Facebook Loss Today – চরম আর্থিক ক্ষতির মুখে ফেসবুক।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থার আর্থিক ক্ষতির (Facebook Loss Today) পরিমান শুনলে আপনার চোখ কপালে উঠবে। অন্যদিকে বিপুল ধস ফেসবুকের জনপ্রিয়তায়ও। আর এইভাবে চলতে থাকলে, অরকুটের মতো বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক।
সংবাদ সুত্রে জানা গেছে, বিগত ৬ মাসে প্রায় ১০ লক্ষ ইউজার খোয়ালো মার্ক জুকারবার্গের সংস্থা। বিপুল ক্ষতির মুখে (Facebook Loss Today) ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা। অন্যদিকে শেয়ার বাজারে ভয়াবহ হারে কমেছে ফেসবুকের শেয়ার ও। ফলশ্রুতিতে গত ৭ বছরে এই প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকে বাদ পড়ল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নাম।
ইতিমধ্যেই ফেসবুক স্বীকার করেছে, গত দুই ত্রৈমাসিকে ১০ লক্ষ মানুষ ফেসবুক ছেড়েছেন। যার জন্য ফেসবুকের আয় কমেছে প্রায় ৮%। শুধু তাই নয় শেয়ার বাজারেও রাতারাতি ২২% হ্রাস পেয়েছে ফেসবুকের শেয়ার মুল্য। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ১৯৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে গত ২৪ ঘন্টায়। ভারতীয় টাকায় যার মুল্য প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা (Facebook Loss Today)।
যার ফলে এক ধাক্কায় কার্যত বেসামাল (Facebook Loss Today) ফেসবুক সহ মার্ক জুকারবার্গও। একরাতেই তাঁর সম্পদহানি হয়েছে ২৮৬০ কোটি মার্কিন ডলারের। মাত্র ২৪ ঘন্টা আগেও যার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ১২০৬০ কোটি ডলার, কিন্তু মাত্র ২৪ ঘন্টায় তা কমে হয়েছে ৯২০০ কোটি ডলার। যার কারনেই ২০১৫ সালের পর থেকে এই প্রথম পৃথিবীর সবচেয়ে ধনী দশ ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়লেন মার্ক জুকারবার্গ।
কেন কমেছে ফেসবুকের জনপ্রিয়তা?
ফেসবুকের দাবি, প্রতিযোগিতার বাজারে অন্যান্য অ্যাপ গুলি ফেসবুকের ইউজার টানছে। একই সঙ্গে ফেসবুকের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে ওই অ্যাপগুলি। এই বিপুল ধসের (Facebook Loss Today) জন্য টিকটকের নামও উল্লেখ করেছে ফেসবুক।
এই ধস (Facebook Loss Today) কি সামলাতে পারবে ফেসবুক? নাকি অরকুটের মতো হারিয়ে যাবে। যেখানে অরকুট ছিলো ফেসবুকের আগে, গুগলের একমাত্র স্যোসাল মিডিয়া। আপনার মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন।
গুগলে এই জিনিস সার্চ করলেই আপনার একাউন্ট ফাঁকা, জানতে ক্লিক করুন
৯০% সরকারি ভর্তুকি সাহায্য নিয়ে দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লাখ লাখ টাকা করুন