Jio 5g Plans – এবার মুভি ডাউনলোড করুণ মাত্র এক সেকেন্ডে, 420mb/s ডাউনলোড স্পীডের সাথে।

Jio 5g Plans – সবকিছুই এবার নিমেষেই ডাউনলোড করা যাবে।

প্রতিদিন আমাদের এই সমাজ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে (Jio 5g Plans)। আর এই সময়ে টেলিকম কোম্পানি ও এত উন্নতির দিকে এগিইয়েছে যে এখন তা ৫ জেনারেশন এসে পৌঁছেছে। তাই এবার একশো গুণ বেশি স্পিডে ইন্টারনেট যা একে বারে বদলে দিতে চলেছে ইন্টারনেটের জগৎ।

এবার নাকি চোখের পলকে অ্যাপ থেকে শুরু করে মুভি ও ডাউনলোড হবে নিমেষেই। ক্লিক করলেই মাত্র এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে মুভি ডাউনলোড (Jio 5g Plans)। স্পীডের জোয়ার আনল Relience Jio, যুদ্ধ কালীন টেক্কা দিয়ে সবার আগে চলে আসল Relience Jio। কেমন সেই স্পিড? তাঁদের মতে প্রায় ১০০ গুণ বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। চলুন যেনে নাওয়া যাক বিস্তারিত ভাবে।

সাধারন মানুষের জীবন যাপন করার জন্য বর্তমান সময়ে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে (Jio 5g Plans)। তাই ভারতবর্ষে 5G ইন্টারনেটের জন্য চাহিদা বৃদ্ধি পেয়ে চলেছে ক্রমাগত। এবং সেই চাহিদা পুরন করার জন্য ভারতে 5G ইন্টারনেটের আগমন দ্রুত হতে চলেছে।

বিশেষজ্ঞরা দাবি করছে যে ২০২৩ সালের আগেই দেশে 5G ইন্টারনেট পরিষেবা চালু হতে চলেছে (Jio 5g Plans)। কিন্তু ২০২৩ সালে 5G ইন্টারনেটের পদার্পণ এর আগেই ১৩ টি রাজ্যে এই পরিষেবা চালু হবে বলে যানা গিয়েছে।

আরও পড়ুন – জলের দামে এবার পোস্ট পেইড আর দরকার নেই প্রি পেইডের প্লানের।

এই দৌরে পিছিয়ে নেই কেউ। সমস্ত প্রকার সিম কোম্পানি গুলি তাদের গবেষণা ক্রমাগত চালিয়ে যাচ্ছে যাতে সবার প্রথম তারা এই 5G পরিষেবা ভারতে চালু করতে সক্ষম হয় (Jio 5g Plans)। বর্তমানে Reliance Jio, Airtel, Vi একে অপরকে পাল্লা দিয়ে টেক্কা দিচ্ছে।

কিন্তু এই সব সিম কোম্পানি গুলিকে ছাড়িয়ে Relience Jio অনেকটা এগিয়ে গেছে। সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তি দিয়ে Relience Jio আনতে চলেছে 5G পরিষেবা (Jio 5g Plans)। যা সাম্প্রতিক পুনরায় একটি রিপোর্টে ধরা পরল।

5G ইন্টারনেটে সাফল্য পেল Relience Jio

সম্প্রতি 91Mobile এর কাছ থেকে পাওয়া গেছে একটি রিপোর্ট যাতে সম্পূর্ণ স্পষ্ট ভাবে Jio 5G নেটওয়ার্ক গতিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই রিপটি একটি স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে (Jio 5g Plans)। ৫জি নেটওয়ার্কের গতিপরীক্ষায় জিও গড়ে ৪২০ এমবিপিএসের (Mbps) ডাউনলোড এবং ৪১২ এমবিপিএসের (Mbps) আপলোড গতি অর্জনে সমর্থ হয়েছে, যা প্রকৃত অর্থেই অবাক করার মত।

এছাড়া এই পরীক্ষা থেকে আরও কিছু বিষয় প্রকাশ পেয়েছে। পরিষেবার ল্যাটেন্সি যথাক্রমে ১১ এবং ৯ মিলিসেকেন্ড (ms) পর্যন্ত পাওয়া যাবে। এক্ষেত্রে 4G নেটওয়ার্কের অধীনে সংস্থাটি ৪৬.৮২ এমবিপিএসের ডাউনলোড এবং ২৫.৩১ এমবিপিএসের আপলোড গতি স্পর্শ করেছে। (JIO 5G SERVICE) অর্থাৎ এটি সম্পূর্ণ স্পষ্ট যে জিও 4G থেকে জিও 5G ৮ গুন বেশি দ্রুত ডাউনলোডিং স্পীড দেয় যা কিন্তু প্রকৃত পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং আপ্লোডিং স্পীড ১৫ গুন বেশি দেয়।

এই পরীক্ষাটি মুম্বাই তে সম্পূর্ণ করা হয়েছে। এই বিষয় সম্পর্কিত কিছু জিনিস যেনে রাখা দরকার। সক্রিয় ব্যবহারকারীর 5G পরিষেবা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এর স্পীড কম বেশি হতে পারে। (JIO 5G SERVICE) কারন যখন ২০১৬ সালে 4G এসেছিল তখন ঠিক এরাকম টাই ঘটেছিল। সাধারনত ১৩০ mbps গতি থাকার সত্তেও সাধারন মানুষ ৩০mbps গতি যুক্ত ইন্টারনেট ব্যাবহার করতে পেরেছিল। ফলে ৪২০ mbps যা সব সময় পাওয়া যাবে তা নিয়ে কিন্তু অন্ধকারের ছাপ থেকেই যাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছে যে ৩০০ mbps গতি সাধারন মানুষেরা পাবেন।

সম্প্রতি আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে যাতে স্পষ্ট ভাবে বলা আছে যে জিও তার ৫জি ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ দেশে একেবারে চালু করবে না বরং ধাপে ধাপে সারা দেশে তারা এই ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করবে(JIO 5G SERVICE)।

আপনাদের কি মনে হয়, কোন সিম কোম্পানি আগে 5G ইন্টারনেট পরিষেবা চালু করতে পারবে(JIO 5G SERVICE)। মতামত জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই সম্পর্কিত আরও প্রতিবেদন পড়তে হলে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে।

আরও পড়ুন – পুরনো হলেও নতুন যুগকে হতভম্ব করে দিয়েছে এই কম্পিউটার।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment