইন জারি করে এ কথা জানালো নবান্ন।

তবে কঠোর বিধি মেনে তবেই স্কুলে প্রবেশের অনুমতি পাবে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। তবে সমস্ত শিক্ষকদের আগের মতোই প্রতিদিন স্কুলে আসতে হবে।

সেই সাথে পাড়ায় শিক্ষালয় (Paray Shikshalay) কন্সেপ্ট টা আর থাকছেনা। তবে পাড়ায় শিক্ষালয় অ্যাপ এ পড়াশোনা চলবে। এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বিধিনিষেধ কমলেও বাইরে বেরোলে মাস্ক বাধ্যতামূলক। WB School Reopen

 আরও বিস্তারিত আপডেট আসছে। আপনার কি মনে হয়, এই মুহূর্তে প্রাইমারী এবং অঙ্গনওয়াড়ী স্কুল খুলে দেওয়াকে আপনি সমর্থন করেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মন্তব্য মূল্যবান।

আরও পড়ুন, ফের কমলো ব্যাংকে সুদের হার, কিভাবে বাঁচবে সাধারন মানুষ?

৩১শে মার্চ পর্যন্ত আনলিমিটেড ফ্রি পাবেন BSNL এ

অবশেষে প্রাইমারী ও হাইস্কুল টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment