২০২১-২২ শিক্ষাবর্ষ নিয়ে একগুচ্ছ ঘোষণা রাজ্য ও কেন্দ্রীয় বোর্ডের। করোনা আবহে নতুন সিদ্ধান্ত ঘোষণা আইসিএসই-র ICSE। ২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি বোর্ড পরীক্ষা হবে। আইসিএসই ও আইএসসি পরীক্ষা দুটি সিমেস্টারে হবে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে, অনলাইনে। দ্বিতীয় পরীক্ষা হবে মার্চ মাসে বা এপ্রিলে। করোনা পরিস্থিতি মেনে সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই পরীক্ষাটি কোন মাধ্যমে নেওয়া হবে। প্রতিটি সিমেস্টারে থাকবে ৫০ শতাংশ সিলেবাস। স্কুলের প্রশ্নে হবে নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এদিকে, কাটছাঁট সিলেবাসেই হবে ২০২২ সালের উচ্চমাধ্যমিক। একাদশের বার্ষিক পরীক্ষা হবে কমানো সিলেবাসে, করোনা আবহে ঘোষণা করল রাজ্য এবং দিল্লি বোর্ড।