Union Budget 2022: এক নজরে দেখে নিন কি পেলেন।
অবশেষে মঙ্গলবার চতুর্থবার বাজেট পেশ (Union Budget 2022) করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ অতিমারীর ঢেউ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের অর্থনীতি। ফলে স্বভাবতই এবারের বাজেট নিয়ে সাধারন মানুষের মধ্যে প্রচুর প্রত্যাশা ছিল৷ এবার দেখে নেওয়া যাক কি কি বড় ঘোষণা করা হলো বাজেটে।
বাজেট ২০২২-২৩-র ১০টি গুরুত্বপূর্ণ ঘোষণা (Union Budget 2022)
১. সর্বপ্রথমই কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা হয়। চলতি বছরে যুবক যুবতিদের ৬০ লক্ষ চাকরি দেওয়া হবে৷
২. দেশের ডাক ব্যবস্থাকে উন্নত করতে ১.৫ লক্ষ ডাকঘর কোর ব্যাঙ্কিংয়ের আওতায় চলে আসবে৷ পোস্ট অফিসেও এবার অনলাইন ট্রান্সফার সম্ভব হবে৷
৩. ৩ বছরে ১০০ পিএম গতি শক্তি কার্গো টার্মিন্যাল তৈরি করা হবে৷
৪. আগামী ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালানো হবে৷
৫. দেশে ডিজিটাল ইউনির্ভাসিটি তৈরি করা হবে৷
৬. ২০২২-২৩ আর্থিক বছরে ৮০ লক্ষ নতুন বাড়ি নির্মাণ করা হবে৷
৭. ২৫ হাজার কিলোমিটারের জাতীয় সড়ক নির্মাণের জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ Union Budget 2022
৮. দেশের ৫টি বড় নদী যুক্ত করার জন্য জল সম্পদ উন্নয়ন মন্ত্রককে সাহায্য করা হবে৷
৯. ৭৫টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে৷ ১০. ২০২২-২৩ সালে ই-পাসপোর্ট চালু করা হবে ৷ এবং এবার থেকে পাসপোর্টে সিম কার্ডের মতো চিপস থাকবে। Union Budget 2022
এই বছরের বাজেটে আপনি কতটা সন্তুষ্ট, কিম্বা আর কি হলে ভালো হতো, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Union Budget 2022: শিক্ষা, চাকরী, ব্যাবসা, সঞ্চয়, ট্যাক্স – বাজেটে কি পেলেন
Garena Free Fire Redeem codes Today : আজকের ফ্রি ফায়ার রিডিম কোডের সাথে পেয়ে যান ফ্রী ডায়ামন্ড