New Bank Rules – বন্ধ হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা, নয়া নিয়ম জারি।
বছরের শুরুতেই একাধিক নতুন নিয়ম (New Bank Rules) করে ব্যাঙ্কিং পরিষেবাকে অনেকটাই নয়া মোড়কে এনে দিয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India)। কিন্তু আখেরে খরচ বৃদ্ধি হচ্ছেন গ্রাহকের। প্রথমত যে এসএমএস এলার্ট এর জন্য ১৭ টাকা করে কাটে সেই এসএমএস ঠিক মতো আসে না। দ্বিতীয়ত প্রতিটি ব্যাংকের মিনিমাম ব্যালেন্স বাড়িয়ে উলটো দিকে সেভিংস একাউন্টে সুদের হার কমানোয় কার্যত আরও বিপদে পড়েছে গ্রাহকেরা। আর এবার নয়া নিয়ম এনে গ্রাহকদের সতর্ক করলো রিজার্ভ ব্যাংক।
একদিকে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI 40 কোটি মানুষকে প্যান-আধার লিঙ্ক নিয়ে আবার সতর্ক করলেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে (New Bank Rules) গ্রাহকরা এটা না করে তাহলে তার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। যদি PAN CARD লিঙ্ক না হয় তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। আর তার সাথে একাউন্ট নম্বরটিও ফ্রিজ হয়ে যেতে পারে। আর শুধুমাত্র SBI ই নয়, এই নিয়ম প্রযোজ্য হবে সকল ব্যাংকের ক্ষেত্রেই।
তাই নির্বিঘ্নে ব্যাঙ্কের পরিষেবা চালাতে গ্রাহকদের অবশ্যই প্যানকার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে। নাহলে প্যানকার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে আর ব্যাঙ্কে টাকা লেনদেন করতে প্যান কার্ড টি ব্যবহার করা যাবেনা।
ইতিমধেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে, ৩১ শে মার্চের মধ্যে সকল গ্রাহককে তাদের প্যান – আধার লিঙ্ক করাতে হবে। আর সেই পথেই হেটে এবার ব্যাংকের গ্রাহকদেরও জানিয়ে দেওয়া হলো ৩১ শে মার্চের মধ্যে প্যান -আধার লিঙ্ক না করালে তাদের একাউন্টটি নিস্ক্রিয় বা ফ্রিজ হয়ে যেতে পারে। অন্যদিকে ঐ একই সিদ্ধান্ত জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সিস ব্যাংক এর মতো প্রথম সারির ব্যাংক গুলো। New Bank Rules
প্যানকার্ডে আধার লিঙ্কটি কিভাবে করবেন সেটা জেনে নিন।
প্রথমে আয়করের অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in/home -এ যেতে হবে। তারপর বাঁদিকে একটি LINK AADHAR লেখা অপশন দেখতে পাবেন।ওখানে ক্লিক করতে হবে আর তারপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্যান-আধার ব্যবহারকারীর যে নাম আছে সেটি উল্লেখ করতে হবে।যদি আধার কার্ডে ডেট অফ বার্থ-এর জায়গায় শুধুমাত্র সাল উল্লেখ করা হয়, তখন “I have only year of birth in aadhaar card” -বলে যে অপশন দেখতে পাওয়া যাবে ওখানে ক্লিক করতে হবে। New Bank Rules
তারপর ক্যাপচা কোডটি দিয়ে OTP-এর জন্য ক্লিক করতে হবে। একদম শেষে Link Aadhaar বলে যে অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে। তাহলেই PAN ও Aadhaar লিঙ্ক হয়ে যাবে। New Bank Rules
এছাড়াও মেসেজের মাধ্যমেও Pan-Aadhar Link করাতে পারবেন। মেসেজ বক্সে গিয়ে লিখুন UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN> এবং পাঠিয়ে দিন 56778 অথবা 56161 নম্বরে। New Bank Rules
এ পরিষেবা 31শে মার্চ অবধি উপলব্ধ থাকবে। তারপরেও লিঙ্ক না করা হলে কার্ডধারীকে 1000 টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে আপনার মন্তব্য কি? নিচে কমেন্ট করে জানাতে পারেন।