SBI ATM Franchise – বাড়িতে বসে SBI এর সাথে ব্যাবসা করে মাসে লাখ টাকা আয় করার সুবর্ণ সুযোগ।

SBI ATM Franchise – বাড়িতে বসে উপার্জনের অন্য উপায় দিচ্ছে SBI

SBI ATM Franchise – এই মুহূর্তে চাকরীর বাজার খুব খারাপ (Business Ideas)। তাই আপনার যদি নিজের একটি বাড়ি থাকে আর সেটি যদি হয় রাস্তার পাশে তবে, বাড়িতে বসেই কিছু না করেই SBI এর সাথে ব্যাবসা করে মাসে ৫০ থেকে ১ লাখ টাকা উপার্জন করতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে।

কোভিড পরবর্তী সময়ে উপার্জন নিয়ে আপনি চিন্তিত ! বাড়িতে বসে উপার্জনের উপায় দিচ্ছে দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়িতে বসে ব্যবসা করার পরিকল্পনা (SBI ATM Franchise) করে থাকলে নির্দ্বিধায় এটি ভালো ভাবনা।

বাড়িতে বসে প্রায় ৬০ হাজার উপার্জন করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে। সাধারণত ব্যাঙ্কের তরফে কোনো একটি সংস্থাকে এটিএম এর কনট্র্যাক্ট দেওয়া হয়। তবে এখন আপনি বা আমি যে কেউই এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারি‌।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নেওয়ার কিছু শর্ত আছে

শর্তগুলি হল –
আপনার ৫০-৮০ স্কোয়্যার ফুটের জায়গা থাকতে হবে। অন্য এটিএম থেকে ন্যূনতম দূরত্ব ১০০ মিটার হতে হবে। জায়গাটি গ্রাউন্ড ফ্লোরে এবং যেখানে ২৪ ঘণ্টা পাওয়ার সাপ্লাই থাকে। এছাড়াও এর জন্ম প্রয়োজন ১ কিলোওয়াট বিদ্যুতের কানেকশনের। এটিএম-এর জায়গায় কংক্রিটের ছাদ থাকতে হবে

SBI ATM Franchise নিতে যে ডকুমেন্ট দরকার হবে –

১. আইডি প্রুফ- Aadhaar Card , Pan Card , Voter Card
২. অ্যাড্রেস প্রুফ- রেশন কার্ড/ ইলেক্ট্রিসিটি বিল
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক

৪. ফটোগ্রাফ, ই-মেল আইডি, ফোন নম্বর
৫. জিএসটি নম্বর
৬. ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস

কীভাবে করবেন এটিএম ফ্র্যাঞ্চাইজির (SBI ATM Franchise) জন্য আবেদন –
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন
ফ্র্যাঞ্চাইজির জন্য। বেশির ভাগ এটিএম লাগানোর কন্ট্র্যাক্ট দেওয়া হয় Tata Indicash, Muthoot ATM ও India One ATM ৷

এই সংস্থাগুলির অফিশিয়াল ওয়েবাসাইট
Tata Indicash – www.indicash.co.in
Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html
India One ATM – india1atm.in/rent-your-space

এই সমস্ত সংস্থার ওয়েবসাইটে অনলাইনে লগইন করে এটিএমের জন্য আবেদন করতে পারবেন ৷

কত টাকা বিনিয়োগ করতে হবে
Tata Indicash সংস্থা ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে যেটা রিফান্ডেবল ৷ এছাড়া ৩ লক্ষ টাকার ওয়ার্কিং ক্যাপিটল জমা করতে হবে ৷ মোট ৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ SBI ATM Franchise

কত টাকা আয় –

প্রত্যেক ক্যাশ ট্রানজাকশনে ৮ টাকা এবং নন ক্যাশ ট্রানজাকশনে ২ টাকা পাওয়া যায়৷ বছরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৩৩-৫০ শতাংশ পাওয়া যায়৷

আরও পড়ুন, বাড়ির ছাদে এই ব্যাবসা করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করুন

কী হিসেবে টাকা পাবেন দেখে নিন –

এটিএম-এর মাধ্যমে প্রতিদিন যদি ২৫০টি ট্রানজাকশন হয় তার মধ্যে ৬৫ শতাংশ ক্যাশ ট্রানজাকশন ও ৩৫ শতাংশ নন-ক্যাশ ট্রানজাকশন হয় তাহলে মাসে আয় প্রায় ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷ দিনে ৫০০ ট্রানজাকশন হলে প্রায় ৮৮-৯০ হাজার কমিশন আপনি পেতে পারেন৷ SBI ATM Franchise

আরও পড়ুন, চাকরীর চিন্তা ছেড়ে এই কাজ করে প্রতিষ্ঠিত হতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment